প্রত্যয়

1. নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?

  • ক. সভাসদ
  • খ. শুভেচ্ছা
  • গ. ফলবান
  • ঘ. তম্বী

উত্তরঃ শুভেচ্ছা

বিস্তারিত

2. নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত?

  • ক. প্রলয়
  • খ. নিঃশ্বাস
  • গ. খন্ডিত
  • ঘ. অনুপম

উত্তরঃ খন্ডিত

বিস্তারিত

3. ‘মেছো’ শব্দের ‍প্রকৃৃতি প্রত্যয়য কী?

  • ক. মাছ + ও
  • খ. মেছ + ও
  • গ. মাছি + উয়া>ও
  • ঘ. মাছ + উয়া>ও

উত্তরঃ মাছ + উয়া>ও

বিস্তারিত

4. উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ?

  • ক. সন্ধিজনিত
  • খ. প্রত্যয়জনিত
  • গ. উপসর্গজনিত
  • ঘ. বিভক্তিজনিত

উত্তরঃ প্রত্যয়জনিত

বিস্তারিত

6. ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

  • ক. দুল্+অন
  • খ. দোল্+না
  • গ. দোল্+অনা
  • ঘ. দোলনা+অ

উত্তরঃ দুল্+অন

বিস্তারিত

7. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?

  • ক. উৎকর্ষতা
  • খ. উৎকর্ষ
  • গ. উৎকৃষ্ট
  • ঘ. উৎকৃষ্টতা

উত্তরঃ উৎকৃষ্ট

বিস্তারিত

8. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?

  • ক. ঠগী
  • খ. পানসে
  • গ. পাঠক
  • ঘ. সেলামী

উত্তরঃ পাঠক

বিস্তারিত

9. নিচের কোনটি ‘সৃষ্টি’ এর প্রকৃতি ও প্রত্যয়?

  • ক. সৃষ্ + টি
  • খ. সৃশ + তি
  • গ. সুজ্ + তি
  • ঘ. স্রী + ষ্টি

উত্তরঃ সুজ্ + তি

বিস্তারিত

10. ‘সৃষ্টি’ এর প্রকৃতি প্রত্যয়?

  • ক. সৃষ + টি
  • খ. সৃশ + তি
  • গ. <সৃজ্ + তি
  • ঘ. শ্রী + টি

উত্তরঃ <সৃজ্ + তি

বিস্তারিত

11. ‘উৎকর্ষতা’ কি কারণে অশুদ্ধ?

  • ক. সন্ধিজনিত
  • খ. প্রত্যয়জনিত
  • গ. উপসর্গজনিত
  • ঘ. বিভক্তিজনিত

উত্তরঃ প্রত্যয়জনিত

বিস্তারিত

12. অন্তরীপ সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?

  • ক. প্রত্যয়ান্ত বহুব্রীহি
  • খ. সংখ্যাবাচক বহুব্রীহি
  • গ. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
  • ঘ. ব্যাধিকরণ বহুব্রীহি

উত্তরঃ নিপাতনে সিদ্ধ বহুব্রীহি

বিস্তারিত

13. প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক?

  • ক. নীল + মা = নীলিমা
  • খ. নীল + ইমন = নীলিমা
  • গ. নী + ইলিমা = নীলিমা
  • ঘ. নিলী + মা = নীলিমা

উত্তরঃ নীল + ইমন = নীলিমা

বিস্তারিত

14. ‘নী’ প্রত্যয়যোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি?

  • ক. অরণ্যানী
  • খ. চাকরানী
  • গ. ভাগনী
  • ঘ. মেধাবিনী

উত্তরঃ মেধাবিনী

বিস্তারিত

15. ‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

  • ক. মনু + ষ্ণ
  • খ. মনু + অব
  • গ. মা + নব
  • ঘ. মান + অব

উত্তরঃ মনু + ষ্ণ

বিস্তারিত

16. ‘মহিমা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

  • ক. মহি + মা
  • খ. মহৎ + ইমন
  • গ. মহা + ইমা
  • ঘ. মহিম + আ

উত্তরঃ মহৎ + ইমন

বিস্তারিত

17. ‘শৈশব’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

  • ক. শিশু + ষ্ণ
  • খ. শিশু + ষ্ণ্য
  • গ. শিশু + শব
  • ঘ. শৈ + শব

উত্তরঃ শিশু + ষ্ণ

বিস্তারিত

18. কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য ‘ষ’ হয় না?

  • ক. সাৎ
  • খ. সা
  • গ. ষ্ণেয়
  • ঘ. ষ্ণিক

উত্তরঃ সাৎ

বিস্তারিত

19. গুণ ও বৃদ্ধি বলা হয় -

  • ক. কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে
  • খ. কৃৎ-প্রকৃতির অন্তস্বরের পরিবর্তনকে
  • গ. নাম-প্রকৃতির পরিবর্তনকে
  • ঘ. প্রাতিপদিকের পরিবর্তনকে

উত্তরঃ কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে

বিস্তারিত

20. কোনটি ‘নিপাতনে সিদ্ধ’ প্রত্যয়যুক্ত শব্দ?

  • ক. শৈব
  • খ. সৌর
  • গ. দৈব
  • ঘ. চৈত্র

উত্তরঃ সৌর

বিস্তারিত

21. তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?

  • ক. ঝলক
  • খ. ছুতার
  • গ. ঘাটতি
  • ঘ. লাগোয়া

উত্তরঃ ছুতার

বিস্তারিত

22. নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?

  • ক. খণ্ডিত
  • খ. প্রলয়
  • গ. নিঃশ্বাস
  • ঘ. অনুপম

উত্তরঃ খণ্ডিত

বিস্তারিত

23. ‘শৈশব’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

  • ক. শিশু + ষ্ণা
  • খ. শিশু + ঞ
  • গ. শিশু + ষ্ণ
  • ঘ. শিশু + ঞা

উত্তরঃ শিশু + ষ্ণ

বিস্তারিত

24. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?

  • ক. উৎকৃষ্ট
  • খ. উৎকর্ষতা
  • গ. উৎকর্ষ
  • ঘ. কৎকৃষ্টতা

উত্তরঃ উৎকর্ষ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects