ঠোঁটের কালো দাগ কিভাবে দূর করা যায়?
Answers
-
Anonymous - 3 years ago
প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনি যখন দাঁত ব্রাশ করেন, তখন টুথপেস্টের কিছুটা আপনার ঠোঁটের উপর লাগিয়ে প্রলেপ দিন। কিছুক্ষণ পর ব্রাশ করা শেষ হলে হাতের ব্রাশটি দিয়ে ঠোঁট ব্রাশ করুন। এজন্য ব্রাশটিকে অবশ্যই নরম হতে হবে এবং অনেক হালকাভাবে ব্রাশ করতে হবে। এর ফলে ঠোঁটের এবং ঠোঁটের চারপাশের মৃত কোষগুলো উঠে আসবে, সতেজ হবে ঠোঁট এবং এর চারপাশ।
-
Anonymous - 3 years ago
গোলাপের পাপড়ি ও মধু দিয়ে পেস্ট তৈরি করে ঠোঁটে লাগলে দাগ উঠে যায় অনেকটা।
-
Anonymous - 3 years ago
শসার রস লাগিয়ে কিছুক্ষণ পরে ধুয়ে নিন।
-
Anonymous - 3 years ago
কাচা দুধ ব্যবহার করতে পারেন।