কেউ যদি বয়স্ককালে মুসলিম ধর্ম গ্রহণ করে তবে কি তার খাৎনা দিতে হবে?

Back to Ask Report

avatar

Anonymous 2 years ago

কেউ যদি বয়স্ককালে মুসলিম ধর্ম গ্রহণ করে তবে কি তার খাৎনা দিতে হবে?

ইসলমা
  • avatar
    Anonymous - 2 years ago
    আল্লাহর রাসূল (সাঃ) বলেন, ফিতরাত (তথা নবীগণের সুন্নত) পাঁচটি : খতনা করা, নাভীর নিচের পশম পরিষ্কার করা, বগলের পশম উঠানো, মোঁচ ছোট করা এবং নখ কাটা। - সহীহ বুখারী, হাদীস : ৬২৯৭। শারীরিকভাবে শক্ত-সামর্থ্যবান হওয়ার পরই সুবিধাজনক সময় ছেলের খতনা করিয়ে দেওয়া অভিভাবকের দায়িত্ব। আর কোনো কারণে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি খতনা না করা হয় অথবা বয়স্ক হওয়ার পর কেউ ইসলাম গ্রহণ করে তাহলেও তার খতনা করা জরুরি। অতএব নবমুসলিমকেও খতনা করে নিতে হবে। ইবনে শিহাব যুহরী (রাহঃ) বলেন, কোনো ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করবে তখন সে বড় হলেও তাকে খতনা করার আদেশ করা হত। - আলআদাবুল মুফরাদ, হাদীস : ১২৫২।

Authentication required

You must log in to post an answer.

Log in

Similar Questions