বচন

1. “ডালে ডালে কুসুম ভার”- এখানে ‘ভার’ কোন অর্থ প্রকাশ করছে?

  • ক. সমূহ
  • খ. বোঝা
  • গ. গুরুত্ব
  • ঘ. বিষাদ

উত্তরঃ সমূহ

বিস্তারিত

2. কোনটি ক্রমবাচক সংখ্যা?

  • ক. পাঁচই
  • খ. সপ্তম
  • গ. এগারো
  • ঘ. একুশে

উত্তরঃ সপ্তম

বিস্তারিত

3. ‘সব মানুষেরাই মরণশীল’-এখানে কিভাবে বহুবচন হয়েছে?

  • ক. ভুল প্রয়োগে
  • খ. একবচনে
  • গ. বহুবচনের নিয়মে
  • ঘ. কোনটাই নয়

উত্তরঃ ভুল প্রয়োগে

বিস্তারিত

4. ‘নির্দেশক সর্বনাম’-এর সাথে টা, টি যুক্ত হলে তা কি হয়?

  • ক. উৎকৃষ্ট
  • খ. সুনির্দিষ্ট
  • গ. নিকৃষ্ট
  • ঘ. অস্পষ্ট

উত্তরঃ সুনির্দিষ্ট

বিস্তারিত

5. ‘একখানা বই কিনে দিও’। এখানে ‘খানা’ কি অথে ব্যবহৃত হযেছে?

  • ক. অনির্দিষ্টতা অর্থে
  • খ. নির্দিষ্টতা অর্থে
  • গ. নিরর্থকভাবে
  • ঘ. সার্থক অর্থে

উত্তরঃ অনির্দিষ্টতা অর্থে

বিস্তারিত

6. কোনটি প্রাণী এবং অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয়?

  • ক. নিচয়
  • খ. দাস
  • গ. মালা
  • ঘ. রাজি

উত্তরঃ নিচয়

বিস্তারিত

9. কোনটি একবচনের উদাহরণ?

  • ক. বনে বাঘ থাকে
  • খ. শিক্ষক ছাত্র পড়াচ্ছেন
  • গ. লোকে বলে
  • ঘ. মানুষ মরণশীল

উত্তরঃ শিক্ষক ছাত্র পড়াচ্ছেন

বিস্তারিত

10. ‘চার’-এর তারিখবাচক শব্দ কোনটি?

  • ক. চতুর্থ
  • খ. চার
  • গ. ‘৪’
  • ঘ. চৌঠা

উত্তরঃ চৌঠা

বিস্তারিত

11. রাজি, দাম, মালা, রাশি, গুচ্ছ ইত্যাদি ব্যবহৃত হয়-

  • ক. উন্নত পাণিবাচক শব্দে
  • খ. প্রাণী ও অপ্রাণিবাচক শব্দে
  • গ. অপ্রাণিবাচক শব্দে
  • ঘ. ইতর প্রাণিবাচক শব্দে

উত্তরঃ অপ্রাণিবাচক শব্দে

বিস্তারিত

13. ‘সব’এর সঠিক প্রযোগ হবে কোন শব্দের সাথে?

  • ক. ভাই
  • খ. ব্যাঙ
  • গ. তারকা
  • ঘ. পিতা

উত্তরঃ ভাই

বিস্তারিত

14. ‘শ্রেণী’ব্যবহার করলে কোন শব্দটি সঠিক বলে মনে হবে?

  • ক. রাজশ্রেণী
  • খ. তরুশ্রেণী
  • গ. দিনশ্রেণী
  • ঘ. কোনটি না

উত্তরঃ তরুশ্রেণী

বিস্তারিত

15. ‘বচন’ ধারণা দেয়-।

  • ক. কোন কিছুর অস্তিত্ব
  • খ. কোন কিছুর সংখ্যা
  • গ. কোন কিছুর ভাব
  • ঘ. কোন কিছুর পরপূর্ণতা

উত্তরঃ কোন কিছুর সংখ্যা

বিস্তারিত

16. ‘তের’-এর পূরণবাচক শব্দ কোনটি?

  • ক. ১৩
  • খ. ত্রয়োদশ
  • গ. তেরতম
  • ঘ. তেরই

উত্তরঃ ত্রয়োদশ

বিস্তারিত

17. কোন কিছুর পর্যায় বা ক্রম বুঝালে তাকে কি বলে?

  • ক. কারক
  • খ. বাচ্য
  • গ. বচন
  • ঘ. পূরণবাচক শব্দ

উত্তরঃ পূরণবাচক শব্দ

বিস্তারিত

18. নিচের কোনটিতে বহুবচন শব্দের সঠিক প্রয়োগ হয়েছে?

  • ক. জনগণ
  • খ. ফুলনিকর
  • গ. ছেলেনিচয়
  • ঘ. গুরুরাজি

উত্তরঃ জনগণ

বিস্তারিত

19. ‘ঢের খরচ’ -এখানে ‘ঢের’ কোন বচনে ব্যবহৃত হয়েছে?

  • ক. একবচনে
  • খ. বহুবচনে
  • গ. উভয় বচনে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বহুবচনে

বিস্তারিত

20. রা, এরা কোন কারকে যুক্ত হয়?

  • ক. কর্মকারকে
  • খ. কর্তৃকারকে
  • গ. সম্প্রদান কারকে
  • ঘ. অপাদান কারকে

উত্তরঃ কর্তৃকারকে

বিস্তারিত

21. গুলা, গুলি সমষ্টিবাচক শব্দ কোন শব্দ থেকে জাত?

  • ক. কুল
  • খ. আবলী
  • গ. সমূহ
  • ঘ. রাজি

উত্তরঃ কুল

বিস্তারিত

22. কোন দুটি পদের বচনভেদ হয়?

  • ক. বিশেষ্য ও সর্বনাম
  • খ. বিশেষ্য ও বিশেষণ
  • গ. সর্বনাম ও অব্যয়
  • ঘ. ক্রিয়া ও অব্যয়

উত্তরঃ বিশেষ্য ও সর্বনাম

বিস্তারিত

23. ‘ষোল’-এর পূরণবাচক শব্দ কোনটি?

  • ক. ষোড়শ
  • খ. ষোলই
  • গ. ষোলতম
  • ঘ. কোনটিই না

উত্তরঃ ষোড়শ

বিস্তারিত

24. কোনটি রীতিবিরুদ্ধ প্রয়োগ?

  • ক. মাতৃ সকল
  • খ. ভাল সকল
  • গ. মানুষ সকল
  • ঘ. লোক সকল

উত্তরঃ মাতৃ সকল

বিস্তারিত

25. রচনা শব্দটির সঠিক বহুবচন কোনটি?

  • ক. রচনাবৃন্দ
  • খ. রচনা রাজি
  • গ. রচনাবলি
  • ঘ. রচনা সকল

উত্তরঃ রচনাবলি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects