উপসর্গ

1. ‘অপ’ কী ধরনের উপসর্গ?

  • ক. সংস্কৃত
  • খ. বাংলা
  • গ. বিদেশী
  • ঘ. মিশ্র

উত্তরঃ সংস্কৃত

বিস্তারিত

2. বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে?

  • ক. উনিশ
  • খ. কুুড়ি
  • গ. একুশ
  • ঘ. বাইশ

উত্তরঃ একুশ

বিস্তারিত

3. উপসর্গ কোনটি?

  • ক. অতি
  • খ. থেকে
  • গ. চেয়ে
  • ঘ. দ্বারা

উত্তরঃ অতি

বিস্তারিত

4. প্র, পরা, অপ-

  • ক. বাংলা উপসর্গ
  • খ. সংস্কৃত উপসর্গ
  • গ. বিদেশি উপসর্গ
  • ঘ. উপসর্গ স্থানীয় অব্যয়

উত্তরঃ সংস্কৃত উপসর্গ

বিস্তারিত

5. ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলা ভাষায় এসেছে-

  • ক. আরবি ভাষা থেকে
  • খ. ফরাসি ভাষা থেকে
  • গ. হিন্দি ভাষা থেকে
  • ঘ. উর্দু ভাষা থেকে

উত্তরঃ আরবি ভাষা থেকে

বিস্তারিত

6. ‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?

  • ক. শব্দ দুটিতে উপসর্গটি মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
  • খ. শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
  • গ. দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
  • ঘ. দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাতবিচারে ভিন্ন হলেও আসলে এক

উত্তরঃ দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম

বিস্তারিত

7. ‘অচিন শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

  • ক. নেতিবাচক
  • খ. বিয়োগান্তক
  • গ. নঞর্থক
  • ঘ. অজানা

উত্তরঃ নঞর্থক

বিস্তারিত

8. ‘অপলাপ’ শব্দের ‘অপ’ ‍উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

  • ক. বিপরীত
  • খ. নিকৃষ্ট
  • গ. বিকৃত
  • ঘ. অভাব

উত্তরঃ বিপরীত

বিস্তারিত

9. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?

  • ক. নিখুঁত
  • খ. আনমনা
  • গ. অবহেলা
  • ঘ. নিমরাজি

উত্তরঃ নিমরাজি

বিস্তারিত

10. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?

  • ক. নিখুঁত
  • খ. আনমনা
  • গ. অবহেলা
  • ঘ. নিমরাজি

উত্তরঃ নিমরাজি

বিস্তারিত

11. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

  • ক. অজ
  • খ. ফি
  • গ. অতি
  • ঘ. খাস

উত্তরঃ অজ

বিস্তারিত

12. প্র, পরা - কোন ধরনের উপসর্গ?

  • ক. সংস্কৃত উপসর্গ
  • খ. বাংলা উপসর্গ
  • গ. বিদেশী উপসর্গ
  • ঘ. খাঁটি বাংলা উপসর্গ

উত্তরঃ সংস্কৃত উপসর্গ

বিস্তারিত

13. কোন শব্দটি উপসর্গযোগে গঠিত?

  • ক. আগাছা
  • খ. আবার
  • গ. আরাম
  • ঘ. আনাজ

উত্তরঃ আগাছা

বিস্তারিত

14. নিচের কোনটি শব্দের আগে বসে?

  • ক. প্রত্যয়
  • খ. উপসর্গ
  • গ. অনুসর্গ
  • ঘ. বিভক্তি

উত্তরঃ উপসর্গ

বিস্তারিত

15. বাংলা ভাষায় সংস্কৃতি উপসর্গ কোনটি?

  • ক. ২২টি
  • খ. ২১টি
  • গ. ২০টি
  • ঘ. ২৩টি

উত্তরঃ ২০টি

বিস্তারিত

16. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

  • ক. অজ
  • খ. অতি
  • গ. ফি
  • ঘ. খাস

উত্তরঃ অজ

বিস্তারিত

17. কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত?

  • ক. আষাঢ়
  • খ. আনন
  • গ. আঘাটা
  • ঘ. আগার

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

18. ‘নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে’ কোনটির?

  • ক. অনুসর্গের
  • খ. উপসর্গের
  • গ. বিভক্তির
  • ঘ. পদাশ্রিত অব্যয়ের

উত্তরঃ উপসর্গের

বিস্তারিত

19. কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?

  • ক. পরাকাষ্ঠা
  • খ. অভিব্যক্তি
  • গ. পরিশ্রান্ত
  • ঘ. অনাবৃষ্টি

উত্তরঃ অনাবৃষ্টি

বিস্তারিত

20. নিদাঘ শব্দে ‘নি’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. আতিশয্য
  • খ. বিশেষ
  • গ. নিশ্চয়
  • ঘ. সম্যক

উত্তরঃ আতিশয্য

বিস্তারিত

21. ‘অপমান’ শব্দটির অপ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়?

  • ক. নিকৃষ্ট
  • খ. বিপরীত
  • গ. বিকৃত
  • ঘ. অভাব

উত্তরঃ বিপরীত

বিস্তারিত

22. ‘অভি’ কোন ভাষার উপসর্গ?

  • ক. বাংলা
  • খ. তৎসম
  • গ. আরবি
  • ঘ. ফারসি

উত্তরঃ তৎসম

বিস্তারিত

23. উপসর্গ কোথায় বসে?

  • ক. বাক্যের মধ্যে
  • খ. শব্দের পরে
  • গ. বাক্যের পূর্বে
  • ঘ. শব্দের পূর্বে

উত্তরঃ শব্দের পূর্বে

বিস্তারিত

24. সংস্কৃত উপসর্গের সংখ্যা কয়টি?

  • ক. বারোটি
  • খ. ষোলেটি
  • গ. কুড়িটি
  • ঘ. চল্লিশটি

উত্তরঃ কুড়িটি

বিস্তারিত

25. নিচের কোনটি বাংলা উপসর্গ?

  • ক. পরা
  • খ. লতি
  • গ. হর
  • ঘ. অনা

উত্তরঃ অনা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects