পঙ্ক্তি ও উদ্ধৃতি এবং ছদ্মনাম উপাধি ও প্রবর্তক

1. "এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।" কবিতার পরের কোন লাইনটি সঠিক?

  • ক. এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,
  • খ. পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
  • গ. দাদি যে তাওমার কত খুশি হত দেখিতিস যদি চেয়ে।
  • ঘ. আমারে ছাড়িয়া এত ব্যাথা যার কেমন করিয়া হায়,

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

2. 'গগনে গরজে মেঘ, ঘন বরষা' ................................. রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা। কবিতার দ্বিতীয় লাইনটি হবে.........

  • ক. একখানি ছোট ক্ষেত, আমি একেলা-
  • খ. কাটিতে কাটিতে ধান এল বরষা।
  • গ. চারিদিকে বাঁকা জল করিছে খেলা
  • ঘ. কুলে একা বসে আছি, নাহি ভরসা।

উত্তরঃ কুলে একা বসে আছি, নাহি ভরসা।

বিস্তারিত

3. বর্বর বলি যাহাদের গালি পাড়িল ক্ষুদ্রমনা, কূপ-মন্ডুক 'অসংযমী'র আখ্যা দিয়াছে যারে,- এর পরের লাইন কোনটি?

  • ক. ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।
  • খ. তারাই গাহিল নব প্রেম-গান ধরণী-মেরীর যীশূ-
  • গ. তারি তরে ভাই রচে যায়, বন্দনা করি তারে,
  • ঘ. আমি মরু কবি-গাহি সেই বেদে-বেদুঈনদের গান

উত্তরঃ তারি তরে ভাই রচে যায়, বন্দনা করি তারে,

বিস্তারিত

5. 'তপুকে আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোন দিন।' নিম্নের কোনটি থেকে নেয়া?

  • ক. বইকেনা
  • খ. মানুষ
  • গ. একুশের গল্প
  • ঘ. ভাষার কথা

উত্তরঃ একুশের গল্প

বিস্তারিত

6. 'হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি' কোন কবির কবিতা থেকে নেয়া অয়েছে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. জসীমউদ্দীন
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

7. 'বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণকর/ অর্ধেক তার দানিয়াছে নারী অর্ধেক তার নর'- কবির নাম?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. শামসুর রাহমান
  • ঘ. সুফিয়া কামাল

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

8. "ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা"- পংক্তির লেখক কে?

  • ক. দীনবন্ধু মিত্র
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. দ্বিজেন্দ্রলাল রায়
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়

বিস্তারিত

9. 'আমার সন্তান যেন থাকে দুধেভাতে' - এ প্রার্থনাটি করেছে---

  • ক. ভাঁড়ুদত্ত
  • খ. চাঁদ সওদাগর
  • গ. ঈশ্বরী পাটনী
  • ঘ. নলকুবের

উত্তরঃ ঈশ্বরী পাটনী

বিস্তারিত

10. 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' কে বলেছেন?

  • ক. চণ্ডীদাস
  • খ. বিদ্যাপতি
  • গ. রামকৃষ্ণ পরমহংস
  • ঘ. বিবেকানন্দ

উত্তরঃ চণ্ডীদাস

বিস্তারিত

11. 'কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা' - এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. সুকান্ত ভট্টাচার্য
  • ঘ. বেনজীর আহমেদ

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

12. 'মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি'। - কবিতার এই অংশ বিশেষের রচয়িতা---

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. মোহাম্মদ মনিরুজ্জামান
  • গ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • ঘ. নির্মলেন্দু গুণ

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

13. 'মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর'- এই পংক্তিটি কার রচনা?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. শেখ ফজলল করিম
  • ঘ. শামসুর রাহমান

উত্তরঃ শেখ ফজলল করিম

বিস্তারিত

15. 'সব কটি জানালা খুলে দাও না'- এর গীতিকার কে?

  • ক. আলতাফ মাহমুদ
  • খ. নজরুল ইসলাম বাবু
  • গ. ড. মুনিরুজ্জামান
  • ঘ. ড. আবু হেনা মোস্তফা কামাল

উত্তরঃ নজরুল ইসলাম বাবু

বিস্তারিত

16. 'পথিক তুমি পথ হারাইয়াছ' কথাটি কার?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • গ. মীর মোশাররফ হোসেন
  • ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

17. 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত'- এই উক্তিটি কার?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী আবদুল ওদুদ
  • গ. মোহাম্মদ মনিরুজ্জামান
  • ঘ. প্রমথ চৌধুরী

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

18. 'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।' চরণ দুটি কার লেখা?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. শেখ ফজলল করিম
  • ঘ. গোলাম মোস্তফা

উত্তরঃ শেখ ফজলল করিম

বিস্তারিত

19. 'ওরা শহীদ ওরা আমার ভাই ওদের দানের তুলনা যে নাই' - চরণ দুটির রচয়িতা কে?

  • ক. শামসুর রাহমান
  • খ. মোহাম্মদ মনিরুজ্জামান
  • গ. সৈয়দ শামসুল হক
  • ঘ. আল মাহমুদ

উত্তরঃ মোহাম্মদ মনিরুজ্জামান

বিস্তারিত

20. 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়' চরণটি কার রচনা?

  • ক. ঈশরচন্দ্র গুপ্ত
  • খ. মধুসূদন দত্ত
  • গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • ঘ. রঙ্গলালা বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ রঙ্গলালা বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

21. 'মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা'- রচয়িতা--

  • ক. রামনিধি গুপ্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. অতুল প্রসাদ সেন
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ অতুল প্রসাদ সেন

বিস্তারিত

24. 'এলিয়ে খোঁপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরে ফিরব না' অংশটুকুর রচয়িতা--

  • ক. কায়কোবাদ
  • খ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • গ. আল মাহমুদ
  • ঘ. আলাওল

উত্তরঃ আল মাহমুদ

বিস্তারিত

25. 'ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা'- অংশটুকুর রচয়িতা কে?

  • ক. গোলাম মোস্তফা
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. শেখ ফজলল করিম
  • ঘ. নজরুল ইসলাম

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects