সন্ধি

1. ‘সদ্যোজাত’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?

  • ক. সৎ+জাত
  • খ. সদ্যো+জাত
  • গ. সদ্যঃ+জাত
  • ঘ. সদ্য+জাত

উত্তরঃ সদ্যঃ+জাত

বিস্তারিত

2. ‘রবীন্দ্র’- এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. রবী + ইন্দ্র
  • খ. রবী + ঈন্দ্র
  • গ. রবি + ইন্দ্র
  • ঘ. রবি + ঈন্দ্র

উত্তরঃ রবি + ইন্দ্র

বিস্তারিত

3. ‘দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?

  • ক. দ্বীপ + আয়ন
  • খ. দ্বিপ + অনট
  • গ. দ্বীপ + অয়ন
  • ঘ. দ্বীপ + অনট

উত্তরঃ দ্বীপ + আয়ন

বিস্তারিত

4. সন্ধি-সাধিত শব্দ ‘পরস্পর’ কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?

  • ক. ব্যঞ্জনধ্বনি
  • খ. স্বরধ্বনি
  • গ. নিপাতনে সিদ্ধ
  • ঘ. বিসর্গ সন্ধি

উত্তরঃ নিপাতনে সিদ্ধ

বিস্তারিত

5. বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ-

  • ক. বাগ + অম্বর
  • খ. বাগ + আড়ম্বর
  • গ. বাক্ + অম্বর
  • ঘ. বাক্ + আড়ম্বর

উত্তরঃ বাক্ + আড়ম্বর

বিস্তারিত

6. ‘জনৈক’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ-

  • ক. জন + ইক
  • খ. জন + এক
  • গ. জনৈ + এক
  • ঘ. জন + ঈক

উত্তরঃ জন + এক

বিস্তারিত

7. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?

  • ক. বাক + দান = বাগদান
  • খ. উৎ + ছেদ = উচ্ছেদ
  • গ. পর + পর = পরস্পর
  • ঘ. সম + সার = সংসার

উত্তরঃ পর + পর = পরস্পর

বিস্তারিত

8. ‘প্রাতরাশ’ -এর সন্ধি-

  • ক. প্রাত + রাশ
  • খ. প্রাতঃ + রাশ
  • গ. প্রাতঃ + আশ
  • ঘ. প্রাত + আশ

উত্তরঃ প্রাতঃ + আশ

বিস্তারিত

9. সন্ধির প্রধান সুবিধা কী?

  • ক. পড়ার সুবিধা
  • খ. লেখার সুবিধা
  • গ. উচ্চারণের সুবিধা
  • ঘ. শোনার সুবিধা

উত্তরঃ উচ্চারণের সুবিধা

বিস্তারিত

10. ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ-

  • ক. ষড়+ঋতু
  • খ. ষড়্+ঋতু
  • গ. ষট+ঋতু
  • ঘ. ষট্+ঋতু

উত্তরঃ ষট্+ঋতু

বিস্তারিত

11. ‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ-

  • ক. রত্না + কার
  • খ. রত্ন + কর
  • গ. রত্না + আকার
  • ঘ. রত্ন + আকর

উত্তরঃ রত্ন + আকর

বিস্তারিত

12. ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?

  • ক. ধ্বনিতত্ত্বে
  • খ. অর্থতত্ত্বে
  • গ. বাক্যতত্ত্বে
  • ঘ. রূপতত্ত্বে

উত্তরঃ রূপতত্ত্বে

বিস্তারিত

13. ‘মৃন্ময়’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

  • ক. মৃন + ময়
  • খ. মৃং + ময়
  • গ. মৃৎ + ময়
  • ঘ. মৃঃ + ময়

উত্তরঃ মৃৎ + ময়

বিস্তারিত

14. কোনটি ‘নিরাময়’ শব্দের সন্ধি-বিচ্ছেদ?

  • ক. নিঃ + আময়
  • খ. নিঃ + ময়
  • গ. নির + ময়
  • ঘ. নির + আময়

উত্তরঃ নিঃ + আময়

বিস্তারিত

15. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. অব্যয়
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

16. ‘শশাঙ্ক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ -

  • ক. শশ + অঙ্ক
  • খ. শস + অঙ্ক
  • গ. শশা + অঙ্ক
  • ঘ. শসা + অঙ্ক

উত্তরঃ শশ + অঙ্ক

বিস্তারিত

17. সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কী বলে?

  • ক. সন্ধি
  • খ. প্রত্যয়
  • গ. বচন
  • ঘ. সমাস

উত্তরঃ সন্ধি

বিস্তারিত

18. নিয়ম অনুসারে সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. রাজ্ + নী
  • খ. রাগ্ + নী
  • গ. রাজ্ + জ্ঞী
  • ঘ. রাগ্ + জ্ঞী

উত্তরঃ রাজ্ + নী

বিস্তারিত

19. ‘দুর্যোগ’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

  • ক. দুহঃ + যোগ
  • খ. দুঃ + যোগ
  • গ. দুর + যোগ
  • ঘ. দুরঃ + যোগ

উত্তরঃ দুঃ + যোগ

বিস্তারিত

20. ‘ক্ষুধার্ত’ এর সন্ধি বিচ্ছেদ -

  • ক. ক্ষুৎ + আর্ত
  • খ. ক্ষুধা + আর্ত
  • গ. ক্ষুধা + ঋত
  • ঘ. ক্ষুধ + আর্ত

উত্তরঃ ক্ষুধা + ঋত

বিস্তারিত

21. ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

  • ক. চতুর + পদ
  • খ. চতুর্ষ + পদ
  • গ. চতু + পদ
  • ঘ. চতুঃ + পদ

উত্তরঃ চতুঃ + পদ

বিস্তারিত

22. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

  • ক. রূপতত্ত্বে
  • খ. বাক্যতত্ত্বে
  • গ. অর্থতত্ত্বে
  • ঘ. ধ্বনিতত্ত্বে

উত্তরঃ ধ্বনিতত্ত্বে

বিস্তারিত

23. ‘দুর্যোগ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. দুর + যোগ
  • খ. দুঃ + যোগ
  • গ. দু + যোগ
  • ঘ. দুরোঃ + যোগ

উত্তরঃ দুঃ + যোগ

বিস্তারিত

24. ‘বনস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. বনঃ + পতি
  • খ. বন্ + পতি
  • গ. বনস + পতি
  • ঘ. বন + স্পতি

উত্তরঃ বনঃ + পতি

বিস্তারিত

25. কোনটি স্বরসন্ধির উদাহরণ?

  • ক. হিমালয়
  • খ. অহরহ
  • গ. সংসার
  • ঘ. বনস্পতি

উত্তরঃ হিমালয়

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects