শব্দ

1. ‘বাবা’ কোন ভাষা থেকে আগত শব্দ?

  • ক. সংস্কৃত
  • খ. হিন্দি
  • গ. অহমিয়া
  • ঘ. তুর্কি

উত্তরঃ তুর্কি

বিস্তারিত

2. ‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ?

  • ক. দেশি
  • খ. বিদেশি
  • গ. তদ্ভব
  • ঘ. অর্ধ-তৎসম

উত্তরঃ অর্ধ-তৎসম

বিস্তারিত

3. কোনটি মৌলিক শব্দ?

  • ক. মানব
  • খ. গোলাপ
  • গ. একাঙ্ক
  • ঘ. ধাতব

উত্তরঃ গোলাপ

বিস্তারিত

4. ‘হেড মৌলভি’ কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে?

  • ক. ইংরেজি + ফার্সি
  • খ. ইংরেজি + আরবি
  • গ. তুর্কি + আরবি
  • ঘ. ইংরেজি + পর্তুগিজ

উত্তরঃ ইংরেজি + ফার্সি

বিস্তারিত

5. কোনটি সাধিত শব্দ নয়?

  • ক. পানসা
  • খ. ফুলেল
  • গ. গোলাপ
  • ঘ. হাতল

উত্তরঃ গোলাপ

বিস্তারিত

6. গ্রিক শ্বদ কোনটি?

  • ক. তুফান
  • খ. লুঙ্গি
  • গ. কুপন
  • ঘ. দাম

উত্তরঃ দাম

বিস্তারিত

7. কোন শব্দটি ফারসি?

  • ক. মুসাফির
  • খ. তকদির
  • গ. পেরেশান
  • ঘ. মজলুম

উত্তরঃ পেরেশান

বিস্তারিত

8. দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?

  • ক. আইন
  • খ. দাখিল
  • গ. এজেন্ট
  • ঘ. মুচলেকা

উত্তরঃ এজেন্ট

বিস্তারিত

9. ‘চৌ হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে রচনা?

  • ক. বাংলা + ফারসি
  • খ. সংস্কৃত + ফারসি
  • গ. ফারসি + আরবি
  • ঘ. সংস্কৃত + আরবি

উত্তরঃ ফারসি + আরবি

বিস্তারিত

10. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?

  • ক. হিন্দি
  • খ. উর্দু
  • গ. পর্তুগিজ
  • ঘ. গ্রিস

উত্তরঃ পর্তুগিজ

বিস্তারিত

11. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমষ্টিকে ভাগ করা যায়-

  • ক. দুই ভাগে
  • খ. তিন ভাগে
  • গ. চার ভাগে
  • ঘ. পাঁচ ভাগে

উত্তরঃ তিন ভাগে

বিস্তারিত

12. মৌলিক শব্দ কোনটি?

  • ক. গোলাপ
  • খ. শীতল
  • গ. নেয়ে
  • ঘ. গৌরব

উত্তরঃ গোলাপ

বিস্তারিত

13. বাংলা ভাষা এ শব্দ দুট গ্রহণ করেছে চীনা ভাষা হতে-

  • ক. চাকু, চাকর
  • খ. খদ্দর, হরতাল
  • গ. চা, চিনি
  • ঘ. রিক্সা, রেস্তোরাঁ

উত্তরঃ চা, চিনি

বিস্তারিত

14. ‘আনারস’ ও ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে-

  • ক. পর্তুগিজ ভাষা হতে
  • খ. আরবি ভাষা হতে
  • গ. দেশি ভাষা হতে
  • ঘ. ওলন্দাজ ভাষা হতে

উত্তরঃ পর্তুগিজ ভাষা হতে

বিস্তারিত

15. কোনটি তদ্ভব শব্দ?

  • ক. চাঁদ
  • খ. সূর্য
  • গ. নক্ষত্র
  • ঘ. গগন

উত্তরঃ চাঁদ

বিস্তারিত

17. মৌলিক শব্দ কোনটি?

  • ক. আকাশ
  • খ. শীতল
  • গ. ঢাকাই
  • ঘ. কান্না

উত্তরঃ আকাশ

বিস্তারিত

18. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত?

  • ক. হিন্দি
  • খ. উর্দু
  • গ. গ্রিক
  • ঘ. পর্তুগিজ

উত্তরঃ পর্তুগিজ

বিস্তারিত

19. নিচের শব্দগুলোর মধ্যে কোনটি দেশি শব্দ নয়?

  • ক. কুলা
  • খ. ডাব
  • গ. চুলা
  • ঘ. চাবি

উত্তরঃ চাবি

বিস্তারিত

20. ‘সন্দেশ’ কোন শ্রেণির শব্দ?

  • ক. রূঢ়ি
  • খ. যোগরূঢ়
  • গ. যৌগিক
  • ঘ. তৎসম

উত্তরঃ রূঢ়ি

বিস্তারিত

21. বর, বদ ও বাজে কোন শ্রেণির উপসর্গ?

  • ক. বিদেশি
  • খ. খাঁটি বাংলা
  • গ. তৎসম
  • ঘ. তদ্ভব

উত্তরঃ বিদেশি

বিস্তারিত

22. ‘ইনকিলাব’ শব্দের অর্থ-

  • ক. আন্দোলন
  • খ. সন্ত্রাস
  • গ. বিপ্লব
  • ঘ. চিরন্তন

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

23. গিন্নী কোন শ্রেণির শব্দ?

  • ক. খাঁটি বাংলা
  • খ. দেশি
  • গ. তৎসম
  • ঘ. অর্ধ তৎসম

উত্তরঃ অর্ধ তৎসম

বিস্তারিত

24. কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?

  • ক. আইন
  • খ. দাখিল
  • গ. এজেন্ট
  • ঘ. মুচলেকা

উত্তরঃ এজেন্ট

বিস্তারিত

25. ‘পর্তুগিজ’ ভাষার শব্দ নয় কোনটি?

  • ক. চাহিদা
  • খ. আনারস
  • গ. আলমারি
  • ঘ. গুদাম

উত্তরঃ চাহিদা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects