প্রত্যয়

151. ধাতুর সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরী হয়, তখন ক্রিয়ামূল বা ধাতুকে কি বলে ?

  • ক. প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি
  • খ. প্রত্যয়
  • গ. সাধিত ধাতু
  • ঘ. নিজন্ত ধাতু

উত্তরঃ প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি

বিস্তারিত

152. কৃৎ প্রত্যয়সাধিত পদটিকে কি বলা হয় ?

  • ক. কৃদন্ত পদ
  • খ. ক্রিয়াপদ
  • গ. উপপদ
  • ঘ. অব্যয় পদ

উত্তরঃ কৃদন্ত পদ

বিস্তারিত

153. ই, ঈ, এর স্থলে এ; উ, ঊ এর স্থলে ও এবং ঋ এর স্থলে অর হলে তাকে কি বলে ?

  • ক. গুণ
  • খ. বৃদ্ধি
  • গ. প্রকৃতি
  • ঘ. প্রত্যয়

উত্তরঃ বৃদ্ধি

বিস্তারিত

155. উপসর্গ ও প্রকৃতির মাঝখানে কোন চিহ্ন ব্যবহৃত হয় ?

  • ক. ড্যাশ (-)
  • খ. কমা >
  • গ.
  • ঘ.

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

156. উপসর্গ ও প্রকৃতির মাঝখানে কোন চিহ্ন ব্যবহৃত হয় ?

  • ক. ড্যাশ (-)
  • খ. কমা (,)
  • গ. ধাতু চিহ্ন (√)
  • ঘ. কোলন (ঃ)

উত্তরঃ ড্যাশ (-)

বিস্তারিত

157. ঘরামী, ছেলে, মেছে কোন অর্থে তদ্ধিত প্রত্যয় ?

  • ক. উপজীবিকা
  • খ. বিশেষ্য
  • গ. বেত্তা
  • ঘ. বৃত্তি বা উপজীবিকা

উত্তরঃ বৃত্তি বা উপজীবিকা

বিস্তারিত

158. প্রত্যয় শব্দের কোথায় বসে ?

  • ক. পূর্বে
  • খ. পরে
  • গ. মাঝে
  • ঘ. ক ও খ উভয়ই

উত্তরঃ পরে

বিস্তারিত

159. ক্রিয়ামূলকে কি বলা হয় ?

  • ক. প্রকৃতি
  • খ. প্রত্যয়
  • গ. ধাতু
  • ঘ. কৃদন্ত পদ

উত্তরঃ ধাতু

বিস্তারিত

160. প্রত্যয়ান্ত শব্দ থেকে প্রত্যয় বাদ দিলে যা পাওয়া যায় তাকে কি বলে ?

  • ক. ধাতু
  • খ. প্রকৃতি
  • গ. প্রত্যয়
  • ঘ. প্রাতিপাদিক

উত্তরঃ প্রকৃতি

বিস্তারিত

161. প্রাতিপাদিক এর অপর নাম কি ?

  • ক. মূল শব্দ
  • খ. শব্দ প্রকৃতি
  • গ. ধাতু প্রকৃতি
  • ঘ. ক্রিয়া প্রকৃতি

উত্তরঃ মূল শব্দ

বিস্তারিত

162. ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয়যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে কি বলা হয় ?

  • ক. প্রকৃতি
  • খ. কৃদন্ত শব্দ
  • গ. তদ্ধিত প্রত্যয়
  • ঘ. ক্রিয়া প্রকৃতি

উত্তরঃ কৃদন্ত শব্দ

বিস্তারিত

163. নিচের কোনটি কর্তৃবাচ্য কৃৎপ্রত্যয়ের উদাহরণ ?

  • ক. √রাধ + আ (রাধা)
  • খ. √পড় + উয়া (পড়ুয়া)
  • গ. √চাল + উনি (চালুনি)
  • ঘ. √দা + অনীয় (দানী)

উত্তরঃ √পড় + উয়া (পড়ুয়া)

বিস্তারিত

164. নিচের কোনটি উপসর্গযুক্ত কৃদন্ত পদের উদাহরণ ?

  • ক. অধোয়া
  • খ. পাঠক
  • গ. গায়ক
  • ঘ. কর্তব্য

উত্তরঃ অধোয়া

বিস্তারিত

165. শুধুমাত্র কোন বাচ্যে অ প্রত্যয় যুক্ত হয় ?

  • ক. কর্মবাচ্যে
  • খ. কর্তৃবাচ্যে
  • গ. ভাববাচ্যে
  • ঘ. কর্তৃ ও কর্মবাচ্যে

উত্তরঃ ভাববাচ্যে

বিস্তারিত

166. ধাতুর পরে সাধারণত কোন প্রত্যয় যুক্ত করে ক্রিয়াবাচক বিশেষ্য গঠন করা হয় ?

  • ক. অনা প্রত্যয়
  • খ. অক প্রত্যয়
  • গ. অনি প্রত্যয়
  • ঘ. অন প্রত্যয়

উত্তরঃ অন প্রত্যয়

বিস্তারিত

167. বিশেষণ গঠনে কোন প্রত্যয় ব্যবহার করা হয় ?

  • ক. আই প্রত্যয়
  • খ. অন্ত প্রত্যয়
  • গ. আও প্রত্যয়
  • ঘ. অনি প্রত্যয়

উত্তরঃ অন্ত প্রত্যয়

বিস্তারিত

168. ভাববাচ্য বিশেষ্য গঠনে কোন প্রত্যয় ব্যবহৃত হয় ?

  • ক. আ প্রত্যয়
  • খ. আন প্রত্যয়
  • গ. আই প্রত্যয়
  • ঘ. অনি প্রত্যয়

উত্তরঃ আই প্রত্যয়

বিস্তারিত

169. নিচের কোনটি সংস্কৃত প্রত্যয় যুক্ত শব্দের উদাহরণ ?

  • ক. মুক্তি
  • খ. চিরনি
  • গ. বহতা
  • ঘ. কান্না

উত্তরঃ মুক্তি

বিস্তারিত

170. 'চৈনা' শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি ?

  • ক. √চে + অনা
  • খ. √চিন + আ
  • গ. √চীন + আ
  • ঘ. √চে + না

উত্তরঃ √চিন + আ

বিস্তারিত

171. 'যৌবন' শব্দের সঠিক প্রত্যয় কোনটি ?

  • ক. যৌ + অন
  • খ. যু + অন
  • গ. যৌব + ন
  • ঘ. যুব + অন

উত্তরঃ যুব + অন

বিস্তারিত

172. 'উক্ত' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?

  • ক. √শক + ক্তি
  • খ. √শম + ক্তি
  • গ. √শান + ক্তি
  • ঘ. √শা + আহ

উত্তরঃ √শম + ক্তি

বিস্তারিত

173. নিচের কোন শব্দের ধাতুর সাথে প্রত্যেয় যুক্ত ?

  • ক. আটুনি
  • খ. ঝরনা
  • গ. মাতাল
  • ঘ. টেকো

উত্তরঃ টেকো

বিস্তারিত

174. নিচের কোন শব্দের ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়েছে ?

  • ক. গৌরব
  • খ. শৈশব
  • গ. পঠিত
  • ঘ. মহিমা

উত্তরঃ পঠিত

বিস্তারিত

175. 'বধ' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?

  • ক. ইন + অল
  • খ. অন + অল
  • গ. ব + স্ব
  • ঘ. ধ + অ

উত্তরঃ ইন + অল

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects