বাংলাদেশের গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা ও সশস্ত্র ব

1. বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা মিশনে কাজ করছে?

  • ক. ১৯৮২
  • খ. ১৯৮৮
  • গ. ১৯৭৫
  • ঘ. ১৯৭৯

উত্তরঃ ১৯৮৮

বিস্তারিত

2. বাংলাদেশের দেশরক্ষা বাহিনীর সংগঠন বিভক্ত -

  • ক. দু ভাগে
  • খ. পাঁচ ভাগে
  • গ. চার ভাগে
  • ঘ. তিন ভাগে

উত্তরঃ তিন ভাগে

বিস্তারিত

3. নিচের কোনটি বাংলাদেশের একটি প্রতিরক্ষা বাহিনী? (Which one is a Defence Service in Bangladesh ?)

  • ক. সেনাবাহিনী (Army)
  • খ. পুলিশ (Police)
  • গ. বিডিআর (BDR)
  • ঘ. ফায়ার ব্রিগেড (Fire Brigade)

উত্তরঃ সেনাবাহিনী (Army)

বিস্তারিত

4. নিচের কোনটি বাংলাদেশের একটি প্রতিরক্ষা বাহিনী নয়? (Which one is not a Defence Service in Bangladesh ?)

  • ক. সেনাবাহিনী (Army)
  • খ. নৌবাহিনী (Navy)
  • গ. বিডিআর (BDR)
  • ঘ. None of these

উত্তরঃ বিডিআর (BDR)

বিস্তারিত

5. বাংলাদেশের নৌবাহিনীর সদরদপ্তর কোথায় ?

  • ক. ঢাকা
  • খ. চট্টগ্রাম
  • গ. যশোর
  • ঘ. খুলনা

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

6. বাংলাদেশে সেনাবাহিনীর সর্বোচ্চ পদ -

  • ক. জেনারেল
  • খ. লেফটেন্যান্ট জেনারেল
  • গ. ফিল্ড মার্শাল
  • ঘ. ভাইস-এডমিরাল

উত্তরঃ জেনারেল

বিস্তারিত

7. সেনাবাহিনীতে নিচের চারটি পদের কোনটি সর্বোচ্চ ?

  • ক. বিগ্রেডিয়ার জেনারেল
  • খ. লেফটেনেন্ট জেনারেল
  • গ. মেজর জেনারেল
  • ঘ. লেফটেনেন্ট কর্ণেল

উত্তরঃ লেফটেনেন্ট জেনারেল

বিস্তারিত

8. বাংলাদেশ সশস্ত্রবাহিনীর কোন পর্যায়ের উপাধি 'অ্যাডমিরাল' ?

  • ক. সেনাবাহিনী
  • খ. পুলিশ বাহিনী
  • গ. বিমানবাহিনী
  • ঘ. নৌবাহিনী

উত্তরঃ নৌবাহিনী

বিস্তারিত

9. জাহানাবাদ সেনানিবাস কোন জেলায় ?

  • ক. রাজশাহী
  • খ. চট্টগ্রাম
  • গ. সিলেট
  • ঘ. খুলনা

উত্তরঃ খুলনা

বিস্তারিত

10. বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি ?

  • ক. বিএনএস পদ্মা
  • খ. বিএনএস হাজী মহসীন
  • গ. বিএনএস বাশার
  • ঘ. বিএনএস ঈশা খাঁ

উত্তরঃ বিএনএস পদ্মা

বিস্তারিত

11. বাংলাদেশের প্রথম নৌবহরের নাম -

  • ক. ঈশা খাঁ
  • খ. মোয়াজ্জেম
  • গ. বঙ্গবন্ধু
  • ঘ. তিতুমীর

উত্তরঃ বঙ্গবন্ধু

বিস্তারিত

12. বাংলাদেশ নেভাল একাডেমী কোথায় অবস্থিত?

  • ক. পতেঙ্গা
  • খ. মংলা
  • গ. কক্সবাজার
  • ঘ. কুয়াকাটা

উত্তরঃ পতেঙ্গা

বিস্তারিত

13. বাংলাদেশ 'মিলিটারি একাডেমী' কোথায় অবস্থিত ?

  • ক. চট্টগ্রামের জলদিয়াতে
  • খ. চট্টগ্রামের ভাটিয়ারীতে
  • গ. ঢাকার কুর্মিটোলায়
  • ঘ. রাজশাহীর সারদায়

উত্তরঃ চট্টগ্রামের ভাটিয়ারীতে

বিস্তারিত

14. বাংলাদেশের এয়ারফোর্স ট্রেনিং সেন্টার কোথায়?

  • ক. ঢাকা
  • খ. চট্টগ্রাম
  • গ. যশোর
  • ঘ. রাজশাহী

উত্তরঃ যশোর

বিস্তারিত

15. নিচের কোথায় বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমী অবস্থিত ?

  • ক. ঢাকার সাভারে
  • খ. খুলনার রূপসায়
  • গ. চট্টগামের জলদিয়ায়
  • ঘ.

উত্তরঃ চট্টগামের জলদিয়ায়

বিস্তারিত

16. বাংলাদেশে প্রথম সামরিক আইন কে জারি করেন ?

  • ক. আবু সাইদ
  • খ. খোন্দকার মোস্তাক আহমেদ
  • গ. জিয়াউর রহমান
  • ঘ. মোহাম্মদ উল্লাহ

উত্তরঃ খোন্দকার মোস্তাক আহমেদ

বিস্তারিত

17. সামরিক শাসন জারি হলে জনগণের -

  • ক. সার্বভৌমত্ব থাকে না
  • খ. সার্বভৌমত্ব সংরক্ষিত থাকে
  • গ. সার্বভৌমত্ব উহ্য থাকে
  • ঘ. সার্বভৌমত্ব সংরক্ষিত থাকে না

উত্তরঃ সার্বভৌমত্ব উহ্য থাকে

বিস্তারিত

18. ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে ছিলেন ?

  • ক. মেজর জেনারেল জিয়াউর রহমান
  • খ. মেজর জেনারেল মঞ্জুর
  • গ. মেজর জেনারেল এ, কে, এম শফিউল্লাহ
  • ঘ. মেজর জেনারেল এইচ, এম এরশাদ

উত্তরঃ মেজর জেনারেল এ, কে, এম শফিউল্লাহ

বিস্তারিত

19. বঙ্গ-ভারত উপমহাদেশের প্রথম পুলিশ ব্যবস্থা কে চালু করেন ?

  • ক. মিবার্ড
  • খ. সম্রাট আকবর
  • গ. লর্ড ক্যানিং
  • ঘ. সম্রাট শাহ্জাহান

উত্তরঃ লর্ড ক্যানিং

বিস্তারিত

20. বাংলাদেশের পুলিশ আইন প্রণিত হয় -

  • ক. ১৮৫৪ সালে
  • খ. ১৮৬১ সালে
  • গ. ১৯৪৭ সালে
  • ঘ. ২০০১ সালে

উত্তরঃ ১৮৬১ সালে

বিস্তারিত

21. পুলিশের ঘুষ ও দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য যে সেল গঠন করা হয়েছে তার নাম কি ?

  • ক. সেন্টাল ইন্টেলিজেন্স
  • খ. সিকিউরিটি সেল
  • গ. র্যাট
  • ঘ. কাউন্টার ইন্টেলিজেন্স

উত্তরঃ কাউন্টার ইন্টেলিজেন্স

বিস্তারিত

22. বাংলাদেশে রাইফেলস -এর সর্বপ্রথম গঠনকালীন নাম কি ছিল ?

  • ক. বেঙ্গল ফ্রন্টিয়ারস ফোর্স
  • খ. আসাম বেঙ্গল ফ্রন্টিয়ারস ফোর্স
  • গ. ইস্ট পাকিস্তান রাইফেলস
  • ঘ. রামগড় লোকাল ব্যাটেলিয়ন

উত্তরঃ রামগড় লোকাল ব্যাটেলিয়ন

বিস্তারিত

23. বাংলাদেশ রাইফেলস -এর পরিবর্তিত নাম -

  • ক. বর্ডার গার্ড বাংলাদেশ
  • খ. বর্ডার রাইফেলস গার্ড
  • গ. বর্ডার অপারেশন ফ্রন্ট
  • ঘ. বাংলাদেশ বর্ডার গার্ড

উত্তরঃ বর্ডার গার্ড বাংলাদেশ

বিস্তারিত

24. বাংলাদেশ 'র্যাব' -এর প্রতিশব্দ কি ?

  • ক. রেড আর্মি ব্রিগেড
  • খ. র্যাপিড আর্মি ব্যাটালিয়ন
  • গ. র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
  • ঘ. র্যাপিড অ্যাকশন ব্রিগেড

উত্তরঃ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

বিস্তারিত

25. কোন আইন সংস্কার করে র্যাব(RAB) গঠন করা হয়?

  • ক. ডিএমপি এ্যাক্ট ১৯৭৬
  • খ. র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এ্যাক্ট ২০০৩
  • গ. ডি,বি, পুলিশ এ্যাক্ট ১৯৮৩
  • ঘ. আর্মড পুলিশ ব্যাটালিয়ন এ্যাক্ট ১৯৭৯

উত্তরঃ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এ্যাক্ট ১৯৭৯

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects