hdmi কি?
Answers
-
Anonymous - 3 years ago
Hdmi অর্থ High Definiton Multimedai Interdace. এটি একটি ইন্টারফেস যা কমপ্রেস না করা অডিও ও ভিডিও একসাথে প্রেরণ করতে ব্যবহৃত হয়। অ্যানালগ ভিডিও কে পরিবর্তন করে hdmi এর প্রচলন শুরু হয়েছে। এটি অনেক বেশি রেজুলেশন ডাটা পাঠানেরা জন্য ব্যবহৃত হয় এবং পরববর্তীতে এটি টেলিভিশণ ও কম্পিউটারে ব্যবহার শুরু হয়। এখন অনেক মোবাইল ডিভাইস ও ক্যামেরা এই ইন্টারফেস ব্যবহার করছে। একইসাথে VGA, DVI অ্যানালগ ভিডিও কে পরিবর্তন করে এখন এইচডিএমআই পোর্ট ব্যবহার বাড়ছে। এটি উদ্ভব হয় ২০০৩ সালে।