বাড়ি তে সবজি চাষ করতে চাই?

Back to Ask Report

avatar

Anonymous 2 years ago

আমার খুব শখ হয় বাড়িতে সবজি চাষ করার।কিন্তু আমি সঠিক নিয়ম জানি না।এর আগে কিয়েকবার বিজ লাগাইছি কিন্তু গাছ হয়নি। আমি কিভাবে সবজি চাষ করব?

বিজ্ঞান
  • avatar
    Anonymous - 2 years ago
    প্রাথমিক পর্যায়ে আপনি প্লাষ্টিকের বোতলে বীজ লাগিয়ে সবজি চাষ করতে পারেন।

  • avatar
    Anonymous - 2 years ago
    সবজি চাষ করার জন্য আগে আপনাকে যানতে হবে কোন কোন বীজ কখন লাগাতে হবে। কীভাবে পরিচর্যা করতে হয় গাছের। ২/১ বিষয় জানলে আপনি বাড়ীতে সবজি লাগাতে পারবেন। তাছাড়া এখন বারোমাসি সব বীজ পাওয়া যায়। বাজার থেকে কিনে এনে সরাসড়ি বীজগুলো লাগিয়ে দিয়ে পারবেন। কীভাবে লাগাবেন তা বীজের প্যাকেটের গায়ে লেখা থাকে।

  • avatar
    Anonymous - 2 years ago
    বাড়ির আশপাশে রৌদ্রযুক্ত স্থানে ৪-৫টি বেড তৈরি করে, বাগানের ও বাড়ির চারপাশের বেড়ায়, মাচায়, আংশিক ছায়াযুক্ত স্থান, ভেজা বা স্যাঁতস্যাতে স্থানে, ঘরের পেছনের পরিত্যাক্ত স্থানে, অফলা বা বনজ বৃক্ষে এবং ঘরের চালে নির্দিষ্ট ফসল বিন্যাস অনুসরণ করে বছরে ১২ থেকে ২৪ ধরনের সবজি ক্রমান্বয়ে উৎপাদন করা যায়। যেমন - লালশাক, ডাঁটা শাক, পুঁই শাক, গীমা কলমি, পালং শাক, টমেটো, বেগুন, মূলা, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, শিম, বরবটি, লাউ, করলা, চালকুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, ঢেঁড়শ, আলু ইত্যাদি শাক সবজি চাষ করতে পারবেন।

Authentication required

You must log in to post an answer.

Log in

Similar Questions