গোপনাংগের যত্ন কিভাবে নিব?
Answers
-
Anonymous - 3 years ago
নিয়মিত পরিষ্কার করবেন। ওয়াক্সিংয়ের পূর্বে ও পরে ডেটল বা স্যাভলন ব্যবহার করবেন।
-
Anonymous - 3 years ago
পিরিয়ডের পর বেশি যত্ন নিতে হয়। কারণ তখন জীবানু থাকতে পারে। গরম পানি ও নিম পাতা ব্যবহার করতে পারেন।
-
Anonymous - 3 years ago
প্রতিদিন ৩-৪বার পানি দিয়ে পরিষ্কার করা প্রয়োজন, প্রসাবের পর ভাল করে ধুয়ে নিতে হয় এবং প্রসাব বা পায়খানার পর ভালো করে টিসু দিয়ে মুছে নিবেন। পর্যাপ্ত পরিমান পানি পান করা জরুরি। আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।
-
Anonymous - 3 years ago
যোনিতে বা গোপনাঙ্গে জীবাণুর সংক্রমণ হয় মুলত নিজের কারণেই। যেসব সাবধানতা মেনে চলতে হবে তা হল – • গোপনাঙ্গে কখনও সাবান ব্যবহার করবেন না। • পিড়িয়ড চলাকালীন সময় প্যাড পরিবর্তন করবেন। একটা প্যাড বেশি টাইম ধরে ব্যবহার করবেন না। • ১৫/২০ দিন পর পর গোপনাঙ্গের লোম পরিষ্কার করবেন।