কেউ যদি মিথ্যা অপবাদ দেয় তাহলে কি করা উচিত

Anonymous 2 years ago
আমি কোন কাজ করেছে বা আমার দ্বারা হয়ে গেছে আর আমাকে অন্য কেউ বলল যে কাজটি আমি এই উদ্দেশ্যে করেছি বা অই উদ্দেশ্যে করেছি। কিন্তু যেটা বলছে তেমন কোন কারণে আমি কাজটা করিনি। আমি বললে বিশ্বাস করে না। আমাকে অনেক কথা শুনাই।
আমি এই ব্যবহারে অনেক কষ্ট পায়। মানসিক ভাবে ভেঙে পড়ি।
এই অবস্থায় আমার কি করা উচিত।
Answers
There are no comments yet.