আমার বউ আমাকে ইগনোর করে কেন?
Answers
-
Anonymous - 3 years ago
আপনার বউ হয়তো আপনার সাথে কমফোরটেবল না। আপনাদের বিয়ে তো ২ মাস হয়েছে। আপনার স্ত্রীকে সময় দেন। আপনাদের যদি অ্যারেনজ ম্যারেজ হয় তবে সেই ক্ষেত্রে এটা কমন। আগে একে অপরকে জানেন। আর যদি অন্য কোন কারণ হয় তবে তার সাথে কথা বলেন। এমনটাও হতে পারে যে তার অন্য কাউকে পছন্দ ছিল। আপনাকে মানতে পারছে না। তার ইক্টু সময় দরকার। তাকে সময় দেন সব ঠিক হয়ে যাবে।