পঙ্ক্তি ও বক্তা

1. ‘দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় নিজ দেশ ত্যাগী কোন বিদেশ ন যায়।’ কবিতাংশটি কার?

  • ক. কবি আব্দুল হাকিম
  • খ. মোজাম্মেল হক
  • গ. কামিনী রায়
  • ঘ. রজনিকান্ত সেন

উত্তরঃ কবি আব্দুল হাকিম

বিস্তারিত

2. ‘রূপ লাগি আখি ঝুরে শুনে মন ভোর’ কার রচনা?

  • ক. চণ্ডিদাস
  • খ. জ্ঞানদাস
  • গ. বিদ্যাপতি
  • ঘ. লোচনদাস

উত্তরঃ জ্ঞানদাস

বিস্তারিত

3. ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল’- পদটির রচয়িতা কে?

  • ক. জ্ঞানদাস
  • খ. বিদ্যাপতি
  • গ. চণ্ডীদাস
  • ঘ. গোবিন্দাদাস

উত্তরঃ জ্ঞানদাস

বিস্তারিত

4. ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই’- কে বলেছেন?

  • ক. চণ্ডীদাস
  • খ. বিদ্যাপতি
  • গ. রামকৃষ্ণ পরমহংস
  • ঘ. বিবেকানন্দ

উত্তরঃ চণ্ডীদাস

বিস্তারিত

5. ‘সই কেমনে ধরিব হিয়া আমার বুঁধূয়া আন বাড়ি যায় আমরি আঙিনা দিয়া” কার রচনা

  • ক. চণ্ডীদাস
  • খ. বিদ্যাপতি
  • গ. জ্ঞানদাস
  • ঘ. গোবিন্দ দাস

উত্তরঃ চণ্ডীদাস

বিস্তারিত

6. ‘সই কে শুনাইল শ্যাম নামে’ পদটির রচয়িতা কে?

  • ক. চণ্ডীদাস
  • খ. দ্বিজ চণ্ডীদাস
  • গ. জ্ঞানদাস
  • ঘ. গোবিন্দ দাস

উত্তরঃ চণ্ডীদাস

বিস্তারিত

7. ‘এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর।’ -- লিখেছেন?

  • ক. চণ্ডীদাস
  • খ. বিদ্যাপতি
  • গ. রবীন্দ্রনাথ
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ বিদ্যাপতি

বিস্তারিত

8. ‘পথিক তুমি পথ হারাইয়াছ? কথাটি কার

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • গ. মরি মোশাররফ হোসেন
  • ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

9. ‘পথিক তুমি পথ হারাইয়াছ?’ উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের?

  • ক. কপালকুণ্ডলা
  • খ. শ্রীকান্ত
  • গ. কৃষ্ণকান্তের উইল
  • ঘ. উদাসীন পথিকের মনেরকথা

উত্তরঃ কপালকুণ্ডলা

বিস্তারিত

10. ‘পথিক তুমি পথ হারাইয়াছ’-কে কাকে বলেছিল?

  • ক. সীমার হোসেন (রাঃ) কে
  • খ. আলেয়া সিরাজকে
  • গ. কপালকুণ্ডলা নবকুমারকে
  • ঘ. উপরের কোনটিই নয়

উত্তরঃ কপালকুণ্ডলা নবকুমারকে

বিস্তারিত

11. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’- চরণটি কার?

  • ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • খ. মধুসূদন দত্ত
  • গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

12. ‘হায়রে কোথাসে বিদ্যা, যে বিদ্যা বলে দূরে থাকি পার্থরথী তোমার চরণে।’ উদ্ধৃত চরণ দুটির কবি কে?

  • ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • খ. কায়কোবাদ
  • গ. ফররুখ আহমেদ
  • ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

13. ‘কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্হ-নরক, মানষেতে সুরাসুর।’ পঙ্ক্তির রচয়িতা কে?

  • ক. মীর মশাররফ হোসেন
  • খ. নজীবর রহমান
  • গ. শওকত ওসমান
  • ঘ. ফজলুল করিম

উত্তরঃ ফজলুল করিম

বিস্তারিত

14. ‘অলীক কুনাট্য রঙ্গে, মজে লোক রাঢ়ে ও বঙ্গে’--- কার উক্তি?

  • ক. দ্বিজেন্দ্রলাল রায়
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. রামরাম বসু
  • ঘ. ঈশ্বরচন্দ্র গুপ্ত

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

বিস্তারিত

16. ‘হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে (অবোধ আমি) অবহেলা করি পরধন লোভে মত্ত, করিনু গমন পরদেশ।’ কোন কবির রচিত কবিতা থেকে নেওয়া হয়েছে?

  • ক. গোবিন্দ চন্দ্র দাশ
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. রবীন্দ্রনাথঠাকুর
  • ঘ. মধুসূদন দত্ত

উত্তরঃ মধুসূদন দত্ত

বিস্তারিত

18. ‘সতত হে নদ, তুমি পড় মোর মনে। সতত তোমার কথা ভাবি এ ভাবি এ বিরলে।’ চরণ দুটি কবি কে?

  • ক. মোহিতলাল মজুমদার
  • খ. সুকান্ত ভট্টাচার্য
  • গ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

20. ‘যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি।’ এই পঙ্ক্তিটি কোন কবির থেকে নেয়া হয়েছে?

  • ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. চণ্ডীদাস
  • ঘ. কামিনী রায়

উত্তরঃ কৃষ্ণচন্দ্র মজুমদার

বিস্তারিত

21. ‘সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না’ বলেছেন-

  • ক. শরৎচন্দ্র
  • খ. নজরুল ইসলাম
  • গ. বঙ্কিমচন্দ্র
  • ঘ. রবীন্দ্রনাথ

উত্তরঃ রবীন্দ্রনাথ

বিস্তারিত

22. ‘আমরা সবাই রাজা আামদের এই রাজার রাজত্বে’ এই পঙ্ক্তিটির রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • গ. সিকানদার আবু জাফর
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

24. ‘নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে ওগো, আজ তোরা যাসনে ঘরে বাহিরে’। পঙ্ক্তিটি কার লেখা?

  • ক. সত্যেন্দ্রনাথ দত্ত
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. সিকান্দার আবু জাফর
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

25. ‘নীল নবঘনে আষাঢ় গগনে ..... ঠাঁই আর নাহিরে।’

  • ক. তিল
  • খ. এতটুকু
  • গ. বিন্দু
  • ঘ. সামান্য

উত্তরঃ তিল

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects