বঙ্গানুবাদ

1. কোন বিষয়টি অনুবাদের ক্ষেত্রে পরিবর্তন করা যাবে না?

  • ক. পদক্রম
  • খ. বাক্যের দৈর্ঘ্য
  • গ. ভাষার অলংকার
  • ঘ. ক্রিয়ার কাল

উত্তরঃ ক্রিয়ার কাল

বিস্তারিত

2. There is no rose but thron- এর যথার্থ বাংলা ভাবানুবাদ হচ্ছে--

  • ক. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
  • খ. গোলাপের কাঁটা থাকে না
  • গ. কাঁটা আছে গোলাপ নেই
  • ঘ. সেখানে কোন গোলাপ নেই কিন্তু কাঁটা আছে

উত্তরঃ দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?

বিস্তারিত

3. 'Rome was burning while niru was playing on flute' এর সঠিক অনুবাদ কোনটি?

  • ক. রোম ধংসের পথে নিরু তখন বাঁশি বাজায়
  • খ. কারো পৌষ মাস কারো সর্বনাশ
  • গ. রোম যখন পুড়ে যাচ্ছে নিরু তখন বাঁশি বাজায়
  • ঘ. রোমে আগুন জ্বলছে নিরু তখন বাঁশি বাজাচ্ছে

উত্তরঃ কারো পৌষ মাস কারো সর্বনাশ

বিস্তারিত

4. We mean busuness- বাক্যটির যথার্থ অনুবাদ--

  • ক. আমরা কাজ নিয়ে থাকি
  • খ. আমরা আসলেই কাজ করি
  • গ. আমরা ব্যবসা বুঝিয়ে থাকি
  • ঘ. আমরা ব্যবসা বুঝি

উত্তরঃ আমরা কাজ নিয়ে থাকি

বিস্তারিত

5. 'He earns that much money which is necessary to keep body and soul togather'- এর সঠিক অনুবাদ কোনটি?

  • ক. জীবন যাপনের জন্য যে পর্যাপ্ত অর্থ প্রয়োজন সেই পরিমাণ অর্থ সে রোজগার করে।
  • খ. জীবন ধারনের জন্য যতটুকু অর্থ প্রয়োজন সেই পরিমাণ অর্থ সে রোজগার করে।
  • গ. প্রাণ ধারনের জন্য যতটুকু অর্থ প্রয়োজন শুধুমাত্র সেই পরিমাণ অর্থ সে রোজগার করে।
  • ঘ. শুধু জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অর্থ সে রোজগার করে।

উত্তরঃ জীবন ধারনের জন্য যতটুকু অর্থ প্রয়োজন সেই পরিমাণ অর্থ সে রোজগার করে।

বিস্তারিত

6. 'Books are a man's best companion's in life'- এর সঠিক অনুবাদ কোনটি?

  • ক. পুস্তক মানুষের জীবনের সর্বোত্তম সঙ্গী
  • খ. পুস্তক মানুষের সবচেয়ে বড় বন্ধু
  • গ. পুস্তক মানুষের বিশ্বস্ত সঙ্গী
  • ঘ. পুস্তক মানুষের অপরিহার্য সঙ্গী

উত্তরঃ পুস্তক মানুষের জীবনের সর্বোত্তম সঙ্গী

বিস্তারিত

7. 'A bad workman quarrels with his tools'- এর সঠিক অনুবাদ কোনটি?

  • ক. যেমন কর্ম তেমন ফল
  • খ. আপনি ভালো তো জগৎ ভালো
  • গ. নাচতে না জানলে উঠান বাঁকা
  • ঘ. যত গর্জে তত বর্ষে না

উত্তরঃ নাচতে না জানলে উঠান বাঁকা

বিস্তারিত

8. 'Daimonds cuts Dimonds'- এর অনুবাদ কোনোটি?

  • ক. মানিকে মানিক চেনে
  • খ. সঙ্গ দেখে লোক চেনা যায়
  • গ. সৎসঙ্গে স্বর্গবাস
  • ঘ. সঙ্গদোষে নষ্ট

উত্তরঃ মানিকে মানিক চেনে

বিস্তারিত

9. 'The man is off his head'- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ--

  • ক. লোকটির মাথা কাটা গিয়াছে
  • খ. লোকটির মাথায় কিছু নাই
  • গ. লোকটির মাথা খারাপ হইয়াছে
  • ঘ. লোকটির সম্মান নষ্ট হয়েছে

উত্তরঃ লোকটির মাথা খারাপ হইয়াছে

বিস্তারিত

10. 'A beggar must not be a chooser'- এ বাক্যের যথার্থ অনুবাদ--

  • ক. ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া
  • খ. ভিক্ষার চাল মোটা আর সরু
  • গ. ভিক্ষার চাল সরু
  • ঘ. ভিক্ষার চাল মোটা

উত্তরঃ ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া

বিস্তারিত

11. 'He is out of luck'- সঠিক অনুবাদ কোনটি?

  • ক. সে ভাগ্যবান
  • খ. তার পোড়া কপাল
  • গ. সে ভাগ্য মানে
  • ঘ. ভাগ্যহারা সে

উত্তরঃ তার পোড়া কপাল

বিস্তারিত

12. 'I'll teach you a lesson'- বাক্যটির যথার্থ বঙ্গানুবাদ--

  • ক. আমি তোমাকে শিখিয়ে দেব
  • খ. আমি তোমাকে শিক্ষা দিয়ে ছাড়ব
  • গ. আমি তোমাকে এমন শিক্ষা দেব
  • ঘ. আমি তোমাকে একটি শিক্ষা দেব

উত্তরঃ আমি তোমাকে শিক্ষা দিয়ে ছাড়ব

বিস্তারিত

13. 'A bull in a Chain Shop' বাক্যটির বঙ্গানুবাদ--

  • ক. পদ্মবনে মত্তহস্তী
  • খ. গোবরে পদ্মফুল
  • গ. বন্যেরা বনে সুন্দর
  • ঘ. চীনা দোকানে ষাঁড়

উত্তরঃ গোবরে পদ্মফুল

বিস্তারিত

14. Charity beings at home' উক্তিটির অর্থ কী?

  • ক. আগে ঘর পরে তাস
  • খ. আপন ঘর প্রিয় ঘর (আগে ঘর পরে পর)
  • গ. ইচ্ছা থাকলে উপায় হয়
  • ঘ. ঘর থেকে যাত্রা কর

উত্তরঃ আপন ঘর প্রিয় ঘর (আগে ঘর পরে পর)

বিস্তারিত

15. This collar is too limp _এর অর্থ ___

  • ক. এই কলারটি বড্ড শক্ত
  • খ. এই কলারটি বড্ড খসখসে
  • গ. এই কলারটি বড্ড নরম
  • ঘ. এই কলারটি বড্ড দৃঢ়

উত্তরঃ এই কলারটি বড্ড নরম

বিস্তারিত

16. To err is human_____

  • ক. মানুষ মাত্রই ভুল করে
  • খ. মানুষ মরণশীল
  • গ. মানুষ মাত্রই মানবিক গুণসম্পন্ন
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ মানুষ মাত্রই ভুল করে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects