বারকোড কি?
Answers
-
Anonymous - 3 years ago
বারকোড হল মেশিনে তৈরী এক প্রকারের সাংকেতিক চিহ্ন। একটি ছোট্ট কম্পিউটারের সাথে কানেক্ট করা থাকে যার মধ্য দিয়ে লাল আলো বের হয়। কালো কালো দাগগুলোর উপরে ধরলেই কম্পিউটারে জিনিসটির নাম এবং মূল্য চলে আসে। এটি মূলত বড় কোন হিসাব করতে ভূল না হয় সেজন্যে ব্যবহার করা হয় ।