আমি পেগনেন্ট হয়েছি কিনা তা কিভাবে বুঝব?
Answers
-
Anonymous - 3 years ago
পেগনেন্ট কি না তা যেভাবে বুঝবেন - ওষুধের দোকানগুলোতে প্রেগন্যান্সি পরীক্ষার স্ট্রিপ পাওয়া যায়। তা দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। নিয়মগুলো প্যাকেটের গায়ে স্পষ্টভাবে লেখা থাকে। প্রতি মাসের নির্দিষ্ট সময়ে পিরিয়ড হয়ে থাকে (সাধারণত ২৮ দিন পর পর)। যদি না হয়, তবে আপনি গর্ভবতী। মাসিকের সময় খুব সামান্য পরিমাণ রক্তপাত হয়ে বন্ধ হয়ে যায়। এটি হতে পারে পেগন্যান্সির লক্ষণ। আপনি যদি পেগনেন্ট হন তবে স্তনের আকৃতি কিছুটা বৃদ্ধি পাবে ও নিপল গাঢ় রঙ ধারণ করবে। মাঝে মাঝে বমি বমি ভাব বা বমি হওয়া বা মর্নিং সিকনেস প্রেগন্যান্সির প্রাথমিক পর্যায়ের খুবই স্বাভাবিক সমস্যা। প্রেগন্যান্সির প্রাথমিক পর্যায়ে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা হলেও বেশি থাকে। * এ সময় প্রায়ই হজমে সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়।