সগিরা গুনাহ কোন গুলো?
Answers
-
Anonymous - 3 years ago
যে সব গুনাহ কবিরা বা বড় গুনাহ না সেগুলোকেই সগীরা বা ছোট গুনাহ বলা হয়। সগীরা গুনাহ গুলো হল : ১. নামাযরত অবস্থায় এদিক ওদিকে দৃষ্টিপাত করা। ২. নামায অবস্থায় কাপড়, দাড়ি, বা শরীরের কোন অঙ্গ নিয়ে খেলা করা। ৩. বেচাকেনার ক্ষেত্রে কেউ দরদাম করছে এমতবস্থায় তার শেষ হওয়ার আগে আরেকজন এসে দরদাম শুরু করা। ৪. স্ত্রীকে এক বৈঠকে একাধিক তালাক দেয়া। ৫. গীবত শুনে চুপ থাকা। ৬. খোলা স্থানে কিবলার দিকে মুখ করে প্রশাব বা পায়খানা করা। ৭. কোন মানুষকে অভিশাপ করা। ৮. মৃত ব্যক্তির চেহারায় চুমু দেয়া। ৯. খুতবার সময় কথা বলা। ১০. কারো গুপ্ত কথা ফাস করা।