পরিবেশ বিজ্ঞান

1. জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি?

  • ক. প্রাকৃতিক পরিবেশ
  • খ. সামাজিক পরিবেশ
  • গ. বায়বীয় পরিবেশ
  • ঘ. সাংস্কৃতিক পরিবেশ

উত্তরঃ প্রাকৃতিক পরিবেশ

বিস্তারিত

2. পানি দূষণের জন্য দায়ী

  • ক. শিল্প কারখানার বর্জ্য পদার্থ
  • খ. শহর ও গ্রামের ময়লা আবর্জনা
  • গ. জমি থেকে ভেসে আসা রাসায়নিক সার ও কীটনাশক
  • ঘ. উপরের সবকয়টিই

উত্তরঃ উপরের সবকয়টিই

বিস্তারিত

3. প্রাকৃতিক পরিবেশ নষ্ট করবার জন্য সবচেয়ে বেশি দায়ী কে?

  • ক. কারখানা, যানবাহন
  • খ. পশুপাখি
  • গ. মানুষ
  • ঘ. কীটপতঙ্গ

উত্তরঃ কারখানা, যানবাহন

বিস্তারিত

4. গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে, তা হল-

  • ক. ইথিলিন
  • খ. পিরিডিন
  • গ. কার্বন মনোক্সাইড
  • ঘ. মিথেন

উত্তরঃ কার্বন মনোক্সাইড

বিস্তারিত

5. যানবাহনের কালো ধোয়া কিভাবে পরিবেশকে দূষিত করে?

  • ক. বাতাসে কার্বন-ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
  • খ. বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
  • গ. বাতাসে সালফার-ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
  • ঘ. বাতাসে ফ্লোরাইডের পরিমান বৃদ্ধি করে

উত্তরঃ বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে

বিস্তারিত

7. কোন জ্বালানী পোড়ালে সালফার ডাই-অক্সাইড গ্যাস বাতাসে আসে?

  • ক. অকটেন
  • খ. পেট্রোল
  • গ. ডিজেল
  • ঘ. সিএনজি

উত্তরঃ ডিজেল

বিস্তারিত

8. পরিবেশের কোন দূষণের ফলে প্রধানতঃ উচ্চ রক্তচাপ হতে পারে?

  • ক. পানি দূষণ
  • খ. মাটি দূষণ
  • গ. বায়ু দূষণ
  • ঘ. শব্দ দূষণ

উত্তরঃ শব্দ দূষণ

বিস্তারিত

9. যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে-

  • ক. ৭৫ ডিবি
  • খ. ৯০ ডিবি
  • গ. ১০৫ ডিবি
  • ঘ. ১২০ ডিবি

উত্তরঃ ১০৫ ডিবি

বিস্তারিত

10. লা নিনা কোন ভাষার শব্দ এবং এর দ্বারা কি বুঝায়?

  • ক. গ্রীকঃ ক্ষরা ও ঘূর্ণিঝড়
  • খ. ল্যাটিনঃ শৈত্যপ্রবাহ
  • গ. স্পেনীয়ঃ দূরন্ত বালিকা প্রকৃত অর্থে প্রবল বৃষ্টিপাত ও বন্যা
  • ঘ. মালয়েশীয়ঃ বিপদ সংকেত

উত্তরঃ স্পেনীয়ঃ দূরন্ত বালিকা প্রকৃত অর্থে প্রবল বৃষ্টিপাত ও বন্যা

বিস্তারিত

11. আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ-

  • ক. গাছপালা পরিবেশের ভারসাম্য নষ্ট করে
  • খ. গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীবব জগতকে বাঁচায়
  • গ. দেশের অর্থনৈতিক উন্নয়নে কোন অবদান নেই
  • ঘ. ঝড় ও বন্যার আশঙ্কা বাড়িয়ে দেয়

উত্তরঃ গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীবব জগতকে বাঁচায়

বিস্তারিত

12. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির-

  • ক. ১৬ শতাংশ
  • খ. ২০ শতাংশ
  • গ. ২৫ শতাংশ
  • ঘ. ৩০ শতাংশ

উত্তরঃ ২৫ শতাংশ

বিস্তারিত

13. সুন্দরবন বাংলাদেশের কতটি জেলায় রয়েছে?

  • ক. ৩টি
  • খ. ৪টি
  • গ. ৫টি
  • ঘ. ৬টি

উত্তরঃ ৫টি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects