বাংলাদেশের সভ্যতা ও সংস্কৃতি

51. সংস্কৃতি বলতে নিচের কোনটি বোঝায়?

  • ক. কবিতা আবৃতি
  • খ. প্রতিটি মানুষের ব্যাক্তিগত আচরণ সমষ্টি
  • গ. নাচ ও গান
  • ঘ. সিনেমা

উত্তরঃ প্রতিটি মানুষের ব্যাক্তিগত আচরণ সমষ্টি

বিস্তারিত

52. ময়মনসিংহ অঞ্চলের জনপ্রিয় লোকনাট্য?

  • ক. গাজীর গান
  • খ. গম্ভীরা
  • গ. যাত্রা
  • ঘ. গীতিকা

উত্তরঃ গীতিকা

বিস্তারিত

53. শেকড় সন্ধানী নাট্যকার হিসেবে খ্যাত--

  • ক. আবদুল্লাহ আল মামুন
  • খ. সেলিম আল দীন
  • গ. জিয়া হায়দার
  • ঘ. মামুনুর রশীদ

উত্তরঃ সেলিম আল দীন

বিস্তারিত

54. সমকালের খ্যাতিমান কার্টুনিস্ট--

  • ক. শিশির ভট্টাচার্য
  • খ. শাইখ সিরাজ
  • গ. আহসান হাবীব
  • ঘ. কাইয়ুম চৌধুরী

উত্তরঃ আহসান হাবীব

বিস্তারিত

55. হূমায়ুন আহমেদের 'দেয়াল' একটি--

  • ক. আত্মজীবনী
  • খ. রাজনৈতিক উপন্যাস
  • গ. সামাজিক উপন্যাস
  • ঘ. নাটক

উত্তরঃ রাজনৈতিক উপন্যাস

বিস্তারিত

56. ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেয়াল পত্রিকার নাম কি?

  • ক. আলোর পথে
  • খ. আলোকিত পথ
  • গ. দিশারী
  • ঘ. আলোর সন্ধানে ভাষা-সাহিত্য-সংস্কৃতি

উত্তরঃ দিশারী

বিস্তারিত

57. 'ভাওয়াইয়া' গানের সাথে বিজড়িত নাম--

  • ক. আবদুল কুদ্দুস বয়াতী
  • খ. আব্বাসউদ্দীন
  • গ. শাহ আবদুল করিম
  • ঘ. আবদুল আলীম

উত্তরঃ আব্বাসউদ্দীন

বিস্তারিত

58. 'কোরাস' কী?

  • ক. নির্বাক অবস্থান
  • খ. সমবেত যন্ত্রসঙ্গীত
  • গ. সমবেত সঙ্গীত
  • ঘ. উচ্চস্বরে সংলাপ

উত্তরঃ সমবেত সঙ্গীত

বিস্তারিত

59. 'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে' - গানটি কোন সময়ের সৃষ্টি?

  • ক. প্রাচীনকালের
  • খ. বর্তমানকালের
  • গ. মুক্তিযুদ্ধকালীন
  • ঘ. ব্রিটিশবিরোধী সময়ের

উত্তরঃ মুক্তিযুদ্ধকালীন

বিস্তারিত

60. ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি- গানটির গীতিকার কে?

  • ক. লালন ফকির
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. হিমাংশু দত্ত
  • ঘ. রজনীকান্ত সেন

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

61. রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন কোন ধারার সঙ্গীত শিল্পী?

  • ক. বাউল গান
  • খ. আধুনিক গান
  • গ. লোকসঙ্গীত
  • ঘ. উচ্চাঙ্গ সঙ্গীত

উত্তরঃ আধুনিক গান

বিস্তারিত

62. আব্বাসউদ্দীন--

  • ক. সুরকার
  • খ. গীতিকার
  • গ. নৃত্যশিল্পী
  • ঘ. বাংলাদেশের বরেন্দ্র লোকসঙ্গীত শিল্পী

উত্তরঃ বাংলাদেশের বরেন্দ্র লোকসঙ্গীত শিল্পী

বিস্তারিত

63. রেজওয়ানা চৌধুরী বন্যা- কোন ধারার সঙ্গীত শিল্পী?

  • ক. রবীন্দ্র সঙ্গীত
  • খ. অতুলপ্রসাদী
  • গ. রাগসঙ্গীত
  • ঘ. লোকসঙ্গীত

উত্তরঃ রবীন্দ্র সঙ্গীত

বিস্তারিত

64. 'তানসেন' কোন রাজদরবারের সভা সঙ্গীতজ্ঞ ছিলেন?

  • ক. নবাব সিরাজউদ্দৌলা
  • খ. মানসিংহ
  • গ. সম্রাট আকবর
  • ঘ. আলাউদ্দিন খিলজী

উত্তরঃ সম্রাট আকবর

বিস্তারিত

65. ফেরদৌসী রহমান কে?

  • ক. বরেণ্য সঙ্গীত শিল্পী
  • খ. সুরকার
  • গ. নৃত্য শিল্পী
  • ঘ. সেতার বাদক

উত্তরঃ বরেণ্য সঙ্গীত শিল্পী

বিস্তারিত

66. 'ওরে নীল দরিয়া' - গানটি কোন শিল্পীর গাওয়া?

  • ক. আবদুল জাব্বার
  • খ. আপেল মাহমুদ
  • গ. বশির আহমেদ
  • ঘ. সৈয়দ আব্দুল হাদী

উত্তরঃ আবদুল জাব্বার

বিস্তারিত

67. 'সাম্পানের গান' কোন অঞ্চলের--

  • ক. চট্টগ্রাম
  • খ. ময়মনসিংহ
  • গ. রংপুর
  • ঘ. রাজশাহী

উত্তরঃ চট্টগ্রাম

বিস্তারিত

68. নেত্রকোনার হাওড় অঞ্চলের গানসমূহকে জনপ্রিয় করে তোলেন?

  • ক. এন্ড্রু কিশোর
  • খ. মমতাজ
  • গ. আনুশেহ্
  • ঘ. বারী সিদ্দিকী

উত্তরঃ বারী সিদ্দিকী

বিস্তারিত

69. রবীন্দ্রসঙ্গীত চর্চা ও প্রসারে নিবেদিত প্রতিষ্ঠান?

  • ক. ছায়ানট
  • খ. রবীন্দ্রসঙ্গীত চর্চা ও প্রসার কেন্দ্র
  • গ. শিল্পকলা একাডেমী
  • ঘ. বুলবুল ললিতকলা একাডেমী

উত্তরঃ ছায়ানট

বিস্তারিত

70. কোনটি নজরুল সঙ্গীত?

  • ক. পথিক বন্ধু এসো
  • খ. পথে যেতে যেতে
  • গ. আমি কোন পথে যে চলি
  • ঘ. পথ হারা পাখি

উত্তরঃ পথ হারা পাখি

বিস্তারিত

71. 'ভাওয়াইয়া' গান কোন দুটি নদীর সাথে সম্পর্কিত?

  • ক. সুরমা-কুশিয়ারা
  • খ. তিস্তা-ধরলা
  • গ. আত্রাই-করতোয়া
  • ঘ. পদ্মা-মেঘনা

উত্তরঃ তিস্তা-ধরলা

বিস্তারিত

72. 'ছায়ানট' কি?

  • ক. একটি ঘরানার নাম
  • খ. একজন ব্যাক্তির নাম
  • গ. একটি রাগের নাম
  • ঘ. একটি বাদ্যযন্ত্রের নাম

উত্তরঃ একটি রাগের নাম

বিস্তারিত

73. 'বন্দে মায়া লাগাইছে' কোন বাউলের গীতি অংশ?

  • ক. বিজয় সরকার
  • খ. নুপুর লক্ষণ দাস
  • গ. দুদ্দুশাহ
  • ঘ. শাহ আবদুল করিম

উত্তরঃ শাহ আবদুল করিম

বিস্তারিত

74. কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের ছায়াছবি--

  • ক. মাটির ময়না
  • খ. দীপু নম্বর টু
  • গ. সূর্যদীঘল বাড়ি
  • ঘ. লালসালু

উত্তরঃ মাটির ময়না

বিস্তারিত

75. আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের ছায়াছবির নাম কি?

  • ক. আসিয়া
  • খ. সূর্য দীঘল বাড়ি
  • গ. মুক্তির গান
  • ঘ. সূর্যগ্রহণ

উত্তরঃ সূর্য দীঘল বাড়ি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects