পত্র ও আবেদন পত্র

101. সংবাদপত্রে কোন জনগুরত্বপূর্ণ বিষয়ে পত্র/প্রতিবেদন প্রকাশের জন্য সম্পাদকের কাছে লিখিত পত্রে তার পত্রিকা সম্পর্কে নিচে কোনটি লেখা যুক্তিযুক্ত?

  • ক. আপনার বহুল পরিচিত
  • খ. আপনার বহুল আলোচিত
  • গ. আপনার বহুল প্রচারিত
  • ঘ. আপনার বহুল প্রকাশিত

উত্তরঃ আপনার বহুল প্রচারিত

বিস্তারিত

102. কোন বাক্যটি পত্রের জন্য প্রযোজ্য নয়?

  • ক. পত্রের প্রকাশভঙ্গী হবে আকর্ষণীয়
  • খ. পত্রের প্রকাশভঙ্গী হবে গুরুগম্ভীর
  • গ. সহজ সরল ও বিষয়ভিত্তিক
  • ঘ. বক্তব্য সুস্পষ্ট

উত্তরঃ পত্রের প্রকাশভঙ্গী হবে গুরুগম্ভীর

বিস্তারিত

103. পত্রের কোন অংশ ব্যতীরেকে পত্র লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়?

  • ক. স্বাক্ষর
  • খ. শিরোনাম
  • গ. পত্রগর্ভ
  • ঘ. সম্বোধন

উত্তরঃ পত্রগর্ভ

বিস্তারিত

104. পত্র রচনার সময় অবশ্য বর্জনীয় কোনটি?

  • ক. অলঙ্কৃত ভাষা
  • খ. সংক্ষিপ্ত ভাষা
  • গ. সর্বপ্রকার বাহুল্য
  • ঘ. সহজ ভাষা

উত্তরঃ সর্বপ্রকার বাহুল্য

বিস্তারিত

105. কোন বিষয়টি চিঠির ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ?

  • ক. স্বাক্ষর ও সম্বোধন
  • খ. বক্তব্যের স্পষ্টতা
  • গ. চিঠির আয়তন
  • ঘ. ভাষা সমৃদ্ধি

উত্তরঃ বক্তব্যের স্পষ্টতা

বিস্তারিত

106. কোন চিঠিকে 'ডেড লেটার' বলে?

  • ক. পোস্টাল কোডবিহীন
  • খ. বিষয়বস্তু বিহীন
  • গ. ঠিকানাবিহীন
  • ঘ. টিকেটবিহীন

উত্তরঃ ঠিকানাবিহীন

বিস্তারিত

107. বাংলা চিঠিপত্র রচনার পেছনে কোন ভাষার প্রভাব বিদ্যমান?

  • ক. ইংরেজি
  • খ. বৈদিক
  • গ. ফারসি
  • ঘ. সংস্কৃত

উত্তরঃ ইংরেজি

বিস্তারিত

108. পত্র শিরোনামের কয়টি অংশ?

  • ক. একটি
  • খ. তিনটি
  • গ. দুটি
  • ঘ. চারটি

উত্তরঃ দুটি

বিস্তারিত

109. BY AIR MAIL- খামের উপরে কখন লিখতে হয়?

  • ক. বিমান কর্তৃপক্ষের কাছে চিঠি লিখতে হলে
  • খ. ডাকটিকিট না থাকলে
  • গ. বিদেশে চিঠি পাঠাতে হলে
  • ঘ. বহু দূরে চিঠি পাঠাতে হলে

উত্তরঃ বিদেশে চিঠি পাঠাতে হলে

বিস্তারিত

110. বেয়ারিং চিঠির ডাক মাসুল--

  • ক. প্রচলিত ডাকমাসুলের দেড়গুণ
  • খ. প্রচলিত ডাকমাসুলের দ্বিগুণ
  • গ. প্রচলিত ডাকমাসুলের পাঁচগুণ
  • ঘ. দিতে হয় না

উত্তরঃ প্রচলিত ডাকমাসুলের দ্বিগুণ

বিস্তারিত

111. কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী তথ্য দেওয়া হয় কোন পত্রে?

  • ক. চুক্তিপত্রে
  • খ. চাকরির আবেদনপত্রে
  • গ. প্রশংসাপত্রে
  • ঘ. মানপত্রে

উত্তরঃ চাকরির আবেদনপত্রে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects