বাংলাদেশের ক্রীড়া সঙ্গীত সাহিত্য ও পুরস্কার

51. বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ জয় করে -

  • ক. ১৭ মে, ১৯৯৮
  • খ. ১৫ জুন, ১৯৯৭
  • গ. ২৫ মে, ১৯৯৮
  • ঘ. ২০ এপ্রিল, ১৯৯৮

উত্তরঃ ১৭ মে, ১৯৯৮

বিস্তারিত

52. বাংলাদেশ প্রথম ওয়ান ডে সিরিজ জয়লাভ করে কোন দেশের বিপক্ষে ?

  • ক. কেনিয়া
  • খ. পাকিস্তান
  • গ. ভারত
  • ঘ. জিম্বাবুয়ে

উত্তরঃ জিম্বাবুয়ে

বিস্তারিত

53. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কোন বোলার প্রথম ৫ উইকেট লাভ করে ?

  • ক. মুশফিকুর রহমান
  • খ. মোঃ রফিক
  • গ. তাপস বৈশ্য
  • ঘ. আফতাব আহমেদ

উত্তরঃ আফতাব আহমেদ

বিস্তারিত

54. ওয়ানডে ক্রিকেট বোলিং এ বাংলাদেশের সেরা পারফরমারকে ?

  • ক. মাশরাফি
  • খ. তাপস
  • গ. আফতাব
  • ঘ. মঞ্জুরুল

উত্তরঃ মাশরাফি

বিস্তারিত

55. বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কোন ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে হ্যাট্রিক করেন ?

  • ক. অলক কাপালী
  • খ. সাকিব আল হাসান
  • গ. সাহাদাত হোসেন রাজীব
  • ঘ. মোহাম্মদ রফিক

উত্তরঃ সাহাদাত হোসেন রাজীব

বিস্তারিত

56. প্রথম আই.সি.সি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন ?

  • ক. গাজী আশরাফ হোসেন লীপু
  • খ. আকরাম খান
  • গ. আমিনুল ইসলাম বুলবুল
  • ঘ. শফিকুল হক হীরা

উত্তরঃ শফিকুল হক হীরা

বিস্তারিত

57. ১৯৯৭ সালে কোন দেশকে হারিয়ে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতে নেয় ?

  • ক. স্কটল্যান্ড
  • খ. হংকং
  • গ. মালয়েশিয়া
  • ঘ. কেনিয়া

উত্তরঃ কেনিয়া

বিস্তারিত

58. বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহনকারী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন ?

  • ক. আকরাম খান
  • খ. আমিনুল ইসলাম বুলবুল
  • গ. হাবিবুল বাশার
  • ঘ. নাঈমুর রহমান দুর্জয়

উত্তরঃ আমিনুল ইসলাম বুলবুল

বিস্তারিত

59. বাংলাদেশী ক্রিকেটাররা বিশ্বকাপে প্রথম কোন দলের বিপক্ষে খেলেছে ?

  • ক. পাকিস্তান
  • খ. নিউজিল্যান্ড
  • গ. স্কটল্যান্ড
  • ঘ. অস্ট্রেলিয়া

উত্তরঃ নিউজিল্যান্ড

বিস্তারিত

60. বিশ্বকাপ ক্রিকেটে কোন দলের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম জয় লাভ করে ?

  • ক. স্কটল্যান্ড
  • খ. মালয়েশিয়া
  • গ. পাকিস্তান
  • ঘ. কেনিয়া

উত্তরঃ স্কটল্যান্ড

বিস্তারিত

61. বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্যা ম্যাচ হন -

  • ক. আমিনুল ইসলাম
  • খ. মেহরাব হোসেন অপি
  • গ. হাসিবুল হোসেন শান্ত
  • ঘ. মিনহাজুল আবেদিন নান্নু

উত্তরঃ মিনহাজুল আবেদিন নান্নু

বিস্তারিত

62. সপ্তম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তানকে কত রানে পরাজিত করে ?

  • ক. ৫৬ রানে
  • খ. ৭২ রানে
  • গ. ৬৬ রানে
  • ঘ. ৬২ রানে

উত্তরঃ ৬২ রানে

বিস্তারিত

64. শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত ?

  • ক. রাজশাহী
  • খ. বগুড়া
  • গ. কুমিল্লা
  • ঘ. চট্টগ্রাম

উত্তরঃ বগুড়া

বিস্তারিত

66. প্রথম বাঙালি দাবা গ্রান্ড মাস্টার কে ?

  • ক. জিয়াউর রহমান
  • খ. সূর্য শেকর গাঙ্গুলী
  • গ. নিয়াজ মুর্শেদ
  • ঘ. দিব্যেন্দু বড়ুয়া

উত্তরঃ নিয়াজ মুর্শেদ

বিস্তারিত

67. বাংলাদেশ সর্বশেষ গ্রান্ডমাস্টার খেতাব পেলেন -

  • ক. রাকিব
  • খ. রাজিব
  • গ. রিফাত
  • ঘ. জিয়া

উত্তরঃ রাজিব

বিস্তারিত

68. বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয় কবে ?

  • ক. ১৯৭২ সালে
  • খ. ১৯৭৫ সালে
  • গ. ১৯৮০ সালে
  • ঘ. ১৯৯৬ সালে

উত্তরঃ ১৯৯৬ সালে

বিস্তারিত

69. মা ও মণি হলো -

  • ক. একটি উপন্যাসের নাম
  • খ. একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম
  • গ. একটি প্রসাধনী শিল্পের নাম
  • ঘ. একটি গরীব মা ও মেয়ের গল্প কাহিনী

উত্তরঃ একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম

বিস্তারিত

70. বাংলাদেশ প্রথম কোন সালে অলিম্পিক অংশগ্রহণ করে ?

  • ক. ১৯৮৪
  • খ. ২০০০
  • গ. ১৯৯৬
  • ঘ. ১৯৭২

উত্তরঃ ১৯৮৪

বিস্তারিত

71. বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশ গ্রহণ করে ?

  • ক. লস এঞ্জেলস
  • খ. আটলান্টা
  • গ. মস্কো
  • ঘ. মেক্সিকো সিটি

উত্তরঃ লস এঞ্জেলস

বিস্তারিত

72. কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশী শুটারের নাম কি ?

  • ক. আসিক
  • খ. আশরাফ
  • গ. আসিফ
  • ঘ. ফাতেমা

উত্তরঃ আসিফ

বিস্তারিত

73. অষ্টম সাফ গেমসে ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ ?

  • ক. নেপাল
  • খ. ভুটান
  • গ. বাংলাদেশ
  • ঘ. মালদ্বীপ

উত্তরঃ বাংলাদেশ

বিস্তারিত

74. বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন ?

  • ক. মোহাম্মদ ইদ্রিস
  • খ. আব্দুর রহমান
  • গ. ব্রজেন দাস
  • ঘ. কেউন নেই

উত্তরঃ ব্রজেন দাস

বিস্তারিত

75. শান্তির জন্য জুলিও কুরি পদক লাভ করেছিলেন--

  • ক. শহীদ জিয়াউর রহমান
  • খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • গ. ড. মোহাম্মদ ইউনুস
  • ঘ. ফজলে হোসেন আবেদ

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects