প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ
51. "প্রভাতে"উদিল রবি লোহিত বরণ ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে ৭মী
- খ. অপাদানে ৭মী
- গ. করণে ৩য়া
- ঘ. কর্তায় ৭মী
52. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস?
- ক. বেহুস
- খ. মুখে ভাত
- গ. খেচর
- ঘ. গায়ে হলুদ
54. 'মনস্তাপ' এর সন্ধি বিচ্ছেদ ----
- ক. মন + তাপ
- খ. মনস + তাপ
- গ. মনঃ + তাপ
- ঘ. মনো + তাপ
55. 'উল্লাস' এর সন্ধি বিচ্ছেদ ----
- ক. উৎ + লাস
- খ. ঊৎ + লাস
- গ. উল + লাস
- ঘ. ঊল + লাস
56. 'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা কে?
- ক. মমতাজ উদ্দিন আহমদ
- খ. মামুনুর রশীদ
- গ. ইব্রাহীম খলিল
- ঘ. ওবায়েদ উল হক
57. 'দুদিনের খেলাঘর' উপন্যাসটির রচয়িতা কে?
- ক. আকবর হোসেন
- খ. অন্নদাশঙ্কর রায়
- গ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
- ঘ. শওকত আলী
58. আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
- ক. মানুষের মানচিত্র
- খ. নির্বাসিত নায়ক
- গ. নারিন্দা লেন
- ঘ. সাতনরী হার
59. 'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে?
- ক. সেলিম আল দীন
- খ. আবদুল্লাহ আল মামুন
- গ. জিয়া হায়দার
- ঘ. আলাউদ্দীন আল আজাদ
60. প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি?
- ক. আলালের ঘরের দুলাল
- খ. সীতারাম
- গ. চঞ্চলা
- ঘ. কুহেলিকা
61. 'সোনাভান' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
- ক. সৈয়দ হামজা
- খ. আলাওল
- গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
- ঘ. মীর মোহাম্মদ শফী
63. ১, ৫, ১৩, ২৯, ৬১ -----ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
- ক. ৭৬
- খ. ১০২
- গ. ১০৬
- ঘ. ১২৫
64. নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
- ক. ১/৩
- খ. ২/৭
- গ. ৫/২১
- ঘ. ৩/৬
65. নিচের উল্লিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
- ক. ১/২৫
- খ. ১/১৯
- গ. ১/১৫
- ঘ. ১/১২
66. সামান্তরিকের বিপরীত কোণের অন্তদ্বিখণ্ডদ্বয়----
- ক. পরস্পর সমান
- খ. পরস্পর সমান্তরাল
- গ. পরস্পরের উপর লম্ব
- ঘ. পরস্পর একটি বিন্দুতে ছেদ করে
67. যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমান নয়, তাকে বলে ----
- ক. রম্বস
- খ. বর্গক্ষেত্র
- গ. আয়তক্ষেত্র
- ঘ. ট্রাপিজিয়াম
- ক. ৪০ টাকা
- খ. ৪২ টাকা
- গ. ৪৩ টাকা
- ঘ. ৪৭ টাকা
69. একটি দ্রব্য ২৫ টাকা দিয়ে ক্রয় করে ৩০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
- ক. ২০%
- খ. ১৫%
- গ. ১০%
- ঘ. ৫%
70. একটি জিনিস ৬০ পয়সায় বিক্রয় করায় ২০% লাভ হয়। এর ক্রয়মূল্য কত?
- ক. ৭২ পয়সা
- খ. ৮০ পয়সা
- গ. ৪০ পয়সা
- ঘ. ৫০ পয়সা
71. এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?
- ক. ২০,০০০ টাকা
- খ. ১৫,০০০ টাকা
- গ. ১২,০০০ টাকা
- ঘ. ১০,০০০ টাকা
- ক. ২৫%
- খ. ২১.৫%
- গ. ২.৫%
- ঘ. ১.২৫%
73. ক ও খ এর মধ্যে ১৮০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হয় যেন খ, ক এর দ্বিগুণ পায়। ক কত টাকা পায়?
- ক. ৪৫ টাকা
- খ. ৬০ টাকা
- গ. ৯০ টাকা
- ঘ. ১৩৫ টাকা
75. ক একটি কাজ ৫ দিনে এবং খ তা ১০ দিনে করতে পারে। তারা একত্রে ১ দিনে এর কত অংশ করতে পারবে?
- ক. ১/১৫
- খ. ১/১০
- গ. ২/১৫
- ঘ. ৩/১০