বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ও বিচার বিভাগ

301. বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে?

  • ক. যোগাযোগ
  • খ. তথ্য
  • গ. পররাষ্ট্র
  • ঘ. স্বরাষ্ট্র

উত্তরঃ স্বরাষ্ট্র

বিস্তারিত

302. এনজিও বিষয়ক ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীনে?

  • ক. রাষ্ট্রপতির সচিবালয়
  • খ. প্রধানমন্ত্রীর সচিবালয়
  • গ. সমাজকল্যাণ
  • ঘ. স্বরাষ্ট্র

উত্তরঃ প্রধানমন্ত্রীর সচিবালয়

বিস্তারিত

303. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোন মন্ত্রণালউএর অধিনে?

  • ক. তথ্য
  • খ. যোগাযোগ
  • গ. অর্থ
  • ঘ. স্বরাষ্ট্র

উত্তরঃ স্বরাষ্ট্র

বিস্তারিত

304. প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রধান কে?

  • ক. সহকারী সচিব
  • খ. অতিরিক্ত সচিন
  • গ. মুখ্য সচিব
  • ঘ. সচিব

উত্তরঃ মুখ্য সচিব

বিস্তারিত

308. বাংলাদেশের রেলওয়ে থানা কয়টি?

  • ক. ২৪টি
  • খ. ২৩টি
  • গ. ১৮টি
  • ঘ. ২১টি

উত্তরঃ ২১টি

বিস্তারিত

310. পুলিশ বাহিনীর বীরত্ব পুরস্কার কয়টি?

  • ক. ৮টি
  • খ. ৭টি
  • গ. ২টি
  • ঘ. ৩টি

উত্তরঃ ৩টি

বিস্তারিত

311. বাংলাদেশ সরকারের ৩৯তম মন্ত্রণালয় কোনটি?

  • ক. পূর্ত
  • খ. ডাক, তার ও টেলিফোন
  • গ. তথ্য ও প্রযুক্তি
  • ঘ. প্রাথমিক ও গণশিক্ষা

উত্তরঃ প্রাথমিক ও গণশিক্ষা

বিস্তারিত

312. বাংলাদেশ প্রশাসনের প্রাণকেন্দ্র কোনটি?

  • ক. বিভাগ
  • খ. জেলা
  • গ. থানা
  • ঘ. ইউনিয়ন

উত্তরঃ জেলা

বিস্তারিত

313. সচিবালয়ের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তরে রয়েছে--

  • ক. সিনিয়র সচিব
  • খ. সহকারী সচিব
  • গ. সচিব
  • ঘ. উপসচিব

উত্তরঃ সহকারী সচিব

বিস্তারিত

314. জরুরি ক্ষমতা অধ্যাদেশ প্রণীত হয় কখন?

  • ক. ২৭ ফেব্রুয়ারি, ১৯৯০
  • খ. ২৭ জানুয়ারি, ১৯৯০
  • গ. ২৭ ডিসেম্বর, ১৯৯০
  • ঘ. ২৭ নভেম্বর, ১৯৯০

উত্তরঃ ২৭ নভেম্বর, ১৯৯০

বিস্তারিত

316. সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ কয়টি?

  • ক. ৪টি
  • খ. ৬টি
  • গ. ৫টি
  • ঘ. ১টি

উত্তরঃ ১টি

বিস্তারিত

317. সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরে যাওয়ার সর্বোচ্চ বয়স--

  • ক. ৭০ বছর
  • খ. ৬০ বছর
  • গ. ৬২ বছর
  • ঘ. ৬৭ বছর

উত্তরঃ ৬৭ বছর

বিস্তারিত

319. ভবিষ্যৎ তহবিল আইন প্রণীত হয়--

  • ক. ১৯৪৮ সালে
  • খ. ১৯৫০ সালে
  • গ. ১৯২৫ সালে
  • ঘ. ১৯৩৯ সালে

উত্তরঃ ১৯২৫ সালে

বিস্তারিত

320. বাল্যবিবাহ নিরোধ আইন কোন সালে প্রণীত হয়।

  • ক. ১৯৭৮ সালে
  • খ. ১৯৩৫ সালে
  • গ. ১৯২৯ সালে
  • ঘ. ১৯২৫ সালে

উত্তরঃ ১৯২৯ সালে

বিস্তারিত

321. সাবালকত্ব আইন প্রণীত হয়--

  • ক. ১৯৭৮ সালে
  • খ. ১৯৩৫ সালে
  • গ. ১৯২৯ সালে
  • ঘ. ১৯৩০ সালে

উত্তরঃ ১৯৩০ সালে

বিস্তারিত

322. বাংলাদেশে ১৯৯৯ সালে ২০ অক্টোবর দৃষ্টিহীন একজন আইনজীবিকে হাইকোর্টের বিচারপতি নিয়োগ করা হয়। এই বিচারপতির নাম কি?

  • ক. আরিফুর রহমান
  • খ. হাবিবুর রহমান
  • গ. মাইনুর রেজা চৌধুরী
  • ঘ. খাদেমুল ইসলাম চৌধুরী

উত্তরঃ খাদেমুল ইসলাম চৌধুরী

বিস্তারিত

323. জেলা আদালতের প্রধান বিচারক কে?

  • ক. প্রধান বিচারপতি
  • খ. জেলা ম্যাজিস্ট্রেট
  • গ. জেলা পুলিশ সুপার
  • ঘ. জেলা জজ

উত্তরঃ জেলা জজ

বিস্তারিত

325. কোন আদালত থেকে জেলা জজের আদালতে আপিল করা যায়?

  • ক. আপিল চলে না
  • খ. ম্যাজিস্ট্রেট
  • গ. দায়রা জজ
  • ঘ. সাব জজ ও মুন্সেফ আদালত

উত্তরঃ সাব জজ ও মুন্সেফ আদালত

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects