নামজের শুরুতে নিয়ত করতে ভুলে গেলে কি করবো?
Answers
-
Anonymous - 3 years ago
মুখে নিয়ত না করলে নামাজ হবে না এই কথাটি একদমই সঠিক নয়। মনের মধ্যে নামাজ পড়ার ইচ্ছা নিয়ে নামাজ শুরু করলেই নামাজ হবে। নামাজের জন্য আলাদা করে আরবি বা বাংলায় নিয়াত করার তেমন দরকার হয় না। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেবেন, তাহলেই হবে।