একই শব্দের বিভিন্নার্থে প্রয়োগ

1. 'সন্তুষ্ট হওয়া' কোন শব্দ দ্বারা বুঝানো হয়েছে ?

  • ক. মন উঠা
  • খ. মনের মিল
  • গ. মন পাওয়া
  • ঘ. মন লাগা

উত্তরঃ মন উঠা

বিস্তারিত

2. 'পক্ষপাতী' কোন শব্দ দ্বারা বুঝানো হয়েছে ?

  • ক. চোখে ধূলি দেয়া
  • খ. চোখের চামড়া
  • গ. চোখ ফোঁটা
  • ঘ. এক চোখা

উত্তরঃ এক চোখা

বিস্তারিত

3. 'সাহস' কোন শব্দ দিয়ে বুঝানো হয়েছে ?

  • ক. বুক বাঁধা
  • খ. বুক ফাটা
  • গ. বুকের পাটা
  • ঘ. বুক পাতা

উত্তরঃ বুকের পাটা

বিস্তারিত

4. 'উদ্দেশ্য সিদ্ধ হওয়া' কোন শব্দ দ্বারা বুঝানো হয়েছে ?

  • ক. কাজে বের হওয়া
  • খ. কাজ হাসিল করা
  • গ. কাজে লাগা
  • ঘ. কাজে দেয়া

উত্তরঃ কাজ হাসিল করা

বিস্তারিত

5. 'প্রতিবাদ করা' কোন শব্দ দ্বারা বুঝানো হয়েছে ?

  • ক. কথা কাটা
  • খ. কাটা পড়া
  • গ. সময় কাটা
  • ঘ. মেঘ কাটা

উত্তরঃ কথা কাটা

বিস্তারিত

6. উচ্চৈঃস্বরে কোন শব্দ দ্বারা বুঝানো হয়েছে ?

  • ক. গাল দেয়া
  • খ. গলা তোলা
  • গ. চোখ ফোঁটা
  • ঘ. গলা ছেড়া

উত্তরঃ গলা ছেড়া

বিস্তারিত

7. 'নদীটি উত্তর মুখে প্রবাহিত' - এখানে মুখ কোন অর্থ প্রকাশ করেছে ?

  • ক. প্রত্যক্ষ বিশেষ
  • খ. মর্যাদা
  • গ. দিক
  • ঘ. তিরস্কার

উত্তরঃ দিক

বিস্তারিত

8. এ তোমার কি রকম আচরণ - এখানে 'রকম' কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. মূর্তি
  • খ. রীতি
  • গ. সৌন্দর্য
  • ঘ. লজ্জা

উত্তরঃ রীতি

বিস্তারিত

9. এতো অল্প টাকায় মাস চলবে না - এই 'চলা' কোন অর্থ প্রকাশ করেছ ?

  • ক. সংকুলান হওয়া
  • খ. প্রচলিত হওয়া
  • গ. অবলম্বন করা
  • ঘ. সময় দেয়া

উত্তরঃ সংকুলান হওয়া

বিস্তারিত

10. মাথা খাও - পত্র দিতে ভুল না - এখানে 'মাথার' অর্থ কি ?

  • ক. জ্ঞান
  • খ. অঙ্গ বিশেষ
  • গ. দিব্যি দেয়া
  • ঘ. আশকারা পাওয়া

উত্তরঃ দিব্যি দেয়া

বিস্তারিত

11. কর্মভোগ এড়ানো যায় না - এখানে 'কর্ম' কোন অর্থ প্রকাশ করেছে ?

  • ক. পেশা
  • খ. অনুষ্ঠান
  • গ. কৃতকর্ম
  • ঘ. কর্তব্য

উত্তরঃ কৃতকর্ম

বিস্তারিত

12. তালে তালে দোদুল, দোলে নাচের নেশারচুর' এখানে 'তাল' কোন অর্থ প্রকাশ করেছে ?

  • ক. নৃত্যের একক
  • খ. ফল বিশেষ
  • গ. অাঘাত
  • ঘ. বাহুতে আঘাত

উত্তরঃ নৃত্যের একক

বিস্তারিত

13. কেমন করে রেঁধেছ, একেবারে কাঁচাই রয়েছে - কাঁচার অর্থ কি ?

  • ক. অসিদ্ধ
  • খ. অনিপুন
  • গ. অল্পজ্ঞান
  • ঘ. অপক্ক

উত্তরঃ অসিদ্ধ

বিস্তারিত

14. মুখ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয় না ?

  • ক. সহায়ক
  • খ. ভাষা
  • গ. মর্যাদা
  • ঘ. দিক

উত্তরঃ ভাষা

বিস্তারিত

15. মাথা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয় ?

  • ক. শত্রুতা
  • খ. অবাক হওয়া
  • গ. আচার ব্যবহার
  • ঘ. অনুরোধ

উত্তরঃ অনুরোধ

বিস্তারিত

16. কোন বাক্যে মাথা 'বৃদ্ধি' অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. তিনি সমাজের মাথা
  • খ. মাথা খাটিয়ে কাজ করবে
  • গ. লজ্জায় মাথা গেল
  • ঘ. মাথা নেই তার মাথা ব্যথা

উত্তরঃ মাথা খাটিয়ে কাজ করবে

বিস্তারিত

17. যত বড় মুখ নয় তত বড় কথা - এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে ?

  • ক. অনুভুতি
  • খ. গালি
  • গ. প্রত্যাশা
  • ঘ. শক্তি

উত্তরঃ শক্তি

বিস্তারিত

18. কোন বাক্যে কথা শব্দটি তুলনা অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. অমিতের সাথে আমার কথা নেই
  • খ. লোকটির যেই কথা সেই কাজ
  • গ. আমার গ্রামে একটি স্কুল খোলার কথা আছে
  • ঘ. তুমি ধনীর ছেলে, তোমার সাথে কার কথা

উত্তরঃ তুমি ধনীর ছেলে, তোমার সাথে কার কথা

বিস্তারিত

19. কোন বাক্যে কাঁচা শব্দটি নগদ অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. মানুষ কাঁচা মাংস খায় না
  • খ. সুজন অঙ্কে কাঁচা
  • গ. কাঁচা বয়সে এ কথা বুঝবে না
  • ঘ. যুদ্ধের বাজারে সে কাঁচা পয়সা রোজগার করেছে

উত্তরঃ যুদ্ধের বাজারে সে কাঁচা পয়সা রোজগার করেছে

বিস্তারিত

20. কোন বাক্যে শক্ত কথাটি কঠিন অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. তিনি আমাকে শক্ত কথা শুনিয়ে দিলেন
  • খ. কাঠটি বেশ শক্ত
  • গ. তাকে শক্ত রোগে ধরেছে
  • ঘ. শক্ত হাতের কাজ, তাই এতো মজবুত

উত্তরঃ কাঠটি বেশ শক্ত

বিস্তারিত

21. কোন বাক্যে হাত শব্দটি সুখ্যাতি অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. এ ব্যাপারে আমার হাত আছে
  • খ. চাকরটার হাতটান আছে
  • গ. পরের দুয়ারে হাত পাততে পারব না
  • ঘ. ডাক্তার সাহেবের বেশ হাত যশ আছে

উত্তরঃ ডাক্তার সাহেবের বেশ হাত যশ আছে

বিস্তারিত

22. ‘মাথা খাও, পত্র দিতে ভুলো না’ -এখানে ‘মাথা খাওয়ার’ অর্থ কী?

  • ক. আস্কারা পাওয়া
  • খ. জ্ঞান দেয়া
  • গ. অঙ্গ বিশেষ
  • ঘ. দিব্যি দেয়া

উত্তরঃ দিব্যি দেয়া

বিস্তারিত

23. ‘অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে’ - এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে?

  • ক. জন্মভূমির আশ্রয়
  • খ. মায়ের কোল
  • গ. জন্মভূমির প্রকৃতি
  • ঘ. গাছের ছায়া

উত্তরঃ জন্মভূমির আশ্রয়

বিস্তারিত

24. শিউলী যতই কাঁদুক তাতে আমার মনে আঁচর কাটবে না - 'আঁচর' কোন অর্থ প্রকাশ করেছে ?

  • ক. ছড়া আবৃতি করা
  • খ. অপমান করা
  • গ. লজ্জিত হওয়া
  • ঘ. রেখাপাত করা

উত্তরঃ রেখাপাত করা

বিস্তারিত

25. ডাক্তার বাবুর হাত যশ আছে - এখানে 'হাত' কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. নিপুণূতা
  • খ. অঙ্গীকার
  • গ. বশ করা
  • ঘ. সহায়ক

উত্তরঃ নিপুণূতা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects