কম্পিউটার অটো বন্ধ করা যায় কি?
Answers
-
Anonymous - 3 years ago
ডেক্সটপের খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে New থেকে Shortcut সিলেক্ট করুন।তারপর খালি বক্সটিতে shutdown -s -t 300 লিখে Next এবং Finish বাটনে ক্লিক করুন। ডেক্সটপে Shutdown নামে নতুন একটি শর্টকাট তৈরি হবে। এখানে ডাবল ক্লিক করলেই পাঁচ মিনিট পর কম্পিউটার বন্ধ হয়ে যাবে। আপনি যদি সময় আরো বাড়াতে চান তবে 300 এর পরিবর্তে যত চান তত দিতে পারবেন। -t এর পরের সংখ্যা গুলো সেকেন্ড হিসাবে কাউন্ট হয়। আপনি যদি ১০ মিনিট চান তবে আপনাকে ৬০০ সেকেন্ড দিতে হবে।
-
Anonymous - 3 years ago
জি করা যায়। কোন সফটওয়্যার ছাড়াই আপনি এই কাজটি করতে পারবেন। তার জন্য আপনাকে যা করা লাগবে তা হল মাউসের রাইট বাটন ক্লিক করে New থেকে Shortcut সিলেক্ট করুন।তারপর খালি বক্সটিতে shutdown -s -t 600 লিখে Next এবং Finish বাটনে ক্লিক করুন। ডেক্সটপে Shutdown নামে নতুন একটি শর্টকাট তৈরি হবে। এখানে ডাবল ক্লিক করলেই দশ মিনিট পর কম্পিউটার বন্ধ হয়ে যাবে।