আদি যুগ

2. বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন-

  • ক. চর্যাপদ
  • খ. বৈষ্ণব পদাবলী
  • গ. ঐতরেয় আরণ্যক
  • ঘ. দোহা কোষ

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

3. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক?

  • ক. ডক্টর মুহম্মদ শহীদুললাহ
  • খ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • গ. হরপ্রাসাদ শাস্ত্রী
  • ঘ. ডক্টর সুকুমার সেন

উত্তরঃ হরপ্রাসাদ শাস্ত্রী

বিস্তারিত

4. চর্যাগীতি আবিষ্কার করেন-

  • ক. দীনেশচন্দ্র সেন
  • খ. মহাকবি বাল্মিকী
  • গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
  • ঘ. হরপ্রসাদ শাস্ত্রী

উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী

বিস্তারিত

5. চর্যাপদ আবিস্কৃত হয় কোথা থেকে?

  • ক. আরকান রাজগ্রন্থাগার থেকে
  • খ. বাঁকুড়ার এক গ্রহস্থের গোয়াল ঘর থেকে
  • গ. নেপালের রাজগ্রন্থশালা
  • ঘ. সুদূর চীন দেশ থেকে

উত্তরঃ নেপালের রাজগ্রন্থশালা

বিস্তারিত

6. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?

  • ক. ২০০৭ সালে
  • খ. ১৯০৭ সালে
  • গ. ১৯১৬ সালে
  • ঘ. ১৯০৯ সালে

উত্তরঃ ১৯০৭ সালে

বিস্তারিত

7. হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল-

  • ক. চর্যাপদাবলি
  • খ. হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
  • গ. চর্যাচর্যবিনিশ্চয়
  • ঘ. চর্যাগীতিকা

উত্তরঃ হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা

বিস্তারিত

8. ‘চর্যাপদ ’কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?

  • ক. সনাতন হিন্দু
  • খ. সহজিয়া বৌদ্ধ
  • গ. জৈন
  • ঘ. হরিজন

উত্তরঃ সহজিয়া বৌদ্ধ

বিস্তারিত

9. কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?

  • ক. চর্যাপদ
  • খ. গীতগোবিন্দ
  • গ. পদার্বলী
  • ঘ. চৈতন্যজীবনী

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

10. চর্যাপদের বয়স আনুমানিক কত বছর?

  • ক. ৮০০ বছর
  • খ. ১০০০ বছর
  • গ. ১১০০ বছর
  • ঘ. ১২০০ বছর

উত্তরঃ ১০০০ বছর

বিস্তারিত

11. প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কয়জন?

  • ক. ১৯
  • খ. ২৩
  • গ. ২৫
  • ঘ. ২৭

উত্তরঃ ২৩

বিস্তারিত

12. চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?

  • ক. ১০ নং পদ
  • খ. ১৬ নং পদ
  • গ. ১৮ নং পদ
  • ঘ. ২৩ নং পদ

উত্তরঃ ২৩ নং পদ

বিস্তারিত

13. বাংলা সাহিত্যের আদি কবি কে? অথবা, চর্যাপদের আদি কবি কে?

  • ক. কাহ্নপা
  • খ. চেগুনপা
  • গ. লুইপা
  • ঘ. ভূসুকুপা

উত্তরঃ লুইপা

বিস্তারিত

14. শবর পা কে ছিলেন?

  • ক. আদি সিদ্ধাচার্য
  • খ. চর্যাকর
  • গ. শবরীর পতি
  • ঘ. হস্তীবিশারদ

উত্তরঃ চর্যাকর

বিস্তারিত

15. নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী?

  • ক. বাংলা ও উর্দু
  • খ. বাংলা ও অসমিয়া
  • গ. বাংলা ও হিন্দি
  • ঘ. বাংলা ও সংস্কৃত

উত্তরঃ বাংলা ও অসমিয়া

বিস্তারিত

16. 'Origin and Development of Bengali Language' গ্রন্থটির লেখক কে?

  • ক. ড. দীনেশ চন্দ্র সেন
  • খ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • গ. মুহম্মদ শহীদুল্লাহ
  • ঘ. ড. সুকুমার সেন

উত্তরঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

বিস্তারিত

17. ‘খনার বচন’ কি সংক্রান্ত?

  • ক. কৃষি
  • খ. ব্যবসা
  • গ. শিল্প
  • ঘ. রাজনীতি

উত্তরঃ কৃষি

বিস্তারিত

18. বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস- এ দু;টির মধ্যে কোনটি বেশি পুরাতন?

  • ক. বাংলা সাহিত্যের ইতিহাস
  • খ. ইংরেজি সাহিত্যের ইতিহাস
  • গ. দু’টিই সমসাময়িক
  • ঘ. বিষয়টি বিতর্কিত ও অমিমাংসিত

উত্তরঃ ইংরেজি সাহিত্যের ইতিহাস

বিস্তারিত

19. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?

  • ক. পাল
  • খ. সেন
  • গ. মুঘল
  • ঘ. তুর্কী

উত্তরঃ পাল

বিস্তারিত

20. বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চার্যপদে’র রচনাকাল-

  • ক. সপ্তম থেকে দ্বাদশ
  • খ. অষ্টম থেকে চতুর্দশ শতক
  • গ. নবম থেকে চতুর্দশ শতক
  • ঘ. দশম থেকে চতুর্দশ শতক

উত্তরঃ সপ্তম থেকে দ্বাদশ

বিস্তারিত

21. বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদসংখ্যা-

  • ক. ৪৬ টি
  • খ. সাড়ে ৪৬টি
  • গ. ৪৯টি
  • ঘ. ৫০টি

উত্তরঃ সাড়ে ৪৬টি

বিস্তারিত

22. কতজন কবি চর্যাপদ রচনা করেছেন?

  • ক. ২২ জন
  • খ. ২৪ জন
  • গ. ২০ জন
  • ঘ. ১৬ জন

উত্তরঃ ২৪ জন

বিস্তারিত

23. চর্যাপদ কোন ছন্দে লেখা ?

  • ক. অক্ষরবৃত্ত
  • খ. মাত্রাবৃত্ত
  • গ. স্বরবৃত্ত
  • ঘ. অমিত্রাক্ষর

উত্তরঃ মাত্রাবৃত্ত

বিস্তারিত

24. চর্যাপদ হলো মূলত-

  • ক. গানের সংকলন
  • খ. কবিতার সংকলন
  • গ. প্রবন্ধের সংকলন
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ গানের সংকলন

বিস্তারিত

25. চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন ?

  • ক. হরপ্রসাদ শাস্ত্রী
  • খ. সুকুমার সেন
  • গ. মুহম্মদ শহীদুল্লাহ
  • ঘ. ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়

উত্তরঃ ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects