বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ও বিচার বিভাগ

76. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত গ্রহণযোগ্য মতবাদ কোনটি?

  • ক. ঐতিহাসিক মতবাদ
  • খ. ঐশী মতবাদ
  • গ. বল প্রয়োগ মতবাদ
  • ঘ. চুক্তি মতবাদ

উত্তরঃ ঐতিহাসিক মতবাদ

বিস্তারিত

78. কে নিজেকে খোদার বরপুত্র মনে করতেন?

  • ক. চতুর্দশ লুই
  • খ. প্রথম জেমস
  • গ. সাধু টমাস একুইনাল
  • ঘ. সাধু অগাস্টিন

উত্তরঃ চতুর্দশ লুই

বিস্তারিত

79. ঐশী মতবাদে কোন ধরনের শাসকের জন্ম হওয়ায় স্বাভাবিক?

  • ক. সেচ্চাচারী শাসকের
  • খ. ন্যায়পরায়ণ শাসকের
  • গ. মহৎ শাসকের
  • ঘ. আদর্শ শাসকের

উত্তরঃ সেচ্চাচারী শাসকের

বিস্তারিত

80. বলপ্রয়োগ মতবাদে বিশ্বাসী ছিলেন--

  • ক. টমাস হবস
  • খ. জ্যাঁ জ্যাঁক রুশো
  • গ. চতুর্দশ লুই
  • ঘ. ডেভিড হিউম ও জেলেনিক

উত্তরঃ ডেভিড হিউম ও জেলেনিক

বিস্তারিত

81. 'ঐতিহাসিক দিক হতে দেখা যায় আধুনিক সকল রাষ্ট্রই সার্থক রণ-কৌশলের ফল।'- এ উক্তিটি কার?

  • ক. গার্নারের
  • খ. গেটেলের
  • গ. জেংকসের
  • ঘ. জেলেনিকের

উত্তরঃ জেংকসের

বিস্তারিত

82. 'রাষ্ট্র শক্তির ওপর ভিত্তি করে উৎপত্তি হয়েছে এবং শক্তির জোরে টিকে আছে।'- এটি কোন মতবাদের মূলকথা?

  • ক. ঐতিহাসিক মতবাদের
  • খ. ঐশী মতবাদের
  • গ. বল প্রয়োগ মতবাদের
  • ঘ. চুক্তি মতবাদের

উত্তরঃ বল প্রয়োগ মতবাদের

বিস্তারিত

83. জ্যাঁ জ্যাঁক রুশো (১৭১২-১৭৭৮) কোন দেশের নাগরিক?

  • ক. রাশিয়া
  • খ. মার্কিন যুক্তরাষ্ট্র
  • গ. ফ্রান্স
  • ঘ. ইংল্যান্ড

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

84. কার মতে রাষ্ট্র পূর্ব অবস্থায় প্রকৃতির রাজ্য ছিল সুখময় বর্গীয় লীলাভূমি?

  • ক. হেনরি মেইনের
  • খ. রুশোর
  • গ. জন লকের
  • ঘ. টমাস হবসের

উত্তরঃ রুশোর

বিস্তারিত

85. 'রাষ্ট্র মানবসমাজের ক্রমবিবর্তনের ফল।'-এ কথা কে বলেছেন?

  • ক. ফাইনার
  • খ. ডাইসী
  • গ. লাস্কি
  • ঘ. বার্জেস

উত্তরঃ বার্জেস

বিস্তারিত

86. Social Contract গ্রন্থটির লেখক কে?

  • ক. জন লক
  • খ. রুশো
  • গ. গার্নার
  • ঘ. লর্ড ব্রাইস

উত্তরঃ রুশো

বিস্তারিত

87. রাষ্ট্র ও গির্জার মধ্যে দ্বন্দ্ব কোন যুগের রাষ্ট্রতত্ত্বকে প্রভাবিত করেছিল?

  • ক. আধুনিক যুগ
  • খ. প্রাচীন যুগ
  • গ. মধ্যযুগ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ মধ্যযুগ

বিস্তারিত

88. রাষ্ট্রের উদ্দেশ্য কি?

  • ক. জনগণের জীবনের নিরাপত্তা দান
  • খ. জনগণের কল্যাণ সাধন
  • গ. জনগণের উন্নত জীবনের নিশ্চয়তা প্রদান
  • ঘ. সবগুলো

উত্তরঃ সবগুলো

বিস্তারিত

89. কে ধর্মকে রাজনীতি থেকে পৃথক করেছেন?

  • ক. দান্তে
  • খ. ম্যাকিয়াভেলী
  • গ. মার্সিলিও অব পাদুয়া
  • ঘ. এরিস্টটল

উত্তরঃ ম্যাকিয়াভেলী

বিস্তারিত

90. কে রাষ্ট্রকে 'ধুলির ধরণীতে ঈশ্বরের জয়যাত্রা' বলে উল্লেখ করেন?

  • ক. লাস্কি
  • খ. টি এইচ গ্রিন
  • গ. দান্তে
  • ঘ. হেগেল

উত্তরঃ হেগেল

বিস্তারিত

91. শান্তি শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের কোন ধরনের উদ্দেশ্য?

  • ক. চূড়ান্ত উদ্দেশ্য
  • খ. গৌণ উদ্দেশ্য
  • গ. মুখ্য ও প্রাথমিক উদ্দেশ্য
  • ঘ. প্রাথমিক উদ্দেশ্য

উত্তরঃ মুখ্য ও প্রাথমিক উদ্দেশ্য

বিস্তারিত

92. পুঁজিবাদ কি?

  • ক. শাসনব্যবস্থা
  • খ. সাংস্কৃতিক ব্যবস্থা
  • গ. রাজনৈতিক ব্যবস্থা
  • ঘ. অর্থনৈতিক ব্যবস্থা

উত্তরঃ অর্থনৈতিক ব্যবস্থা

বিস্তারিত

93. 'রাষ্ট্র শ্রেণিশোষণের হাতিয়ার'- উক্তিটি কোন ক্ষেত্রে প্রযোজ্য?

  • ক. সামরিক রাষ্ট্রে
  • খ. পুঁজিবাদী রাষ্ট্রে
  • গ. সমাজতান্ত্রিক রাষ্ট্রে
  • ঘ. রাজতান্ত্রিক রাষ্ট্রে

উত্তরঃ পুঁজিবাদী রাষ্ট্রে

বিস্তারিত

94. কোন ব্যবস্থায় সম্পদের ওপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয়?

  • ক. সামরিকতন্ত্রে
  • খ. সমাজতন্ত্রে
  • গ. রাজতন্ত্রে
  • ঘ. পুঁজিবাদে

উত্তরঃ সমাজতন্ত্রে

বিস্তারিত

95. কোন যুগে রাষ্ট্রের ওপর ধর্মের প্রভাব দেখা যায়?

  • ক. প্রাগৈতিহাসিক যুগে
  • খ. মধ্যযুগে
  • গ. প্রাচীন যুগে
  • ঘ. আধুনিক যুগে

উত্তরঃ মধ্যযুগে

বিস্তারিত

96. রাষ্ট্রের কার্যাবলি কত প্রকার?

  • ক. ৫ প্রকার
  • খ. ৩ প্রকার
  • গ. ৪ প্রকার
  • ঘ. ২ প্রকার

উত্তরঃ ২ প্রকার

বিস্তারিত

97. রাষ্ট্রের অপরিহার্য কাজগুলো হলো--

  • ক. আইন ও বিচার সংক্রান্ত বিষয়
  • খ. দেশরক্ষা ও পররাষ্ট্র সংক্রান্ত
  • গ. আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসন পরিচালনা
  • ঘ. ওপরের সবগুলো

উত্তরঃ ওপরের সবগুলো

বিস্তারিত

98. রাষ্ট্রের অপরিহার্য কাজ কোনটি?

  • ক. সামাজিক নিরাপত্তা
  • খ. শ্রমিক কল্যাণ
  • গ. দেশরক্ষা
  • ঘ. শিক্ষা

উত্তরঃ দেশরক্ষা

বিস্তারিত

99. শিক্ষা বিস্তার রাষ্ট্রের কোন ধরনের কাজ?

  • ক. গৌণ
  • খ. অপরিহার্য
  • গ. আর্থিক
  • ঘ. ঐচ্ছিক

উত্তরঃ ঐচ্ছিক

বিস্তারিত

100. আধুনিক কল্যাণ রাষ্ট্রের উন্মেষ ঘটে?

  • ক. অস্ট্রেলিয়ায়
  • খ. ফ্রান্সে
  • গ. যুক্তরাষ্ট্রে
  • ঘ. ইংল্যান্ডে

উত্তরঃ যুক্তরাষ্ট্রে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects