আমাদের বিয়ে হয়েছে ৮ মাস আগে। আমার স্ত্রীর স্তন আগে কিছুটা ছোট ছিল। এখন বেশ বড় হয়ে গেছে। আমি আমার স্ত্রীর স্তন বেশি নাড়াচাড়া করি ও চুষিও। তার জন্য কি আমার স্ত্রীর স্তন বড় হয়ে গেছে?
Answers
-
Anonymous - 3 years ago
স্তন নাড়াচাড়া করলে বড় হয় এই কথার কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই৷ এটা সাধারণ মানুষের ধারনা ৷ স্তন বড় হয় চর্বির কারনে ৷ চর্বি জমা হওয়ার পেছনে ফিমেল হরমোন দায়ী ৷
-
Anonymous - 3 years ago
বিয়ের সময় খাবার খাওয়া চেক দেয়া হয় না। এসময় মেদ বাড়ে সাধারণত মেয়েদের। স্তন প্রেস করা, চোষা বা সহবাসের জন্য বড় হয় না। সেক্সের সময় স্তন কিছুটা শক্ত হয় সেটা সাময়িক। ডায়েট করতে বলেন এবং ম্যাসাজ নিতে বলতে পারেন বা আপনিও ম্যাসাজ দিতে পারেন এতে স্তন হেলদি থাকে।