বাংলাদেশ পরিচিতি

26. বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে?

  • ক. চট্টগ্রাম
  • খ. কক্সবাজার
  • গ. রাঙ্গামাটি
  • ঘ. পটুয়াখালী

উত্তরঃ রাঙ্গামাটি

বিস্তারিত

27. কর্কটক্রান্তি রেখা -

  • ক. বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়ে গিয়েছে
  • খ. বাংলাদেশের দক্ষিণ সীমান্ত দিয়ে গিয়েছে
  • গ. বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে
  • ঘ. বাংলাদেশ হতে অনেক দূরে অবস্থিত

উত্তরঃ বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে

বিস্তারিত

28. বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানায় নদীর নাম?

  • ক. সাংগু নদী
  • খ. শংখ নদী
  • গ. নাফ নদী
  • ঘ. মেঘনা নদী

উত্তরঃ নাফ নদী

বিস্তারিত

29. তামাবিল কোথায় অবস্থিত?

  • ক. সিলেট
  • খ. কুমিল্লা
  • গ. ঢাকা
  • ঘ. খুলনা

উত্তরঃ সিলেট

বিস্তারিত

30. সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি--

  • ক. ১ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা
  • খ. ৫০ হাজার বর্গ কিলোমিটার জলসীমা
  • গ. ১২ হাজার বর্গ কিলোমিটার জলসীমা
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ১ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা

বিস্তারিত

31. কোন বাংলাদেশী দুইবার এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন?

  • ক. মুসা ইব্রাহীম
  • খ. নিশাত মিজুমদার
  • গ. এম.এ. মুহিত
  • ঘ. ওয়াসফিয়া নাজরীন

উত্তরঃ এম.এ. মুহিত

বিস্তারিত

32. এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী 'মুসা ইব্রাহীম' কোন জেলার অধিবাসী?

  • ক. রংপুর
  • খ. নীলফামারী
  • গ. কুড়িগ্রাম
  • ঘ. লালমনিরহাট

উত্তরঃ লালমনিরহাট

বিস্তারিত

33. ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে--

  • ক. ৬টি অঞ্চলে
  • খ. ৫টি অঞ্চলে
  • গ. ৪টি অঞ্চলে
  • ঘ. ৩টি অঞ্চলে

উত্তরঃ ৩টি অঞ্চলে

বিস্তারিত

34. সমুদ্র সমতল হতে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার?

  • ক. ২১.৫০ মিটার
  • খ. ৩০ মিটার
  • গ. ৩৫ মিটার
  • ঘ. ৩৭.৫০ মিটার

উত্তরঃ ৩৭.৫০ মিটার

বিস্তারিত

35. পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণির উৎপত্তি হয়েছে--

  • ক. মধ্য প্রাচীন প্রস্তর যুগে
  • খ. প্রাচীন প্রস্তর যুগে
  • গ. টারশিয়ারি যুগে
  • ঘ. প্লাইস্টোসিন যুগে

উত্তরঃ টারশিয়ারি যুগে

বিস্তারিত

36. বাংলাদেশের কোন অঞ্চলে ব্যাপক বালিয়াড়ির উপস্থিতি দেখা যায়?

  • ক. নোয়াখালী
  • খ. কক্সবাজার
  • গ. কিশোরগঞ্জ
  • ঘ. ঢাকা

উত্তরঃ কক্সবাজার

বিস্তারিত

37. সিলেটের পাহাড়গুলো কোন আমলে সৃষ্ট?

  • ক. কোয়াটারনারী
  • খ. টারশিয়ারি
  • গ. হলোসিন
  • ঘ. প্লাইস্টোসিন

উত্তরঃ টারশিয়ারি

বিস্তারিত

38. নিচের কোন অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়?

  • ক. সমুদ্র উপকূলবর্তী এলাকায়
  • খ. পাহাড়ের পাদদেশে
  • গ. হ্রদের তীরবর্তী এলাকায়
  • ঘ. নদীর তীরবর্তী এলাকায়

উত্তরঃ সমুদ্র উপকূলবর্তী এলাকায়

বিস্তারিত

39. বাংলাদেশের কোন ভূমিরূপটি সবচেয়ে প্রাচীন?

  • ক. দ্বীপসমূহ
  • খ. উপকূলীয় সমভূমি
  • গ. বরেন্দ্র ভূমি
  • ঘ. পাহাড়ি ভূমি

উত্তরঃ পাহাড়ি ভূমি

বিস্তারিত

40. বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা কোনটি?

  • ক. পঞ্চগড়
  • খ. থানচি
  • গ. রূমা
  • ঘ. টেকনাফ

উত্তরঃ থানচি

বিস্তারিত

41. কোন জেলাকে বাংলার শস্যভাণ্ডার বলা হয়?

  • ক. বৃহত্তর কুষ্টিয়া জেলা
  • খ. বৃহত্তর বরিশাল জেলা
  • গ. বৃহত্তর দিনাজপুর জেলা
  • ঘ. বৃহত্তর রংপুর জেলা

উত্তরঃ বৃহত্তর বরিশাল জেলা

বিস্তারিত

42. 'ট্রপিক অব ক্যানসার' কি?

  • ক. ২৩.৫° দক্ষিণ অক্ষাংশ
  • খ. ৬৬.৫° উত্তর অক্ষাংশ
  • গ. ২৩.৫° উত্তর অক্ষাংশ
  • ঘ. একটি রোগ

উত্তরঃ ২৩.৫° উত্তর অক্ষাংশ

বিস্তারিত

44. কর্কটক্রান্তি রেখা নিম্নের কোন জেলার ওপর দিয়ে গেছে?

  • ক. খুলনা
  • খ. চট্টগ্রাম
  • গ. সিলেট
  • ঘ. ঢাকা

উত্তরঃ চট্টগ্রাম

বিস্তারিত

45. বাংলাদেশ কোন ভৌগলিক অঞ্চলের অন্তর্গত?

  • ক. ইথিওপিয়ান
  • খ. ওরিয়েন্টাল
  • গ. নিওট্রপিক্যাল
  • ঘ. অস্ট্রেলিয়ান

উত্তরঃ ওরিয়েন্টাল

বিস্তারিত

46. বাংলাদেশের মোট আয়তন--

  • ক. ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.
  • খ. ১,৪৮,৫৯৮ বর্গ কি.মি.
  • গ. ১,৪৩,৯৯৮ বর্গ কি.মি.
  • ঘ. ১,৫৩,৯৯৮ বর্গ কি.মি.

উত্তরঃ ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.

বিস্তারিত

47. বাংলাদেশ সর্বমোট কতকিলোমিটার পর্যন্ত বিস্তৃত?

  • ক. পাঁচ হাজার কিলোমিটার
  • খ. পাঁচ হাজার একশত আটত্রিশ কিলোমিটার
  • গ. সাত হাজার কিলোমিটার
  • ঘ. সাত হাজার একশত আটত্রিশ কিলোমিটার

উত্তরঃ পাঁচ হাজার একশত আটত্রিশ কিলোমিটার

বিস্তারিত

48. কবে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে?

  • ক. ১ জুলাই ২০১৪
  • খ. ১ জুন ২০১৫
  • গ. ১ জুলাই ২০১৫
  • ঘ. ২৫ জুন ২০১৫

উত্তরঃ ১ জুলাই ২০১৫

বিস্তারিত

49. বাংলাদেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয়--

  • ক. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
  • খ. বগুড়া কৃষি বিশ্ববিদ্যালয়
  • গ. শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
  • ঘ. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

উত্তরঃ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

50. বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল?

  • ক. ৫৮৫০১ বর্গমাইল
  • খ. ৫৭৪০১ বর্গমাইল
  • গ. ৫৬৯৭৭ বর্গমাইল
  • ঘ. ৫৪৪০১ বর্গমাইল

উত্তরঃ ৫৬৯৭৭ বর্গমাইল

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects