পদার্থ বিজ্ঞানের বিকাশ ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি

1. আর্কিমিডিসের জন্মস্থান-

  • ক. সিসিলি
  • খ. বার্সিলোনা
  • গ. ইস্তাম্বুল
  • ঘ. টরেন্টো

উত্তরঃ সিসিলি

বিস্তারিত

2. আর্কিমিডিস কোন দেশের অধিবাসী ছিলেন?

  • ক. রাশিয়া
  • খ. কানাডা
  • গ. গ্রীস
  • ঘ. ইতালি

উত্তরঃ গ্রীস

বিস্তারিত

3. আলেকজান্ডার গ্রাহম বেল কি আবিষ্কার করেন?

  • ক. টেলিফোন
  • খ. তড়িৎ
  • গ. টেলিভিশন
  • ঘ. টেলিগ্রাফিক সংকেত

উত্তরঃ টেলিফোন

বিস্তারিত

4. টেলিফোন আবিষ্কার করেন-

  • ক. বেল
  • খ. মার্কনী
  • গ. গ্যালিলিও
  • ঘ. ইবনে সিনা

উত্তরঃ বেল

বিস্তারিত

5. টেলিফোন আবিষ্কারের সন-

  • ক. ১৯০২
  • খ. ১৮৭৬
  • গ. ১৯১৬
  • ঘ. ১৮৫১

উত্তরঃ ১৮৭৬

বিস্তারিত

6. উড়োজাহাজ প্রথম উড়ান কে?

  • ক. মার্কনি
  • খ. রোনাল্ড রস
  • গ. কুরি দম্পতি
  • ঘ. রাইট ভ্রাতৃদ্বয়

উত্তরঃ রাইট ভ্রাতৃদ্বয়

বিস্তারিত

7. ফনোগ্রাম কে আবিষ্কার করেন?

  • ক. রন্টজেন
  • খ. ফারাডে
  • গ. মার্কনি
  • ঘ. এডিসন

উত্তরঃ এডিসন

বিস্তারিত

8. ফনোগ্রাম যন্ত্র কোন সালে কে আবিষ্কার করেন?

  • ক. ১৮৩৬ সালে জন ড্রানিয়েল
  • খ. ১৮৭৮ সালে টমাস আলভা এডিসন
  • গ. ১৮৯২ সারে এডওয়ার্ড ওয়েস্টন
  • ঘ. উপরের কোনটাই ঠিক নয়

উত্তরঃ ১৮৭৮ সালে টমাস আলভা এডিসন

বিস্তারিত

9. টেলিভিশন আবিষ্কার করেন-

  • ক. এডিসন
  • খ. ফ্যারাডে
  • গ. এফ বি মোর্স
  • ঘ. জন এল বেয়ার্ড

উত্তরঃ জন এল বেয়ার্ড

বিস্তারিত

10. প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন-

  • ক. চার্লস ব্যবেজ
  • খ. লাইবনিৎস
  • গ. জর্জ বুল
  • ঘ. ডরফেল্ট

উত্তরঃ চার্লস ব্যবেজ

বিস্তারিত

11. Polygraph বা মিথ্যা ধরার যন্ত্র আবিষ্কার করেন কে-

  • ক. জন এ লারসন
  • খ. ডেনিস গ্যাবার
  • গ. লেসার্ড
  • ঘ. লীডি ফরসেট

উত্তরঃ জন এ লারসন

বিস্তারিত

12. স্টিফেন হকিন্স বিশ্বের একজন খুবই বিখ্যাত

  • ক. দার্শনিক
  • খ. পদার্থবিদ
  • গ. রসায়নবিদ
  • ঘ. কবি

উত্তরঃ পদার্থবিদ

বিস্তারিত

13. বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি?

  • ক. ভোল্টমিটার
  • খ. অ্যাভোমিটার
  • গ. ব্যারোমিটার
  • ঘ. হাইগ্রোমিটার

উত্তরঃ হাইগ্রোমিটার

বিস্তারিত

14. হাইগ্রোমিটার যন্ত্রটি কি মাপার জন্য ব্যবহার করা হয়?

  • ক. আর্দ্রতা
  • খ. ঘনত্ব
  • গ. চাপ
  • ঘ. উচ্চতা

উত্তরঃ আর্দ্রতা

বিস্তারিত

15. Hydrometer সাধারণতঃ ব্যবহার করা হয়-

  • ক. তরল পদার্থের Specific gravity নির্ণয়ের জন্য
  • খ. তরল পদার্থের flow নির্ণয়ের জন্য
  • গ. তরল পদার্থের velocity নির্ণয়ের জন্যর
  • ঘ. গ্যাসের velocity নির্ণয়ের জন্য

উত্তরঃ তরল পদার্থের Specific gravity নির্ণয়ের জন্য

বিস্তারিত

16. হাইড্রোমিটার কি?

  • ক. দুধের ঘনত্ব পরিমপের যন্ত্র
  • খ. পেট্রোলিয়ামের ভর পরিমাপের যন্ত্র
  • গ. তরল পদার্থের ঘনত্ব পরিমাপের যন্ত্র
  • ঘ. পদার্থের তলটান পরিমাপের যন্ত্র

উত্তরঃ তরল পদার্থের ঘনত্ব পরিমাপের যন্ত্র

বিস্তারিত

17. কি মাপার জন্য হাইড্রোমিটার (hydrometer) যন্ত্রটি ব্যবহার করা হয়?

  • ক. চাপ
  • খ. ঘনত্ব
  • গ. তাপমাত্রা
  • ঘ. আর্দ্রতা

উত্তরঃ ঘনত্ব

বিস্তারিত

18. দুধের বিশুদ্ধতা? ঘনত্ব পরিমাপের যন্ত্র-

  • ক. ল্যাক্টোমিটার
  • খ. ব্যারোমিটার
  • গ. হাইড্রোমিটার
  • ঘ. এ্যানিমোমিটার

উত্তরঃ ল্যাক্টোমিটার

বিস্তারিত

19. শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-

  • ক. অডিওমিটার
  • খ. অ্যামিটার
  • গ. অডিওফোন
  • ঘ. অলটিমিটার

উত্তরঃ অডিওমিটার

বিস্তারিত

20. বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম-

  • ক. বেরোগ্রাফ
  • খ. ব্যারোমিটার
  • গ. এনোমোমিটার
  • ঘ. ম্যানোমিটার

উত্তরঃ এনোমোমিটার

বিস্তারিত

21. বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম-

  • ক. হাইড্রোমিটার
  • খ. ব্যারোমিটার
  • গ. ল্যাক্টোমিটার
  • ঘ. বোল্টামিটার

উত্তরঃ ব্যারোমিটার

বিস্তারিত

22. সমুদ্রের গভীরতার সাথে ফ্যাদোমিটারের যে রূপ সম্পর্ক বায়ুমণ্ডলের চাপের সাথে সেরূপ সম্পর্ক কিসের?

  • ক. অলটিমিটার
  • খ. ব্যারোমিটার
  • গ. ল্যাকটোমিটার
  • ঘ. হাইড্রোমিটার

উত্তরঃ ব্যারোমিটার

বিস্তারিত

23. গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র-

  • ক. ব্যারোমিটার
  • খ. ম্যানোমিটার
  • গ. হাইগ্রোমিটার
  • ঘ. পাইরোমিটার

উত্তরঃ ম্যানোমিটার

বিস্তারিত

24. ম্যানোমিটার ব্যবহার করা হয়-

  • ক. বেগ পরিমাপ করার জন্য
  • খ. চাপ পরিমাপ করার জন্য
  • গ. তাপমাত্রা পরিমাপ করার জন্য
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ চাপ পরিমাপ করার জন্য

বিস্তারিত

25. Manometer is used to measure

  • ক. Tempereture difference between two points
  • খ. Pressure difference between two points
  • গ. Humidity difference between two points
  • ঘ. Height difference between two points

উত্তরঃ Pressure difference between two points

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects