শব্দের বিশিষ্ট প্রয়োগ

1. ‘কার মাথায় হাত বুলিয়েছ’ এখানে ‘মাথা’ শব্দের অর্থ-

  • ক. স্বভাব নষ্ট করা
  • খ. স্পর্ধা বাড়া
  • গ. ফাঁকি দেওয়া
  • ঘ. কোনো উপায়ে

উত্তরঃ ফাঁকি দেওয়া

বিস্তারিত

2. কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?

  • ক. তিনিই সমাজের মাথা
  • খ. মাথা খাটিয়ে কাজ করবে
  • গ. মাথা নেই তার মাথা ব্যাথা
  • ঘ. লজ্জায় আমার মাথা কাটা গেল

উত্তরঃ মাথা খাটিয়ে কাজ করবে

বিস্তারিত

3. “সে তোমার মাথা খেয়েছে।” এ বাক্যে খাওয়ার অর্থ কি?

  • ক. মস্তক কামড়ে খাওয়া
  • খ. সর্বনাশ করা
  • গ. পাগলামি করা
  • ঘ. মাথায় আঘাত করা

উত্তরঃ সর্বনাশ করা

বিস্তারিত

5. ‘মুখ তোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি?

  • ক. নিজের মুখে উপরে তোল
  • খ. অন্যের মুখ তুলে ধরা
  • গ. নষ্ট করা
  • ঘ. প্রসন্ন হওয়া

উত্তরঃ প্রসন্ন হওয়া

বিস্তারিত

6. ‘পঞ্চমুখ’ কথাটির অর্থ হলো-

  • ক. পাঁচ জনের প্রশংসিত মুখ
  • খ. পাঁচটি মুখের সমাহার
  • গ. প্রশংসায় মুখরিত হওয়া
  • ঘ. উপরের কোনোটিই নয়

উত্তরঃ প্রশংসায় মুখরিত হওয়া

বিস্তারিত

7. ‘পা চালাও’ বলতে বোঝায়-

  • ক. লাথি মারো
  • খ. পায়ের কাজ করো
  • গ. দ্রুত চলো
  • ঘ. পা কাজে লাগাও

উত্তরঃ দ্রুত চলো

বিস্তারিত

8. ‘তুমি না বলেছিলে আগামীকাল আসবে?’- এখানে ‘না’-এর ব্যবহার কি অর্থে?

  • ক. না-বাচক
  • খ. হ্যাঁ-বাচক
  • গ. প্রশ্নোবোধক
  • ঘ. বিস্ময়সূচক

উত্তরঃ প্রশ্নোবোধক

বিস্তারিত

9. ‘মাথা খাও, ভুলিওনা খেয়ো মনে করে’- ‘মাথা খাও’ বলতে-

  • ক. মাথা খাওয়া
  • খ. মাথা ধরা
  • গ. মাথার দিব্যি
  • ঘ. মাথা ব্যাথা

উত্তরঃ মাথার দিব্যি

বিস্তারিত

10. ‘শাকে দিনু কানাসোঁআ পানি’- কানাসোঁআ শব্দের অর্থ-

  • ক. কানছোঁয়া
  • খ. কান পর্যন্ত
  • গ. কানায় কানায় পরিপূর্ণ
  • ঘ. কানে শোনা

উত্তরঃ কানায় কানায় পরিপূর্ণ

বিস্তারিত

11. ‘নদীটি উত্তরমুখে প্রবাহিত’ - এখানে মুখ কোন অর্থ প্রকাশ করছে?

  • ক. প্রত্যঙ্গ বিশেষ
  • খ. মর্যাদা
  • গ. দিক
  • ঘ. তিরস্কার

উত্তরঃ দিক

বিস্তারিত

12. নিচের কোন বাক্যে ‘মুখ’ শব্দটি গম্ভীর অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. আমি তার মুখের ওপর কথাটা বললাম
  • খ. সে কারো দিকে মুখ তুলে চায় না
  • গ. তার মুখ তোলা কঠিন
  • ঘ. কারো সাথে মুখ খারাপ করবে না

উত্তরঃ তার মুখ তোলা কঠিন

বিস্তারিত

13. ‘এত অল্প টাকায় মাস চলবে না’ - এই ‘চলা’ কোন অর্থ প্রকাশ করছে?

  • ক. সংকুলান হওয়া
  • খ. প্রচলিত হওয়া
  • গ. অবলম্বন করা
  • ঘ. সময় দেয়া

উত্তরঃ সংকুলান হওয়া

বিস্তারিত

14. ‘কর্মভোগ এড়ানো যায় না’ - এখানে ‘কর্ম’ কোন অর্থ প্রকাশ করছে?

  • ক. কপাল
  • খ. অনুষ্ঠান
  • গ. কৃতকর্ম
  • ঘ. কর্তব্য

উত্তরঃ কৃতকর্ম

বিস্তারিত

15. ‘কোন বাক্যে ‘কাটা’ শব্দটি বিপদমুক্ত হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. বইটি বাজারে বেশ কাটছে
  • খ. যাক বিপদ কেটে গেছে
  • গ. সময় আর কাটছে না
  • ঘ. মেঘ কেটে গেছে

উত্তরঃ যাক বিপদ কেটে গেছে

বিস্তারিত

16. কোন বাক্যে ‘পাতা’ শব্দটি ‘স্থাপন’ অর্থে ব্যবহৃত?

  • ক. মেঝেতে বিছানা পাত
  • খ. তার মাথা পাতবার ঠাঁই নেই
  • গ. হাঁড়িতে দই পাতি
  • ঘ. কান পেতে আমার কথা শোন

উত্তরঃ হাঁড়িতে দই পাতি

বিস্তারিত

17. কোন বাক্যে ‘গা’ শব্দটি গ্রাহ্য অর্থে ব্যবহৃত?

  • ক. চোর অন্ধকারে গা ঢাকা দিল
  • খ. অন্যের গায়ে হাত তুলো না
  • গ. বসে থেক না, গা দিয়ে কাজ কর
  • ঘ. বড় বেহায়া ছেলে, কোন কথায় গায়ে মাখে না

উত্তরঃ বড় বেহায়া ছেলে, কোন কথায় গায়ে মাখে না

বিস্তারিত

18. ‘আদর দিয়ে ছেলেটির মাথা খেয়েছ’ - এ বাক্যে ‘মাথা’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. প্রতিভা শেষ করা
  • খ. বোকা বানান
  • গ. নষ্ট করা
  • ঘ. ভবিষ্যৎ শেষ করা

উত্তরঃ নষ্ট করা

বিস্তারিত

19. ‘আমরা যার কথা বলছি তার চুল পাকা।’ -এখানে ‘পাকা’ শব্দটির অর্থ কি?

  • ক. অভিজ্ঞ
  • খ. বয়স্ক
  • গ. সাদা
  • ঘ. প্যাঁচানো

উত্তরঃ অভিজ্ঞ

বিস্তারিত

21. ‘ছাত্রটি অংকে বেশ পাকা’ -এখানে ‘পাকা’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. অভিজ্ঞ
  • খ. বিশেষজ্ঞ
  • গ. খাঁটি
  • ঘ. পুরাপুরি

উত্তরঃ অভিজ্ঞ

বিস্তারিত

22. কোন বাক্যে ‘কথা’ শব্দটি তুলনা অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. অমিতের সাথে আমার কথা নেই
  • খ. লোকটির যেই কথা সেই কাজ
  • গ. আমাদের পাড়ায় একটা স্কুল খোলার কথা চলছে
  • ঘ. তুমি ধনীর ছেলে তোমার সাথে কার কথা চলে

উত্তরঃ তুমি ধনীর ছেলে তোমার সাথে কার কথা চলে

বিস্তারিত

23. ‘কাঁচা’ শব্দটি নিচের কোন বাক্যে ‘অসিদ্ধ’ অর্থ প্রকাশ করেছে?

  • ক. কাঁচা সেলাই দিয়ে জামাটার সর্বনাশ করেছে
  • খ. কাঁচা ওজনের মাল কিনলে ঠকতে হয়
  • গ. কাঁচা তরকারি দিয়ে ভাত খাওয়া যায় না
  • ঘ. আমগুলো তো সবই কাঁচা

উত্তরঃ কাঁচা তরকারি দিয়ে ভাত খাওয়া যায় না

বিস্তারিত

24. ‘ডাক্তার বাবুর হাতযশ আছে’ -এখানে ‘হাত’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. নিপুণতা
  • খ. অঙ্গীকার
  • গ. মশকরা
  • ঘ. সহায়ক

উত্তরঃ নিপুণতা

বিস্তারিত

25. এবার তোমাকে হাতে পেয়েছি- এ বাক্যে ‘হাত’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. দেখা পাওয়া
  • খ. ধরতে পারা
  • গ. আয়ত্তে পাওয়া
  • ঘ. নিকটে পাওয়া

উত্তরঃ আয়ত্তে পাওয়া

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects