বাংলাদেশের সম্পদ শিল্পকৃষিমৎস্যপানিখনিজ ও গ্য

1. বাংলাদেশে আবাদি জমির পরিমাণ কত ?

  • ক. ৩ কোটি ৬৬ লক্ষ ৭০ হাজার একর
  • খ. ২ কোটি ৬৮ লক্ষ ৮০ হাজার একর
  • গ. ২ কোটি ৫৫ লক্ষ ২ হাজার একর
  • ঘ. ২ কোটি ১ লক্ষ ৯৮ হাজার একর

উত্তরঃ ২ কোটি ১ লক্ষ ৯৮ হাজার একর

বিস্তারিত

2. বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমান (প্রায়) কত?

  • ক. ২ কোটি ৪০ লক্ষ একর
  • খ. ২ কোটি ৫০ লক্ষ একর
  • গ. ২ কোটি ২৫ লক্ষ একর
  • ঘ. ২ কোটি একর

উত্তরঃ ২ কোটি একর

বিস্তারিত

3. বাংলাদেশে মাথাপিছু আবাদী জমির পরিমান -

  • ক. ১ একর
  • খ. ১.৫ একর
  • গ. ২ একর
  • ঘ. ০.১৫ একর

উত্তরঃ ০.১৫ একর

বিস্তারিত

4. রবি শস্য বলতে কি বুঝায় ?

  • ক. শীতকালীন শস্যকে
  • খ. বর্ষাকালীন শস্যকে
  • গ. গ্রীষ্মকালীন শস্যকে
  • ঘ. বসন্তকালীন শস্যকে

উত্তরঃ শীতকালীন শস্যকে

বিস্তারিত

5. কৃষির রবি মৌসুম কোনটি?

  • ক. চৈত্র-বৈশাখ
  • খ. শ্রাবণ-আশ্বিন
  • গ. কার্তিক-ফাল্গুন
  • ঘ. ভাদ্র-অগ্রহায়ণ

উত্তরঃ কার্তিক-ফাল্গুন

বিস্তারিত

6. কোনটি রবি ফসল নয় ?

  • ক. টমেটো
  • খ. মূলা
  • গ. কচু
  • ঘ. গম

উত্তরঃ কচু

বিস্তারিত

7. 'জুম' বলতে কি বুঝায় ?

  • ক. এক ধরনের চাষাবাদ
  • খ. এক ধরনের ফুল
  • গ. গুচ্ছগ্রাম
  • ঘ. একটি পাহাড়ী জনগোষ্ঠীর নাম

উত্তরঃ এক ধরনের চাষাবাদ

বিস্তারিত

8. জুম হচ্ছে ?

  • ক. এক ধরনের উদ্যান অর্থনীতি
  • খ. এক ধরনের উদ্ভিদ
  • গ. এক ধরনের বনজ ফল
  • ঘ. এক ধরনের কৃষি অর্থনীতি

উত্তরঃ এক ধরনের কৃষি অর্থনীতি

বিস্তারিত

9. জুম চাষের বিকল্প পদ্ধতি -

  • ক. সল্ট
  • খ. খন্দক
  • গ. চারণ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ সল্ট

বিস্তারিত

10. যে সকল কৃষক নিজেদের জমির পরিমাণ এক একরের নিচে তাদেরকে কি বলে ?

  • ক. প্রান্তিক চাষী
  • খ. মধ্যম চাষী
  • গ. ভূমিহীন চাষী
  • ঘ. ছোট চাষী

উত্তরঃ ভূমিহীন চাষী

বিস্তারিত

14. বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয়--

  • ক. ভাদ্র-আশ্বিন
  • খ. অগ্রহায়ণ-পৌষ
  • গ. আষাঢ়-শ্রাবণ
  • ঘ. মাঘ-ফাল্গুন

উত্তরঃ অগ্রহায়ণ-পৌষ

বিস্তারিত

15. উত্তরাঞ্চলে 'মঙ্গার ধান' বলে পরিচিত -

  • ক. ব্রি-৩৩
  • খ. বি আর-২৮
  • গ. স্বর্ণা
  • ঘ. বি আর-২২

উত্তরঃ ব্রি-৩৩

বিস্তারিত

16. কাটারীভোগ চাল উৎপাদনের জন্য বিখ্যাত জায়গা -

  • ক. দিনাজপুর
  • খ. বরিশাল
  • গ. ময়মনসিংহ
  • ঘ. কুমিল্লা

উত্তরঃ দিনাজপুর

বিস্তারিত

17. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশী চালকল রয়েছে ?

  • ক. দিনাজপুর
  • খ. বরিশাল
  • গ. ময়মনসিংহ
  • ঘ. নওগাঁ

উত্তরঃ নওগাঁ

বিস্তারিত

18. নিচের কোনটি বাংলাদেশের অর্থকারী ফসল নয় ?

  • ক. পাট
  • খ. চা
  • গ. তামাক
  • ঘ. তুলা

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

19. বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশী গম উৎপাদিত হয় ?

  • ক. রাজশাহী
  • খ. রংপুর
  • গ. যশোর
  • ঘ. দিনাজপুর

উত্তরঃ রংপুর

বিস্তারিত

20. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশী গোল আলু উৎপন্ন হয়?

  • ক. বৃহত্তর ময়মনসিংহ জেলায়
  • খ. বৃহত্তর রংপুর জেলায়
  • গ. বৃহত্তর ঢাকা জেলায়
  • ঘ. বৃহত্তর কুমিল্লা জেলায়

উত্তরঃ বৃহত্তর ঢাকা জেলায়

বিস্তারিত

21. বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু। এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল -

  • ক. ইউরোপের হল্যান্ড থেকে
  • খ. দক্ষিণ আমেরিকার পেরু চিলি থেকে
  • গ. আফ্রিকার মিশর থেকে
  • ঘ. এশিয়ার থাইল্যান্ড থেকে

উত্তরঃ ইউরোপের হল্যান্ড থেকে

বিস্তারিত

22. পাটের জীবন রহস্য উদ্ভাবনকারী দলের নেতা -

  • ক. মোঃ জলিল
  • খ. কুদরত -ই -খুদা
  • গ. মাকসুদুল আলম
  • ঘ. নুরুল ইসলাম

উত্তরঃ মাকসুদুল আলম

বিস্তারিত

23. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয়?

  • ক. রংপুর
  • খ. ময়মনসিংহ
  • গ. টাঙ্গাইল
  • ঘ. ফরিদপুর

উত্তরঃ ময়মনসিংহ

বিস্তারিত

24. 'মেছতা' একজাতীয় -

  • ক. পাট
  • খ. ধান
  • গ. তামাক
  • ঘ. তুলাগাছ

উত্তরঃ পাট

বিস্তারিত

25. পাট থেকে তৈরী 'জুটন' আবিস্কার করেন কে ?

  • ক. ড. মুহাম্মদ কুদরত-ই-খুদা
  • খ. ড. ইন্নাস আলী
  • গ. ড. মোহাম্মদ সিদ্দিকুল্লাহ
  • ঘ. ড. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন

উত্তরঃ ড. মোহাম্মদ সিদ্দিকুল্লাহ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects