৬ মাসের শিশুকে কি খাবার খাওয়াব?
Answers
-
Anonymous - 3 years ago
বাচ্চাকে অল্প অল্প করে খাবার খাওয়ানো শুরু করুন। বিভিন্ন ফল জুস করে খাওয়াতে পারেন। সুজি, সাবু ইত্যাদিও খাওয়াতে পারেন। প্রথম দিকে মিষ্টি জাতীয় খাবার দিয়ে শুরু করুন এরপর আসতে আসতে অন্যন্য খাবার খাওয়ান। সেরেলাক্স বা অন্যান্য খাবার না খাইয়ে প্রাকৃতিক খাবার খাওয়ানোয় ভালো। তবে খাবার না খেলে ডাক্তারের পরামর্শে সেরেলাক্স বা অন্যান্য ডেইরি খাবার খাওয়াতে পারেন।