উদ্ভিদ জগৎ

1. মাশরুম এক ধরনের ---

  • ক. অপুষ্পক উদ্ভিদ
  • খ. ফাঙ্গাস
  • গ. পরজীবী উদ্ভিদ
  • ঘ. অর্কিড

উত্তরঃ ফাঙ্গাস

বিস্তারিত

2. ইরাটম কি?

  • ক. উন্নত জাতের ধান
  • খ. উন্নত জাতের ইক্ষু
  • গ. উন্নত জাতের পাট
  • ঘ. উন্নত জাতের চা

উত্তরঃ উন্নত জাতের ধান

বিস্তারিত

3. Flora বলা হয় কোনটিকে?

  • ক. উদ্ভিদকুলকে
  • খ. প্রাণীকুলকে
  • গ. পক্ষীকুলকে
  • ঘ. মৎস্যকুলকে

উত্তরঃ উদ্ভিদকুলকে

বিস্তারিত

4. কোন উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা নেই কিন্তু ক্লোরোফিল আছে

  • ক. ব্রায়োফাইটা
  • খ. টেরিডোফাইটা
  • গ. শৈবাল
  • ঘ. ছত্রাক

উত্তরঃ শৈবাল

বিস্তারিত

5. শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?

  • ক. স্বভোজী
  • খ. পরভোজী
  • গ. পরাশ্রয়ী
  • ঘ. মৃতজীবী

উত্তরঃ স্বভোজী

বিস্তারিত

6. মহাকাশ গবেষণা খাদ্য ও অক্সিজেন উৎপাদনের উৎস হিসাবে ব্যবহৃত হয়-

  • ক. ক্লোরোলা উদ্ভিদ
  • খ. ফাংগাস
  • গ. শৈবাল
  • ঘ. সবগুলোই

উত্তরঃ ক্লোরোলা উদ্ভিদ

বিস্তারিত

7. ঈস্ট কি?

  • ক. একটি ভাইরাস
  • খ. একটি ছত্রাক
  • গ. একটি ব্যাকটেরিয়া
  • ঘ. একটি প্রটোজোয়া

উত্তরঃ একটি ছত্রাক

বিস্তারিত

8. ব্যাঙের ছাতা এক ধরনের-----

  • ক. উদ্ভিদ
  • খ. ছত্রাক জাতীয় উদ্ভিদ
  • গ. শৈবাল জাতীয় উদ্ভিদ
  • ঘ. প্রাণী

উত্তরঃ ছত্রাক জাতীয় উদ্ভিদ

বিস্তারিত

9. কোনটি অটোফাইট নয়?

  • ক. জাম
  • খ. কাঁঠাল
  • গ. ব্যাঙের ছাতা বা ছত্রাক
  • ঘ. লিচু

উত্তরঃ ব্যাঙের ছাতা বা ছত্রাক

বিস্তারিত

10. ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হল-

  • ক. ব্যাঙের ছাতা
  • খ. ইউগ্লিনা
  • গ. ক্রাইসিমিবা
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ব্যাঙের ছাতা

বিস্তারিত

11. প্লাস্টিডবিহীন উদ্ভিদ কোনটি?

  • ক. Riccia
  • খ. Agaricus
  • গ. Cycas
  • ঘ. Spirogyra

উত্তরঃ Agaricus

বিস্তারিত

12. কোনটি অপুষ্পক উদ্ভিদ?

  • ক. ব্যাঙের ছাতা
  • খ. সুপারি
  • গ. মরিচ
  • ঘ. গম

উত্তরঃ ব্যাঙের ছাতা

বিস্তারিত

13. পাউরুটি ফোলানোর জন্য কোন ছত্রাক জাতীয় উদ্ভিদ ব্যবহৃত হয়?

  • ক. মস
  • খ. ঈস্ট
  • গ. ব্যক্টেরিওফাজ
  • ঘ. এগারিকাস

উত্তরঃ ঈস্ট

বিস্তারিত

14. ধানের বাদামী রোগ হয়-

  • ক. ছত্রাক দ্বারা
  • খ. ভাইরাস দ্বারা
  • গ. ব্যাকটেরিয়া দ্বারা
  • ঘ. ব্যাকটেরিওফাজ দ্বারা

উত্তরঃ ছত্রাক দ্বারা

বিস্তারিত

15. কোনটি অপুষ্পক উদ্ভিদ?

  • ক. মস্
  • খ. পাতাবাহার
  • গ. ঘাস
  • ঘ. ঝাউগাছ

উত্তরঃ মস্

বিস্তারিত

16. মূল নেই কোনটির-

  • ক. মস
  • খ. ফার্ণ
  • গ. একবীজি
  • ঘ. দ্বিবীজি

উত্তরঃ মস

বিস্তারিত

17. ফার্ন উদ্ভিদের জন্য কোনটি প্রযোজ্য?

  • ক. মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত সপুষ্পক উদ্ভিদ
  • খ. মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত অপুষ্পক উদ্ভিদ
  • গ. কাণ্ড ও পাতাবিশিষ্ট অপুষ্পক উদ্ভিদ
  • ঘ. কাণ্ড ও পাতাবিশিস্ট সপুষ্পক উদ্ভিদ

উত্তরঃ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত অপুষ্পক উদ্ভিদ

বিস্তারিত

18. নিচের কোনটি একবীজপত্রী

  • ক. ছোলা
  • খ. ভুট্টা
  • গ. মটর
  • ঘ. সীম

উত্তরঃ ভুট্টা

বিস্তারিত

19. নিচের কোনটি একবীজপত্রী

  • ক. জামরুল
  • খ. গোলাপজাম
  • গ. সেগুন
  • ঘ. খেজুর

উত্তরঃ খেজুর

বিস্তারিত

20. কোনটি একবীজপত্রী উদ্ভিদ?

  • ক. ইক্ষু
  • খ. আম
  • গ. ছোলা
  • ঘ. কাঁঠাল

উত্তরঃ ইক্ষু

বিস্তারিত

21. কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়?

  • ক. গম
  • খ. ভুট্টা
  • গ. নারিকেল
  • ঘ. কাঁঠাল

উত্তরঃ কাঁঠাল

বিস্তারিত

22. পাঁচটি গর্ভপত্র রয়েছে কোন ফুলের স্ত্রীস্তবকে?

  • ক. বেলী
  • খ. জবা
  • গ. ধুতুরা
  • ঘ. ডালিয়া

উত্তরঃ জবা

বিস্তারিত

23. পুষ্পপত্র বিন্যাস কয় প্রকার?

  • ক. তিন প্রকার
  • খ. চার প্রকার
  • গ. পাঁচ প্রকার
  • ঘ. ছয় প্রকার

উত্তরঃ তিন প্রকার

বিস্তারিত

24. অন্ধকারে অংকুরিত হয় কোন ফুল?

  • ক. বেলী
  • খ. গাঁদা
  • গ. জুঁই
  • ঘ. জবা

উত্তরঃ গাঁদা

বিস্তারিত

25. সাধারণত ফলের অংশ কয়টি?

  • ক. ২টি
  • খ. ৩টি
  • গ. ৪টি
  • ঘ. ২ হতে ৩টি

উত্তরঃ ৩টি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects