পত্র ও আবেদন পত্র

1. 'পত্র' শব্দের অর্থ নয় কোনটি?

  • ক. দিঠি
  • খ. চিহ্ন
  • গ. স্মারক
  • ঘ. পাতা

উত্তরঃ দিঠি

বিস্তারিত

2. 'চিঠি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

  • ক. গুজরাটি
  • খ. তৎসম
  • গ. ফারসি
  • ঘ. হিন্দি

উত্তরঃ হিন্দি

বিস্তারিত

3. কোনটি শিক্ষার একটি সাধারণ বাহন?

  • ক. টেলিফোন
  • খ. টেলিগ্রাম
  • গ. ই-মেইল
  • ঘ. চিঠি

উত্তরঃ চিঠি

বিস্তারিত

4. কোনটি আবিস্কারের ফলে যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে সহজ হয়েছে?

  • ক. মোবাইল ফোন
  • খ. ফ্যাক্স
  • গ. ই-মেইল
  • ঘ. ভাষা

উত্তরঃ মোবাইল ফোন

বিস্তারিত

5. পত্র প্রধানত কয় প্রকার?

  • ক. পাঁচ প্রকার
  • খ. দুই প্রকার
  • গ. চার প্রকার
  • ঘ. তিন প্রকার

উত্তরঃ দুই প্রকার

বিস্তারিত

6. পত্রের মূল বা আসল অংশ নিচের কোনটি?

  • ক. শিরোনাম
  • খ. ঠিকানা
  • গ. সম্ভাষণ
  • ঘ. গর্ভাংশ/ পত্রগর্ভ

উত্তরঃ গর্ভাংশ/ পত্রগর্ভ

বিস্তারিত

7. সাধারণত পত্রের দুটি অংশ থাকে, এদের নাম কী? অথবা পত্রের প্রধান অংশ দুটো কি কি?

  • ক. পোস্টকার্ড ও এনভেলাপ
  • খ. শিরোনাম ও পত্রগর্ভ
  • গ. আরম্ভ ও শেষ
  • ঘ. প্রেরক ও প্রাপক

উত্তরঃ শিরোনাম ও পত্রগর্ভ

বিস্তারিত

8. পত্রের শিরোনাম কোন অংশকে বলা হয়?

  • ক. প্রেরক ও প্রাপকের ঠিকানা
  • খ. বিষয়ের ইঙ্গিত
  • গ. মঙ্গলসূচক শব্দ
  • ঘ. সম্বোধন

উত্তরঃ প্রেরক ও প্রাপকের ঠিকানা

বিস্তারিত

10. একটি পত্রের জন্য কোনগুলো অপরিহার্য?

  • ক. সম্বোধন, পত্রগর্ভ ও বিদায় সম্ভাষণ
  • খ. প্রেরকের ঠিকানা
  • গ. প্রেরকের স্বাক্ষর ও শিরোনাম
  • ঘ. উপরের সবকটি

উত্তরঃ উপরের সবকটি

বিস্তারিত

11. পত্র প্রধানত দু প্রকার। যথা--

  • ক. ব্যক্তিগত পত্র ও ব্যবহারিক পত্র
  • খ. বাণিজ্যিক পত্র ও ব্যবসায়িক পত্র
  • গ. ব্যবহারিক পত্র ও দরখাস্ত
  • ঘ. আবেদনপত্র ও ব্যক্তিগত পত্র

উত্তরঃ ব্যক্তিগত পত্র ও ব্যবহারিক পত্র

বিস্তারিত

12. পত্রের প্রধানত কয়টি অংশ থাকে?

  • ক. ৩ টি
  • খ. ৬ টি
  • গ. ২ টি
  • ঘ. ৪ টি

উত্তরঃ ২ টি

বিস্তারিত

13. ভাবের আদান-প্রদান ও সংযোগ রক্ষা করে কোনটি?

  • ক. ভাব-সম্প্রসারণ
  • খ. প্রবন্ধ
  • গ. সারাংশ
  • ঘ. পত্র

উত্তরঃ পত্র

বিস্তারিত

14. কোন পত্রে কেবল দরকারী কথাবার্তা লিখতে হয়?

  • ক. বৈষয়িক পত্র
  • খ. ব্যবসায়িক
  • গ. ব্যবহারিক
  • ঘ. ব্যক্তিগত

উত্তরঃ ব্যবহারিক

বিস্তারিত

15. সুলিখিত পত্র অনেক সময় কোন মর্যাদা লাভ করে?

  • ক. সাহিত্যের
  • খ. ঐতিহাসিক
  • গ. সামাজিক
  • ঘ. আভিধানিক

উত্তরঃ সাহিত্যের

বিস্তারিত

16. সুলিখিত চিঠি অনেক সময় উন্নত সাহিত্য হিসেবে বিবেচিত হয়- এর উদাহরণ কোনটি?

  • ক. মুনীর চৌধুরীর 'কবর' নাটক
  • খ. আবুল মনসুর আহম্মদের 'বিলেতে সাড়ে সাতশ দিন'
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুরের 'ছিন্নপত্র'
  • ঘ. প্রমথ চৌধুরীর 'সবুজ পত্র'

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের 'ছিন্নপত্র'

বিস্তারিত

17. পত্র লেখার প্রকৃত উদ্দেশ্য কী?

  • ক. মনের ব্যথা দূর করা
  • খ. মনের ভাব অপরকে জানানো
  • গ. নিজের পরিচয় প্রকাশ
  • ঘ. ভাষার শিক্ষা গ্রহণ

উত্তরঃ মনের ভাব অপরকে জানানো

বিস্তারিত

18. চিঠির বক্তব্য কেমন হওয়া উচিত?

  • ক. বর্ণনামূলক
  • খ. ইঙ্গিতময়
  • গ. রসসমৃদ্ধ
  • ঘ. সুস্পষ্ট

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

19. পত্রের ভাষা কেমন হওয়া প্রয়োজন?

  • ক. সহজ, সরল ও বিষয়ভিত্তিক
  • খ. চলিত ভাষা
  • গ. সাধুভাষা
  • ঘ. সাহিত্যিক ভাষা

উত্তরঃ সহজ, সরল ও বিষয়ভিত্তিক

বিস্তারিত

20. পত্রের ভাষা হবে--

  • ক. সংক্ষিপ্ত অথচ পূর্ণার্থ
  • খ. সহজ ও সরল
  • গ. প্রাঞ্জল অথচ বলিষ্ঠ
  • ঘ. উপরের সবকটি

উত্তরঃ উপরের সবকটি

বিস্তারিত

21. পত্রের বিবরণ কেমন হওয়া উচিত?

  • ক. সংক্ষিপ্ত
  • খ. স্বয়ংসম্পূর্ণ
  • গ. চাতুর্যপূর্ণ
  • ঘ. জ্ঞানগর্ভ

উত্তরঃ স্বয়ংসম্পূর্ণ

বিস্তারিত

22. সাধারণভাবে পত্র বলতে আমরা বুঝি?

  • ক. কাগজের পৃষ্ঠা
  • খ. সংবাদ
  • গ. বিনিময়
  • ঘ. ব্যক্তিগত খবরাখবর ও বৈষয়িক কাজকর্মের জন্য লিখিত কার্যবিবরণী

উত্তরঃ ব্যক্তিগত খবরাখবর ও বৈষয়িক কাজকর্মের জন্য লিখিত কার্যবিবরণী

বিস্তারিত

23. পৃথিবীর ক্ষুদ্রতম পত্রের লেখক কে?

  • ক. হোমার
  • খ. মহাকবি দান্তে
  • গ. ভিক্টর হুগো
  • ঘ. রবীন্দ্রনাথ

উত্তরঃ ভিক্টর হুগো

বিস্তারিত

24. পত্র লেখকে সংক্ষিপ্ত ঠিকানা কোন অংশে লিখতে হয়?

  • ক. পত্রের উপরে মাঝখানে
  • খ. পত্রের উপরে ডান পার্শ্বে
  • গ. পত্রের শেষে
  • ঘ. পত্রের শুরুতে

উত্তরঃ পত্রের উপরে ডান পার্শ্বে

বিস্তারিত

25. পোস্টাল কোড কি নির্দেশ করে?

  • ক. প্রাপকের এলাকা
  • খ. চিঠি লেখার স্থান
  • গ. পোস্ট অফিসের নাম
  • ঘ. ডাক বিভাগের নাম

উত্তরঃ প্রাপকের এলাকা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects