লিপ কিস করতে আমার ভালো লাগে না
Answers
-
Anonymous - 3 years ago
আপনার যেহেতু নতুন বিয়ে এইরকমটা হওয়া স্বাভাবিক। একটা বিষয় আপনি ক্লিয়ার করেন নি যে আপনি কি আপনার স্বামী কে পছন্দ করেন না বা মেনে নিতে পারেন নি? যদি এরকম হয়ে থাকে তবে আপনার লিপ কিস করতে খারাপ লাগবে কিন্তু যদি আপনার স্বামীকে আপনার পছন্দ হয়ে থাকে এবং স্বামী হিসেবে মেনে নিয়ে থাকেন তবে কিস করতে খারাপ লাগবে না। প্রথমেই ভাবেন উনি আপনার স্বামী। প্রথমদিকে খারাপ লাগবে কিন্তু সময়ের সাথে মেনে নিতে হবে। উনি চাচ্ছেন তাই কিস করতেই হবে ব্যপারটা সেটা না, আওনাকেও ফিল করতে হবে। মন রাখতে কোন কিছু মন থেকে হয় না। আপনি এখন পারছেন না তাই বলে কি একেবারে বাদ দিয়ে দিবেন? আপনার স্বামীর কাছে সময় নেন, কেন পারছেন না তার সাথে শেয়ার করেন তিনি অবশ্যই আপসে আসবেন। সম্পর্কের মাঝে লিপ কিস অনেকটা compulsory ই বলা যায়। যদি অরুচি বা এই ধরণের কোন কারন হয়ে থাকে অর্থাৎ তার ঠোট মুখে নিতে পারছেন না সেক্ষেত্রে তাকে মাউথ ফ্রেসনার ইউজ করতে বলেন বলতে খারাপ লাগলে একসাথে ইউজ করেন কিন্তু বাদ দিয়েন। চেষ্টা করেন সমস্যার সমাধান সমস্যা শেয়ার করলেই হয়। Exit is not the only option. চেষ্টা করেন, ফিল করেন এমনিই হবে ইনশাআল্লাহ।