দৈনন্দিন জীবনে যে কাজগুলো করলে সুন্নাত আদায় হবে সেগুলা জানতে চাই?

Back to Ask Report

avatar

Anonymous 2 years ago

দৈনন্দিন জীবনে যে কাজগুলো করলে সুন্নাত আদায় হবে সেগুলা জানতে চাই?

ইসলাম
  • avatar
    Anonymous - 2 years ago
    মুখে মিষ্টি হাঁসি রাখা, বসে জুতা পরা ও খোলা, অন্যের ঘরে উকি-ঝুকি না মারা, শিশুদের পছন্দ করা, স্নেহ করা, তাদের সাথে খেলাধুলা করা, অপরজনকে সাহায্য করা, ছোট-বড় সকলকে গণহারে আগে সালাম দেওয়া, গরীব-দরিদ্রকে খাওয়ানো, ঘুম থেকে উঠে হাত দিয়ে মুখে ঘুমের আবেশ মুছতে থাকা, মাঝেমধ্যে খালি পায়ে মাটির উপর বা ঘাসের উপর হাটা, বেশী বেশী আল্লাহর অনুগ্রহ ও নিয়ামাত নিয়ে চিন্তা করা, চুলের যত্ন নেওয়া ও চুল বড় রাখা, নিচের দিকে তাকিয়ে হাটা, আকাশের দিকে তাকানো ও মাঝেমধ্যেই আকাশ দেখা, যেকোনো আনন্দ বা খুশির সংবাদ শুনলে সাথে সাথে ওযু করে একটি সিজদা দেওয়া ও দুয়া করা ইত্যাদি।

  • avatar
    Anonymous - 2 years ago
    বৃষ্টিতে ভেজা, ঘুমানোর আগে বিছানা ঝেড়ে ফেলা, মাঝে মাঝে খালি পায়ে হাটা, পায়খানা যাবার সময় বাম পা দিয়ে যাওয়া ও বের হওয়ার সময় ডান পা রাখা, পায়খানার পর ওযু করা, জামা খুলার সময় বিসমিল্লাহ বলা, পোশাক পড়ার সময় ডান দিক দিয়ে পড়া ও খোলার সময় বাম দিক আগে খোলা, অযথা অধিক রাত্রি জাগরণ না করে যথা সময়ে পরিমাণ মতো ঘুমিয়ে যাওয়া, তর্ক-বির্তক, হট্টগোল পরিহার করা।

Authentication required

You must log in to post an answer.

Log in

Similar Questions