এমএস ওয়ার্ড এ অটোসেভ কিভাবে চালু করে?
Answers
-
Anonymous - 3 years ago
ওয়ার্ড ফাইল অপেন করে ওয়ার্ড বাটনে ক্লিক করবেন তারপর সেখান থেকে ওয়ার্ড অপশান (word options) এ ক্লিক করুন। তারপর save menu তে ক্লিক করুন। সেখানে save auto recover information every লেখা এই চেক বক্সে ক্লিক করবেন তারপর কত মিনিট পরে অটো সেভ করতে চাচ্ছেন সেটা দিয়ে ok তে ক্লিক করবেন। তারপর কাজ শেষ। অটো সেভ হয়ে যাবে।