তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম কি?
Answers
-
Anonymous - 3 years ago
গভীর রাতে এই নামাজ একা একা পড়তে হয়। তাহাজ্জুদের নামাজ ২ রাকাত ২ রাকাত করে পড়তে হয়। এটি নফল নামাজ। যেকোন সুরা দিয়ে এই নামাজ পড়তে পারবেন। তবে খুব ধীরে সুস্থে এই নামাজ পড়া উত্তম। ৪ রাকাত বা ৮ রাকাত বা ১২ রাকাত এই নামজ পড়তে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে ৮ রাকাত পড়ার কথা উল্লেখ আছে। এবং শেষে ৩ রাকাত বেতর বা ১ রাকাত বেতর নামাজ পরে শেষ করতে হয়। তারপর আল্লাহর দরবারে নিজ ও আত্বীয় স্বজনদের জন্য দোয়া বা মাগফিরাত কামনা করতে পারেন।