শূণ্যস্থান পূরণ

1. ‘আমি ভরা তরী করি-।’ শূন্যস্থানে কোনটি বসবে?

  • ক. উদ্ধার
  • খ. নিমজ্জিত
  • গ. রক্ষা
  • ঘ. ভরাডুবি

উত্তরঃ ভরাডুবি

বিস্তারিত

3. কপোল ভাসিয়া যায়------ জলে।

  • ক. নয়নের
  • খ. চোখের
  • গ. বৃষ্টির
  • ঘ. ঝর্ণার

উত্তরঃ নয়নের

বিস্তারিত

4. ‘মা তোর বদন খানি মলিন হলে, আমি......ভাসি’ শূন্যস্থান পূরণ করুন।

  • ক. চোখের জলে
  • খ. নয়ন জলে
  • গ. বুকের জলে
  • ঘ. নদীর জলে

উত্তরঃ নয়ন জলে

বিস্তারিত

5. ‘কি আঁচল বিছায়েছ------ নদীর কূলে কূলে।” শূন্যস্থানে কোন কোন শব্দ হবে?

  • ক. শান্ত ছায়ায়
  • খ. বটের মূলে
  • গ. সাগর তলে
  • ঘ. গাছের তলে

উত্তরঃ বটের মূলে

বিস্তারিত

6. উদোর পিণ্ডি -------- ঘাড়ে।

  • ক. আমার
  • খ. অধমের
  • গ. বুদোর
  • ঘ. পড়বে

উত্তরঃ বুদোর

বিস্তারিত

7. আমি যদি হতাম বনহংস ------- হতে তুমি

  • ক. বনহাস
  • খ. বনের পাখি
  • গ. বনহংসী
  • ঘ. পাতিহাস

উত্তরঃ বনহংসী

বিস্তারিত

8. এক -- শীত যায় না।

  • ক. কাপড়ে
  • খ. মাঘে
  • গ. কাঁথায়
  • ঘ. পৌষে

উত্তরঃ মাঘে

বিস্তারিত

9. অল্প বিদ্যা ভয়ংকরী, কথায় কথায়------------

  • ক. ইংরেজি
  • খ. ফরাসি
  • গ. বাহাদুরী
  • ঘ. ডিকশনারী

উত্তরঃ ডিকশনারী

বিস্তারিত

10. ওল বলে মান কচু তুমি বড় ------

  • ক. ঝাল
  • খ. ভাল
  • গ. কাল
  • ঘ. লাগো

উত্তরঃ লাগো

বিস্তারিত

11. ঘর পোড়া ----- সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।

  • ক. ছাগল
  • খ. গরু
  • গ. ভেড়া
  • ঘ. ঘোড়া

উত্তরঃ গরু

বিস্তারিত

12. এ বিষয়ে তোমার বিদ্যা ক অক্ষর ----

  • ক. শূন্য
  • খ. বিহীন
  • গ. গো-মাংস
  • ঘ. মাত্র

উত্তরঃ গো-মাংস

বিস্তারিত

13. এ হৃদয়ের চেয়ে বড় কোন-কাবা নেই।

  • ক. মসজিদ
  • খ. গির্জা
  • গ. মন্দির
  • ঘ. প্যাগোডা

উত্তরঃ মন্দির

বিস্তারিত

14. কাঁটা হেরি ক্ষান্ত কেন --------- তুলিতে?

  • ক. পদ্মা
  • খ. শাপলা
  • গ. কমল
  • ঘ. ফুল

উত্তরঃ কমল

বিস্তারিত

15. কানে কি ---- দিয়ে বসে আছ?

  • ক. খড়ি
  • খ. তুলো
  • গ. ডগা
  • ঘ. কার্পাস

উত্তরঃ তুলো

বিস্তারিত

16. লোকটি অত্যন্ত-পানির মাছ।

  • ক. কম
  • খ. বেশি
  • গ. লোনা
  • ঘ. গভীর

উত্তরঃ গভীর

বিস্তারিত

17. এক খুরে মাথা ------

  • ক. কামানো
  • খ. ছিলানো
  • গ. মুড়ানো
  • ঘ. ধরা

উত্তরঃ মুড়ানো

বিস্তারিত

18. তার মুখে মধু, কিন্তু ----- বিষ।

  • ক. হৃদয়ে
  • খ. মনে
  • গ. অন্তরে
  • ঘ. গলায়

উত্তরঃ অন্তরে

বিস্তারিত

19. তোমার ---- বুঝতে বাকি নেই।

  • ক. দিব্যি
  • খ. কর্ম
  • গ. মতলব
  • ঘ. ইচ্ছা

উত্তরঃ মতলব

বিস্তারিত

20. তিনি একজন ------ মানুষ।

  • ক. মাটির
  • খ. খাঁটি
  • গ. রক্তমাংসের
  • ঘ. নরম

উত্তরঃ মাটির

বিস্তারিত

21. ----- না জানলে উঠান বাঁকা।

  • ক. বানাতে
  • খ. খেলতে
  • গ. নাচতে
  • ঘ. রাঁধতে

উত্তরঃ নাচতে

বিস্তারিত

22. ব্যাবসা সূত্রে তার ----- ফিরে গেল।

  • ক. সম্পদ
  • খ. ধন
  • গ. কপাল
  • ঘ. সংসার

উত্তরঃ কপাল

বিস্তারিত

23. গুরুজনে কর ----- ।

  • ক. শ্রদ্ধা
  • খ. নতি
  • গ. সালাম
  • ঘ. প্রণাম

উত্তরঃ নতি

বিস্তারিত

24. তার সঙ্গে ----- দেখা হয়।

  • ক. কালেভদ্রে
  • খ. সময় অসময়ে
  • গ. শীত-গ্রীষ্মে
  • ঘ. আটটা-নয়টায়

উত্তরঃ কালেভদ্রে

বিস্তারিত

25. অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে------

  • ক. পারদর্শী
  • খ. চমৎকার
  • গ. নিপূণ
  • ঘ. ভাল

উত্তরঃ পারদর্শী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects