রিচ ফুড কি?
Answers
-
Anonymous - 3 years ago
রিচ ফুড বলতে বোঝায় সমৃদ্ধ খাদ্য যা ক্যালরিতে পরিপূর্ণ হওয়ার কারণে অল্পেই পেট ভরে যায়। প্রচুর তেল, ঘি, মশলা শর্করা এবং আমিষ যুক্ত এই ধরনের খাবার খেতে সুস্বাদু হলেও মোটেই স্বাস্থ্যকর নয়। পোলাও কর্মা, বিরিয়ানি, হালুয়া, ম্যাকডোনাল্ড, ফ্রায়েড চিকেন জাতীয় খাবার গুলি rich food এর অন্তর্ভূক্ত।
-
Anonymous - 3 years ago
রিচ ফুড মানে হল জাঙ্ক ফুড। এগুলো কৃত্রিম খাদ্য যাতে চর্বি, লবণ, কার্বনেট ইত্যাদি ক্ষতিকারক দ্রব্যের আধিক্য থাকে যা গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, যেমন - আলুর চিপস, বার্ডার চকলেট, ফ্রাইড চিকেন, বিরিয়ানি ইত্যাদি