মেসতা দূর করার জন্য কি করা যায়?
Answers
-
Anonymous - 3 years ago
১ টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার ও ১ চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। মেছতার উপর লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
-
Anonymous - 3 years ago
অ্যালোভেরা জেল ও আলুর পেস্ট নিয়মিত মুখে লাগাতে পারেন।
-
Anonymous - 3 years ago
কমলালেবুর খোসা গুঁড়ো করে তার সঙ্গে দুধ মিশিয়ে নিয়মিত ব্যবহার করতে পারেন।
-
Anonymous - 3 years ago
লেবুর রসের সাথে পরিমাণ মতো চিনি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি দাগের স্থানে লাগিয়ে নিন। ৫-১০ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে কয়েকবার ব্যবহার করতে পারবেন।
-
Anonymous - 3 years ago
লেবুর রস লাগাতে পারেন। তবে যাদের ত্বক সেনসিটিভ তারা সরাসরি মুখে লেবুর রস লাগবেন না। লেবুর সাথে মধু ও গোলাপ জল ব্যবহার করতে পারেন।
-
Anonymous - 3 years ago
গোলাপজল, সবুজ চা, শসার রস, লেবুর রস এবং পানি ও মুলতানি মাটির মিশ্রণটি তৈরি করে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ থেকে ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।