বাক্য

1. কোনটি সার্থক বাক্যের গুণ নয়?

  • ক. আকাঙ্ক্ষা
  • খ. যোগ্যতা
  • গ. আসক্তি
  • ঘ. আসত্তি

উত্তরঃ আসক্তি

বিস্তারিত

2. “মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে”- বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয়-

  • ক. মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
  • খ. মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
  • গ. মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
  • ঘ. মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না

উত্তরঃ মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না

বিস্তারিত

3. ‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।’ এটি একটি-

  • ক. জটিল বাক্য
  • খ. যৌগিক বাক্য
  • গ. সরল বাক্য
  • ঘ. মিশ্র বাক্য

উত্তরঃ সরল বাক্য

বিস্তারিত

4. বাক্যের তিনটি গুন কী কী?

  • ক. আকাঙ্ক্ষা, আসত্তি ও বিধেয়
  • খ. আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
  • গ. যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ কোনটিই নয়

বিস্তারিত

5. ‘যে-ই কার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম’-এটি কোন জাতীয় বাক্য?

  • ক. সরল বাক্য
  • খ. যৌগিক বাক্য
  • গ. মৌলিক বাক্য
  • ঘ. মিশ্র বাক্য

উত্তরঃ মিশ্র বাক্য

বিস্তারিত

7. ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ - এটা কোন ধরনের বাক্য?

  • ক. যৌগিক বাক্য
  • খ. সাধারন বাক্য
  • গ. মিশ্য বাক্য
  • ঘ. সরল বাক্য

উত্তরঃ যৌগিক বাক্য

বিস্তারিত

9. যৌগিক বাক্যের অন্যতম গুণ কী?

  • ক. একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
  • খ. একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
  • গ. দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
  • ঘ. দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন

উত্তরঃ দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন

বিস্তারিত

10. তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি। - কোন ধরনের বাক্য?

  • ক. যৌগিক
  • খ. মিশ্র
  • গ. সরল
  • ঘ. জটিল

উত্তরঃ যৌগিক

বিস্তারিত

11. বাড়ি যাও-এটি কোন প্রকারের বাক্য?

  • ক. প্রশ্নবোধক
  • খ. নিষেধাত্মক
  • গ. আশ্চর্যবোধক
  • ঘ. অনুজ্ঞা

উত্তরঃ অনুজ্ঞা

বিস্তারিত

12. ‘যদি সত্য বল, তাহলে মুক্তি পাবে’ -এটি কোন ধরনের বাক্য?

  • ক. সংযুক্ত বাক্য
  • খ. যৌগিক বাক্য
  • গ. সরল বাক্য
  • ঘ. মিশ্র বাক্য

উত্তরঃ মিশ্র বাক্য

বিস্তারিত

13. ‘সে নাকি আসবে না’ - এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. প্রশ্ন
  • খ. বিস্ময়
  • গ. সংশয়
  • ঘ. অনুমান

উত্তরঃ সংশয়

বিস্তারিত

14. “বাজার শেষ করে বাড়ি” - বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?

  • ক. যোগ্যতা
  • খ. আকাঙ্ক্ষা‘
  • গ. আসত্তি
  • ঘ. মাধুর্য

উত্তরঃ আকাঙ্ক্ষা‘

বিস্তারিত

15. ‘সন্তানের প্রতি মাতৃস্নেহ আন্তরিক।’ নিম্নরেখ পদের নাম -

  • ক. বিশেষ্য
  • খ. ক্রিয়া
  • গ. বিশেষণ
  • ঘ. অব্যয়

উত্তরঃ বিশেষণ

বিস্তারিত

17. ‘প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে’ বাক্যটির নেতিবাচক রূপ কোনটি?

  • ক. প্রিয়ংবদা যথার্থ কহে নাই
  • খ. প্রিয়ংবদা অযথার্থ কহিয়াছে
  • গ. প্রিয়ংবদা অযথার্থ কহে নাই
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ প্রিয়ংবদা অযথার্থ কহে নাই

বিস্তারিত

18. ‘বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা’। এটি কোন শ্রেণির বাক্য?

  • ক. ব্যাসবাক্য
  • খ. সরল বাক্য
  • গ. যৌগিক বাক্য
  • ঘ. জটিল বাক্য

উত্তরঃ জটিল বাক্য

বিস্তারিত

19. বিপদ এবং দুঃখ এক সময় আসে - এটি কোন বাক্যের উদাহরণ?

  • ক. সরল বাক্য
  • খ. যৌগিক বাক্য
  • গ. মিশ্র বাক্য
  • ঘ. জটিল বাক্য

উত্তরঃ যৌগিক বাক্য

বিস্তারিত

20. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?

  • ক. আসক্তি
  • খ. আকাঙ্ক্ষা
  • গ. আসত্তি
  • ঘ. যোগ্যতা

উত্তরঃ আসক্তি

বিস্তারিত

21. ‘যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে’ এটি একটি -

  • ক. সরল বাক্য
  • খ. জটিল বাক্য
  • গ. যৌগিক বাক্য
  • ঘ. জটিল বাক্য ও যৌগিক বাক্য

উত্তরঃ জটিল বাক্য

বিস্তারিত

22. ‘যে ভিক্ষা চায় তাকে দান কর’ একটি কোন বাক্যের উদাহরণ?

  • ক. যৌগিক বাক্য
  • খ. খণ্ড বাক্য
  • গ. সরল বাক্য
  • ঘ. জটিল বাক্য

উত্তরঃ জটিল বাক্য

বিস্তারিত

23. ‘যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়’ বাক্যটি গঠন অনুসারে -

  • ক. যৌগিক বাক্য
  • খ. সরল বাক্য
  • গ. জটিল বাক্য
  • ঘ. আশ্রিত বাক্য

উত্তরঃ জটিল বাক্য

বিস্তারিত

25. ‘কর্ম কর, অনুরূপ ফল পাবে’ - গঠন অনুসারে এটি কোন ধরনের বাক্য?

  • ক. সরল
  • খ. জটিল
  • গ. যৌগিক
  • ঘ. কার্যকারণাত্বক

উত্তরঃ যৌগিক

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects