আবহাওয়া ও জলবায়ু

1. আবহাওয়া সম্পর্কীয় বিজ্ঞান--

  • ক. মেটালার্জি
  • খ. অ্যাস্ট্রোলজি
  • গ. মেটিওরোলজি
  • ঘ. মিনার্যালজি

উত্তরঃ মেটিওরোলজি

বিস্তারিত

2. কোন স্থানের জলবায়ু কিসের উপর নির্ভর করে?

  • ক. বিষুবরেখা হতে এর দূরত্ব
  • খ. সাগর বা মহাসাগর হতে এর দূরত্ব
  • গ. সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা
  • ঘ. উপরের সবগুলোই

উত্তরঃ উপরের সবগুলোই

বিস্তারিত

3. জলবায়ু নির্ণয়ে কোনটি অপ্রয়োজনীয়?

  • ক. অক্ষরেখা
  • খ. স্থানীয় উচ্চতা
  • গ. তুষার রেখা
  • ঘ. দ্রাঘিমা রেখা

উত্তরঃ তুষার রেখা

বিস্তারিত

4. বায়ুর শক্তি/তাপের প্রধান উৎস কি?

  • ক. সৌরজগৎ নীহারিকা
  • খ. নীহারিকা
  • গ. সূর্য
  • ঘ. ধূমকেতু

উত্তরঃ সূর্য

বিস্তারিত

5. সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে?

  • ক. পরিবহন (Conduction)
  • খ. পরিচলন (Convection)
  • গ. বিকিরণ (Radiation)
  • ঘ. তিন প্রক্রিয়াতেই

উত্তরঃ বিকিরণ (Radiation)

বিস্তারিত

6. ভূ-পৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ-

  • ক. ১৭.৭২ পাউণ্ড
  • খ. ২২.১৫ পাউণ্ড
  • গ. ১৪.৭২ পাউণ্ড
  • ঘ. ১২.১৪ পাউণ্ড

উত্তরঃ ১৪.৭২ পাউণ্ড

বিস্তারিত

7. স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায়-

  • ক. ১৩ পাউন্ড
  • খ. ১০ পাউন্ড
  • গ. ১৫ পাউন্ড
  • ঘ. ২৮ পাউন্ড

উত্তরঃ ১৫ পাউন্ড

বিস্তারিত

8. স্বাভাবিক অবস্থায় এক জন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ প্রায়-

  • ক. ১৩ পাউণ্ড
  • খ. ১০ পাউণ্ড
  • গ. ১৪.৫ পাউণ্ড
  • ঘ. কোন চাপ নেই

উত্তরঃ ১৪.৫ পাউণ্ড

বিস্তারিত

9. সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেঃ মিঃ এ-

  • ক. ৫ কিঃ মিঃ
  • খ. ১০ খিঃ মিঃ
  • গ. ২৭ কিঃ গ্রাম
  • ঘ. ১০ নিউটন

উত্তরঃ ১০ নিউটন

বিস্তারিত

10. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?

  • ক. ৭৬ সেঃ মিঃ
  • খ. ৭.৬ সেঃ মিঃ
  • গ. ৭৭ সেঃ মিঃ
  • ঘ. ৭২ সেঃ মিঃ

উত্তরঃ ৭৬ সেঃ মিঃ

বিস্তারিত

11. পানির স্তম্ভের হিসাবে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ-

  • ক. ৫ মিটার
  • খ. ২.৫ মিটার
  • গ. ৯.৮১ মিটার
  • ঘ. ১০.৩০ মিটার

উত্তরঃ ১০.৩০ মিটার

বিস্তারিত

13. বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কি পরিবর্তন হয়?

  • ক. বায়ুচাপ বেড়ে যায়
  • খ. বায়ুচাপ কমে যায়
  • গ. বায়ুচাপ স্থির থাকে
  • ঘ. বায়ুচাপ কখনো বাড়ে কখনো কমে

উত্তরঃ বায়ুচাপ কমে যায়

বিস্তারিত

14. বায়ুর চাপ সাধারণত সবচেয়ে বেশি হয় কখন

  • ক. গরম ও আর্দ্র থাকলে
  • খ. ঠাণ্ডা ও শুষ্ক থাকলে
  • গ. ঠাণ্ডা ও আর্দ্র থাকলে
  • ঘ. গরম ও শুষ্ক থাকলে

উত্তরঃ ঠাণ্ডা ও শুষ্ক থাকলে

বিস্তারিত

15. কোন স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কি হয়?

  • ক. বায়ুপ্রবাহ কমে যায়
  • খ. বায়ু প্রবাহ বেড়ে যায়
  • গ. বায়ুপ্রবাহ থেমে যায়
  • ঘ. বায়ু প্রবাহ অপরিবর্তিত থাকে

উত্তরঃ বায়ু প্রবাহ বেড়ে যায়

বিস্তারিত

16. ব্যরোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে-

  • ক. বৃষ্টি হওয়ার আভাস পাওয়া যায়
  • খ. ভাল আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়
  • গ. ঝড়ের পূর্বাভাস পাওয়া যয়
  • ঘ. ক্ষণস্থায়ী ভাল আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়

উত্তরঃ ঝড়ের পূর্বাভাস পাওয়া যয়

বিস্তারিত

17. ব্যারোমিটার যন্ত্রে কোন তরল পদার্থটি ব্যবহার করা হয়?

  • ক. পারদ
  • খ. পানি
  • গ. এ্যাকোহল
  • ঘ. তেল

উত্তরঃ পারদ

বিস্তারিত

18. ক্রমশঃ ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়?

  • ক. ভাল আবহাওয়া
  • খ. আসন্ন ঝড়ের
  • গ. বৃষ্টির সম্ভবনা
  • ঘ. তাৎপর্যহীন

উত্তরঃ ভাল আবহাওয়া

বিস্তারিত

19. ভূ-পৃষ্ঠের উচ্চচাপ ও নিম্নচাপ মণ্ডলের সাথে কোনটি জড়িত?

  • ক. বায়ুপ্রবাহ
  • খ. তুষারপাত
  • গ. বৃষ্টিপাত
  • ঘ. সবকয়টি

উত্তরঃ বায়ুপ্রবাহ

বিস্তারিত

20. বায়ু প্রবাহিত হয়-

  • ক. উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের দিকে
  • খ. উত্তর থেকে দক্ষিণ দিকে
  • গ. নিম্নচাপের স্থান থেকে উচ্চ চাপের দিকে
  • ঘ. দক্ষিণ থেকে উত্তর দিকে

উত্তরঃ উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের দিকে

বিস্তারিত

21. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয়--

  • ক. অয়ন বায়ু
  • খ. প্রত্যয়ন বায়ু
  • গ. মৌসুমী বায়ু
  • ঘ. নিয়ত বায়ু

উত্তরঃ নিয়ত বায়ু

বিস্তারিত

23. গর্জনশীল চল্লিশার অবস্থার কোনটি?

  • ক. ৪০° দক্ষিণ তেকে ৪৭° দক্ষিণ
  • খ. ৩০° দক্ষিণ থেকে ৩৫° দক্ষিণ
  • গ. ৪০° উত্তর থেকে ৪৭° উত্তর
  • ঘ. ৩০° উত্তর থেকে ৩৫° উত্তর

উত্তরঃ ৪০° দক্ষিণ তেকে ৪৭° দক্ষিণ

বিস্তারিত

24. ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয়, তাকে বলে-

  • ক. অয়ন বায়ু
  • খ. প্রত্যয়ন বায়ু
  • গ. মৌসুমী বায়ু
  • ঘ. স্থানীয় বায়ু

উত্তরঃ মৌসুমী বায়ু

বিস্তারিত

25. মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো-

  • ক. আহ্নিক গতি
  • খ. নিয়ত বায়ুর প্রভাব
  • গ. বায়ুচাপের তারতম্য
  • ঘ. উত্তর আয়ন ও দক্ষিণ আয়ন

উত্তরঃ উত্তর আয়ন ও দক্ষিণ আয়ন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects