চুলের সমস্যা।
Answers
-
Anonymous - 3 years ago
ক্রিম আছে কিনা সেটা আমার জানা নেই। তবে হেয়ার মেশিন সবসময় ব্যবহার করা উচিত নয়। আপনি যদি লক্ষ্য করেন হেয়ার মেশিন গুলো কত ওয়াটের তবে অবাক হবেন। আনুমানিক ২০০০ ওয়াটের হয়। এত বেশি পাওয়ার মোটেও চুলের জন্য ভালো না। যদি আপনি হেয়ার মেশিন ব্যবহার করেন তবে আপনাকে বেশি চুলের যত্ন নিতে হবে। চুল ভালো রাখার জন্য আপনি সপ্তাহে ২/৩ দিন নারিকেল তেল ব্যবহার করতে হবে। নারিকেল তেল ব্যবহারের আগে হালকা গরম করে নিবেন। এবং পরের দিন চুল শ্যাম্পু করে নিতে হবে। তাছাড়া আপনি চুলে অলিভ ওয়েল ব্যবহার করতে পারেন। তেলের সাথে ভিটামিট ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন। সপ্তাহে ২/১ দিন অ্যালোভেরা বা মেথি ব্যবহার করতে পারেন।