আমি নতুন বিয়ে করেছি। বিয়ে হওয়া ৫ দিন হয়েছে। আমাদের লাভম্যারেজ। বিয়ের পরের দিন থেকে আমার স্ত্রীর সাথে সেক্স করতে চেস্টা করছি কিন্তু পারছি না। পেনিস 1 inch মত ঢুকে আর বেশি যায় না। ৪ দিনে ২০ বার

Anonymous 3 years ago
আমি নতুন বিয়ে করেছি। বিয়ে হওয়া ৫ দিন হয়েছে। আমাদের লাভম্যারেজ। বিয়ের পরের দিন থেকে আমার স্ত্রীর সাথে সেক্স করতে চেস্টা করছি কিন্তু পারছি না। পেনিস 1 inch মত ঢুকে আর বেশি যায় না। ৪ দিনে ২০ বারের উপর ট্রাই করেছি কিন্তু পারিনি। আমার স্ত্রীও অনেক কপরেট করছে। কিন্তু আমার স্ত্রীর খুব ব্যথা লাগছে। এখন আমারা কি করতে পারি?
Answers
-
Anonymous - 3 years ago
তার বয়স কি কম? যদি অল্প বয়েসি হয়ে থাকে সেক্ষেত্রে এটা হওয়া স্বাভাবিক। যোনি ছোট তাই হতে পারে। আবার আপনার স্ত্রী যদি পুরোপুরি উত্তেজিত না হয়ে থাকে সেক্ষেত্রেও হতে পারে। মেয়েরা পুরোপুরি উত্তেজিত অবস্থায় যোনি কিছুটা প্রসারিত হয়। ফোরপ্লেতে বেশি সময় দিয়ে আরেকবার ট্রাই করে দেখতে পারেন।